Translation requests/Give the gift of knowledge/bn

From Meta, a Wikimedia project coordination wiki

জ্ঞানের আলো ছড়িয়ে দিন সবখানে[edit]

Template:Fundraising menu-en Template:GiftLang2007

উইকিমিডিয়া ফাউন্ডেশনের সভাপতি ফ্লোরেন্স ডেভোয়ার্ড

অক্টোবর ২২, ২০০৭ - তৃণমূল পর্যায়ে যে ছোট্ট প্রচেষ্টা শুরু হয়েছিলো মাত্র ৬ বছর আগে, আজ সেই উইকিপিডিয়া পরিণত হয়েছে এক মহীরূহে, আর পালটে দিচ্ছে দুনিয়া জুড়ে তথ্যের বিনিময় ও বিস্তার। বর্তমানে প্রতিদিন সাড়া দুনিয়ার থেকে কোটি কোটি মানুষ উইকিপিডিয়ার ওয়েবসাইট ব্যবহার করে যা ২৫০টিরও বেশি ভাষায় প্রকাশিত হয়েছে।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্যান্য প্রকল্পের মত, অলাভজনক শিক্ষামূলক ওয়েবসাইট, উইকিপিডিয়া বিশ্ববাসীকে সমস্ত মানব জ্ঞানের ভান্ডারে অংশ নেওয়ার সুযোগ করে দিয়েছে, একই সাথে বিভিন্ন ভাষার কণ্ঠস্বরের সমান প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। বলাবাহুল্য, বিশ্ব জনগোষ্ঠীর উপর উইকিপিডিয়া এবং আমাদের অন্যান্য প্রকল্পের ইতিবাচক প্রভাবে আমরা গর্বিত।

উইকিপিডিয়া দুনিয়া জুড়ে প্রভাব বিস্তার করে চলেছে, আর সেই সাথে উইকিমিডিয়া ফাউন্ডেশনের দায়িত্ব ও কর্তব্য বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সাফল্যের আলোকে উইকিমিডিয়া ফাউন্ডেশন পৃথিবীর সেইসব স্থানের দিকে জোড় দিচ্ছে, যেসব দেশ ও জনগোষ্ঠীতে শিক্ষামূলক উপকরণ ও পরিসেবার যথেষ্ট অভাব রয়েছে। উন্নয়নশীল বিশ্বের প্রায় ২০০ কোটি শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত, সেটা বিবেচনা করে আমরা আমাদের এই কার্যক্রমকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছি।

সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও, এ পর্যন্ত উইকিমিডিয়া ফাউন্ডেশন এক্ষেত্রে প্রভূত অগ্রগতি সাধন করেছে। নানা অংশীদারিত্বের মাধ্যমে আমরা উইকিপিডিয়াকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিতে পেরেছি, আমরা ইয়োরুবা ও সোয়াহিলির মত ভাষায় উইকিপিডিয়া সৃষ্টির উদ্দীপনা তৈরী করেছি। সবচেয়ে যা গুরুত্বপূর্ণ তা হচ্ছে, বিগত বছরটিতে ভবিষ্যতের শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্নিহিত বীজ বপন করা হয়েছে।

আমাদের অর্জন অনেক, কিন্তু আমাদের আরও অনেক পথ পাড়ি দিতে হবে!

বিশ্বব্যাপী এই জ্ঞানের বিনিময়কে সহজতর করতে উইকিমিডিয়া ফাউন্ডেশন আপনাদের সমর্থন কামনা করে।

সামনের সপ্তাহ গুলোতে আমরা আমাদের বাৎসরিক তহবিল সংগ্রহ করছি। আশা করবো দানের মাধ্যমে আমাদের প্রতি আপনার সমর্থন ব্যক্ত করবেন-বড় বা ছোট যাই হোক না কেন- পৃথিবীর প্রতিটি মানুষকে সমস্ত মানুষ্য জ্ঞান ভান্ডার ব্যবহারের সুযোগ করে দেওয়ার দায়িত্ব পূরণে যা আমাদের শক্তি যোগাবে।

ফ্লোরেন্স ডেভোয়ার্ড
সভাপতি, উইকিমিডিয়া ফাঊন্ডেশন