Translations:Movement Charter/Drafting Committee/Code of Conduct/32/bn
Appearance
আলোচিত সদস্য বাদে কমিটির সকল সদস্য ভোট দেওয়ার যোগ্য। সদস্যরা নিজেদের ভোট দেওয়া থেকে প্রত্যাহার করে নিতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে সমর্থনের অনুপাত গণনায় অন্তর্ভুক্ত করা হবে না। নিষ্ক্রিয় সদস্যদের সমর্থনের অনুপাত গণনায় অন্তর্ভুক্ত করা হবে না যতক্ষণ না তারা ভোটে অংশ নিতে সক্রিয় হয়।