Training modules/Dealing with online harassment/slides/documentation/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Training modules/Dealing with online harassment/slides/documentation and the translation is 100% complete.

অভিযোগের তদন্ত: নথি

হয়রানির অভিযোগের ক্ষেত্রে আপনি কি শিখেছেন বা করেছেন এর পূর্বে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম হয়রানির অভিযোগের ক্ষেত্রে অফ উইকিতে তদন্ত করে দেখতে হবে সেটি অনউইকিতে নেওয়া যায় কিনা। কোন সতন্ত্র ব্যক্তি বা কোন একটি দল যারা পূর্বে কোন তদন্ত করেছে তারা একই পদে সাড়াজীবন থাকবেন না। সুতরাং আপনি যদি কখনো আপনার পদ থেকে ইস্তফা দেন সেক্ষেত্রে অন্যরা পরবর্তীতে যাতে বুঝতে পারে কি ঘটেছে সে জন্য নথিবদ্ধ করে রাখা হবে।

অন্যদিকে, নথি পত্র করা মানে এই নয় যে, সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত হতে হবে। এটা দ্বারা এটাও বুঝায় না যে, আপনি কোন একজন ব্যবহারকারী সম্পর্কে স্থায়ী সংগ্রহশালা তৈরি করবেন। তদন্তে অভিযুক্ত পক্ষও একইরকম পোনীয়তা আশা করে। সুতরাং আপনার কাজ হয় এটা নিশ্চিত করে উক্ত ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষাও আপনার দায়িত্ব। সুতরাং যেখানেই নথিবদ্ধ করে রাখুন সেটি যেন নিরাপদ হয় সে ব্যাপারটি নিশ্চিত করুন।