Wikimedia Algeria/bn
Jump to navigation
Jump to search
আলজেরীয় উইকিমিডিয়ান ব্যবহারকারী দল
উইকিডিজেড হল উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক স্বীকৃত একটি স্থানীয় ব্যবহারকারী দল। আলজেরিয়ায় উইকি প্রকল্পসমূহের প্রচারণা করাই এর মিশন। এটি মূলত জনগণকে জ্ঞান ও ঐতিহাসিক বিষয়বস্তু সংগ্রহ, উন্নয়ন ও মুক্ত লাইসেন্সের আওতায় ছড়িয়ে দিতে উৎসাহ দেয় এবং সহায়তা করে, যাতে মানুষের জ্ঞান প্রত্যেকে অবাধে ব্যবহার করতে পারে।
আমাদের সাথে যোগাযোগ করুন ইমেইল: মেইল-বক্স/মেইলিং-লিস্ট অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনুসরণ করুন: ফেসবুক: WikimediaDZ, ইনস্টাগ্রাম: wikidezed এবং টুইটার: @Wikimediadz
গুরুত্বপূর্ণ: উইকিডিজেড উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার অন্য কোনো প্রকল্প সম্পাদনা বা হোস্ট করে না। এই সাইটগুলো এবং এদের বিষয়বস্তুর উপর ব্যবহারকারী দলটির কোনো নিয়ন্ত্রণ নেই।