Training modules/Keeping events safe/slides/situations-you-might-encounter/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Training modules/Keeping events safe/slides/situations-you-might-encounter and the translation is 75% complete.
Outdated translations are marked like this.

যে সব বিষয়সমূহ আপনার সামনে আনা হতে পারে

যদিও অনুষ্ঠান সফল করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়ে থাকে তবুও অনুষ্ঠান চলাকালীন যেকোন অনাকাঙ্খিত ঘটনা ঘটতেই পারে। এরকম যেকোন ঘটনা সেটা বড় বা ছোট হোক গুরুত্বের সাথে দেখতে হবে। এগুলোর মধ্যে:

  • অনিশ্চিত নিরাপদ স্থান লঙ্ঘন। এরকম ঘটনা হতে পারে যে, হয়ত সেগুলো নীতিমালার আওতাধীন নয় বা একটি নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে ঘটেনি।
  • ছোটখাটো নিরাপদ স্থান লংঘন। এগুলোর মধ্যে সাধারণত কোন উইকি সম্পর্কিত ছোট বিতর্ক বড় আকার ধারণ করাকে বুঝায়। যদিও এরকম আলোচনা অনেকসময় ইচ্ছাকৃতভাবে অন্যকে কষ্ট দেওয়ার জন্য করা হয় না।
  • ব্যাপক নিরাপদ স্থান লঙ্ঘন। এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে যখন কোন ব্যক্তি অন্য কারও দ্বারা হয়রানির শিকার হতে পারে, বা হবেন বলে মনে করেন বা শারীরিকভাবে লাঞ্চিত হতে পারেন বলে ভয় পাচ্ছেন অথবা যৌন হয়রানির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে।
  • স্থানীয় বা বৈশ্বিকভাবে বাধাপ্রাপ্ত ব্যবহারকারী। কিছু কিছু অংশগ্রহণকারী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না এটা হতে পারে স্থানীয়ভাবে কোন চ্যাপ্টার কর্তৃক তাকে অনুষ্ঠানে যোগদানে বাধাদান বা বৈশ্বিকভাবে উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক [অনুষ্ঠান বাধার] কারণে। যদি আপনি এরকম কোন ব্যক্তিকে দেখতে পান সেক্ষেত্রে এটা মনে রাখুন যে, এটি ফ্রেন্ডলি স্পেস নীতিমালার লঙ্ঘন এবং এ ব্যাপারে আয়োজকদের অবহিত করা উচিত। যদিও আপনার মনে হয় যে, তার দ্বারা কোন সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তবুও আপনার জানার বাইরে অনুষ্ঠানে এমন কেউ থাকতে পারেন যিনি তারা উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ হতে পারেন।
  • গুরুতর নিরাপত্তা লঙ্ঘন যেমন শারীরিকভাবে বা যৌনগত।
  • মেডিকেল সঙ্কট। যদিও মেডিকেল সঙ্কট অন্য কোন ব্যক্তির দ্বারা সংগঠিত হওয়ার সম্ভাবনা কম তবুও আয়োজকদের এ ব্যাপারটি গুরুত্বের সাথে দেখতে হবে।