Wikimedia Bangladesh/Online Meeting 2009-09-04

From Meta, a Wikimedia project coordination wiki

This is the log for the meeting at #wikimedia-bn at UTC 16:00/BDT 23:00 on 4th September 2009.

Agenda[edit]

  • Discussion on "Why Bangldeshi Wikipedians need Wikimedia Bangladesh".
  • What should do next to build up the team.

Decisions[edit]

১. উইকিপিডিয়ানদের একটি আলাদা সংগঠন হবে যার নাম হবে "উইকিমিডিয়া বাংলাদেশ" বা ইংরেজীতে "Wikimedia Bangladesh"।

২. এ সংগঠনের নিয়মিত অনলাইন সভা হবে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায়।

৩. সংগঠনের প্রচারে, যারা সংগঠনের সাথে জড়িত হবে বলে একমত তারা উইকিপিডিয়া বিষয়ক যেকোনো ইমেইলে নিজের নামের নিচে "উইকিমিডিয়া বাংলাদেশ" বা "Wikimedia Bangladesh" কথাটি এবং http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh লিঙ্ক লিখবে এবং মেটা উইকিতে Wikimedia Bangladesh পাতায় নাম নিবন্ধন করবে।

৪. ব্যক্তিগত ভাবে পরিচিত উইকিপিডিয়ানদের এ সংগঠন সম্পর্কে জানানো হবে এবং সংগঠনের নিয়মিত অনলাইন সভায় অংশ নেওয়ার অনুরোধ করা হবে।

৫. উইকিমিডিয়া চ্যাপ্টার সম্পর্কে আরও জানার জন্য এ সংক্রান্ত যে সকল পাতার লিঙ্ক আলোচনার সময় দেওয়া হয়েছে তা পড়ে দেখতে হবে।

Participants[edit]

  • Ragib
  • Faisal
  • jijishoi
  • Maksud
  • Munir
  • Nasir
  • tarunno
  • Sajahansamim
  • Shoeb
  • Joy
  • Bellayet
  • imtiaz

Meeting Log[edit]

[22:49] <Ragib> Hi Belayet
[22:49] <Ragib> কী খবর?
[22:49] <Ragib> আর্জেন্টিনা কেমন লাগলো?
[22:49] <bellayet> এই তো ভাল আছি
[22:49] <bellayet> আগে অভিনন্দন!!!
[22:50] <Ragib> ধন্যবাদ :)
[22:50] <bellayet> আর্জেন্টিনা তো ভাইয়া ভালই, তবে অনেক চুরি হয় সেখানে
[22:50] <bellayet> মানুষগুলোও কালদের দেখলে একটু অন্য চোখে তাকায়
[22:50] <Ragib> তাই নাকি!! কী চুরি গেছে?
[22:50] <bellayet> :)
[22:51] <bellayet> কনফারেন্স সাইট থেকেই পুরো তিন দিনে ৮ ল্যাপটপ চুরি হইছে
[22:51] <Ragib> আর্জেন্টিনার লোকেরা একটু বদরাগী বলেই আমার ধারণা। স্প্যানিশ বংশোদ্ভুতদের সাধারণ বৈশিষ্ট্য হয়তো।
[22:51] <bellayet> হ্যা ওরা ইংরেজীতে কথা বলেও না, আর মনে হয় বোঝেও কম
[22:52] <Ragib> আরে ল্যাপটপ চুরি খুব কমন ব্যাপার, আমার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সাইনবোর্ড টাঙিয়ে সতর্ক করেছে সবাইকে।
[22:52] <Ragib> এমনকি লাইব্রেরিতে ল্যাপটপের তালাও ভাড়া দেয়া হয় :)
[22:52] <bellayet> হ্যা এটা নিয়ে বেশ কেলেঙ্কারি আর কি
[22:52] freenode-connect [freenode@freenode/bot/connect] requested CTCP VERSION from bellayet:
[22:52] <Ragib> জিম্বোর সাথে কথা/দেখা হয়েছে?
[22:52] <bellayet> হ্যা জিমির সাথে কথা হয়েছে
[22:53] <bellayet> এছাড়াও অনেকের সাথে কথা হয়েছে
[22:53] <Ragib> যাক ...
[22:53] <Ragib> আমার পরিচিত অন্য অনেকেও গেছে দেখলাম ... সুন্দর, অনিরুধ ইত্যাদি
[22:53] <bellayet> হ্যা আনিরুধের সাথেই ছিলাম এ কয়েকদিন
[22:54] <bellayet> ও এখন উরুগুয়ে ঘুরতে গেছে
[22:54] <Ragib> আচ্ছা, অন্যরা আসুক, আমি ১১টার সময় আবার হাজির হচ্ছি এখানে।
[22:54] <bellayet> আচ্ছা ভাইয়া
[22:57] == Faisal [i=737f0f05@gateway/web/freenode/x-tpvhbpccrtntelxz] has joined #wikimedia-bn [23:00] <bellayet> স্বাগতম ফয়সাল
[23:01] <bellayet> ফয়সাল কি ঘমাচ্ছো নাকি!!
[23:02] <Ragib> সবাই ঘুমাচ্ছে বোধহয় :)
[23:02] <bellayet> আরও কয়েকজনের আশার কথা
[23:02] <bellayet> তানভির, নাসিরের আসার কথা
[23:03] <Faisal> আমি আছি রে ভাই।
[23:04] <Faisal> কেমন করে লেখে তাই বুঝতে পারছিলাম না।
[23:04] <Faisal> রাগিব ভাই, বেলায়েত ভাই কেমন আছেন?
[23:05] <bellayet> আমি এখনো ক্লান্তি কাটায়া উঠতে পারি নাই :(
[23:05] <Ragib> ভালো আছি, ফয়সাল।
[23:05] <bellayet> আমরা আরও ১০ মিনিট অপেক্ষা করি
[23:05] <Ragib> বেলায়েত, কোন রুটে গেছিলে আর্জেন্টিনা? সাধারণত বাংলাদেশে ফেরত যাবার সময়ে জেট ল্যাগ হয়।
[23:06] <Faisal> এখনো ক্লান্ত!!
[23:06] <bellayet> হ্যা রাতে ঘুম কম হচ্ছে
[23:06] <bellayet> ফলে দিনে বেশ কান্তবোধ করছি
[23:06] <Faisal> জেট ল্যাগ নাকি?
[23:07] <bellayet> হয়তো সেটা আছে, আর আমার বিমান যাত্রাও বেশ কষ্টের ছিল
[23:07] == saikat [i=740c2725@gateway/web/freenode/x-avvzqlnokuweuclh] has joined #wikimedia-bn
[23:07] <Faisal> আপনার আর্জেন্টিনা ভ্রমণের কিচ্ছা এখনো শোনা হয় নাই
[23:07] <Ragib> স্বাগতম, সৈকত
[23:08] <Faisal> নাসির ভাই স্বাগতম : )
[23:09] <bellayet> সৈকত দেখো নিচে টেক্সট বক্স আছে লেখার...
[23:10] == saikat [i=740c2725@gateway/web/freenode/x-avvzqlnokuweuclh] has left #wikimedia-bn []
[23:11] <Faisal> সাওবাই বোধহয় সত্যি সত্যি ঘুমাচ্ছে!!
[23:11] <bellayet> IRC ব্যবহার করার অভিজ্ঞতা নাই তেমন একটা
[23:12] <bellayet> এ জন্য হয়তো সমস্যা হচ্ছে
[23:13] <Faisal> হতে পারে।
[23:13] <Faisal> এই আই আর সি জিনিসটা আমিও আজকেই প্রথম ব্যবহার করছি।
[23:14] <Ragib> এক কালে IRC-ই ছিলো ইন্টারনেটের হট জিনিষ। সবাই mIRC দিয়ে চ্যাট করতো।
[23:14] <Ragib> সেটা প্রায় ৮-১০ বছর আগের কথা অবশ্য
[23:14] <bellayet> :) হ্যা শুনেছি, তখন অবশ্য আমি চ্যাটিং করার সুযোগ পাই নাই
[23:15] <Faisal> তাহলে উইকিপিডিয়ার বৈঠক আই আর সি তে কেন হয়?
[23:16] <bellayet> কারণ এতে উইজার নেমের ঝামেলা নাই
[23:16] <bellayet> অন্যগুলোতেতো এড করার ঝামেলা থাকে
[23:16] <bellayet> আর এটা যখন আমাদের দেওয়া হয়েছে তাই এটার ব্যবহার করাটাই ভাল নয় কি!
[23:16] <Faisal> রাগিব ভাই অভিনন্দন!!
[23:17] <bellayet> রাগিব ভাই আমরা কি শুরু করবো?
[23:17] <Faisal> আপনার পিএইচডি ডিগ্রি অর্জনের খবরটা মাত্র শুনলাম।
[23:17] <bellayet> সৈকত আসছে, ও অভ্র ইনস্টল দিচ্ছে, একটু সময় চেয়েছে
[23:18] <Faisal> আর কেউ আসবে না?
[23:18] <bellayet> তানভির এর আসার কথা
[23:18] <Ragib> ধন্যবাদ, ফয়সাল
[23:18] <bellayet> কালকে নিশ্চিত করলো, কিন্তু এখনো খবর নাই
[23:19] <Faisal> ভুলে গেল নাকি!
[23:20] == saikat [n=chatzill@116.12.39.37] has joined #wikimedia-bn
[23:20] <bellayet> স্বাগতম সৈকত
[23:20] <saikat> আজ নতুন করে উইন্ডোজ ইনস্টল করলাম
[23:21] <bellayet> আচ্ছা আমরা শুরু করি
[23:21] <saikat> বাংলা লেখার সফটওয়?যার ছিল না
[23:21] <saikat> তাই আগের বার লইকতে পারি নাই
[23:21] <saikat> হ্যা শুরু করা যায়
[23:22] <Ragib> সবাইকে দেখে ভালো লাগলো, আমি আর ৫ মিনিট পরে অফিসে যাবো, ... আশা করি এই ভার্চুয়াল আড্ডাটি ফলপ্রসূ হবে
[23:22] <bellayet> তার মানে রাগিব ভাই আমাদের সাথে থাকবেন না??
[23:23] <saikat> বেশীক্ষন থাকলে ভালো হয়
[23:23] <bellayet> এ সভাটি বাংলাদেশের উইকিপিডিয়ানদের প্রথম অনলাইন সভা
[23:23] <Ragib> পুরাটা সময় থাকতে পারছিনা ... আসলে অফিসে যেতে হবে, তার পর আজ শুক্রবার, জুম্মা আছে।
[23:24] <bellayet> আমি ব্যক্তিগত ভাবে চাইবো, এ ধরনের সভা নিয়মিত করার
[23:24] <Ragib> যাহোক, agenda যেন কী ছিলো আজকে, বেলায়েত?
[23:24] <bellayet> কারণ আমাদের পিজিক্যালি বসার সুযোগ খুব একটা হয় না
[23:24] <Faisal> আজকে প্রথম সভা!!
[23:24] <bellayet> অনলাইন সভা
[23:25] <Faisal> ও হ্যা অনলাইন সভা।
[23:25] <Faisal> আমি ভেবেছিলাম এই ধরণের মিটিং প্রায়ই হয়।
[23:26] <saikat> উইকিপিডিয়ানদের সংগঠন করতে হলে কাজ করার জন্য আরও বেশী লোক লাগবে
[23:26] <bellayet> মূলত আমি চিন্তা করেছিলাম আজকে, উইকিপিডিয়ানদের একটি সংগঠন তৈরির ক্ষেত্রে বিস্তারিত আলোচনা করতে
[23:26] <saikat> কিবাবে নতুনদের আগ্রহী করা যায় ?
[23:26] <bellayet> এখন নতুনদের কথা বাড
[23:26] <bellayet> বাদ
[23:27] <bellayet> এখন পুরাতনদের কিভাবে এক করা যায় সে আলোচনা করা দরকার
[23:27] <Faisal> নতুনরা বাদ?
[23:27] <bellayet> পুরাতনেরা এক হয়ে তখন চিন্তা করবো নতুনদের কিভাবে আনা যায়
[23:27] <bellayet> এবং সেভাবে কাজ করবো
[23:28] <saikat> পুরানোদের তো অবশ্যই থাকা উচিত
[23:28] <saikat> একেবারে চলে গেছে এমন তো কেউ নাই
[23:28] <bellayet> আমি প্রথমেই আমার কিছু কথা এবং উইকিম্যানিয়াতে আমার কিছু অভিজ্ঞতার কথা বলবো
[23:28] <saikat> হয়তো এখন নিয়মিত আসেন না
[23:28] <saikat> উইকিতে
[23:29] <bellayet> আমি বেশ কিছুদিন ধরেই উইকিপিডিয়ানদের এক করার প্রয়াস চালিয়ে যাচ্ছি
[23:29] <bellayet> এ লক্ষে ২০০৮ এ শুরুতে একবার উদ্যোগ নিয়েছিলাম, উইকিপিডিয়ানদের এক করে একটি সংগঠন করতে
[23:30] <Faisal> মানে বাংলাদেশের উইকিপিডিয়ানদের, তাই না?
[23:30] <bellayet> যা হবে উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি স্থানীয় চ্যাপ্টার
[23:30] <Faisal> উইকিমিডিয়া চ্যাপ্টার বাংলাদেশ।
[23:30] <bellayet> যার নাম উইকিমিডিয়ার নিয়ম অনুযায়ী হবে "উইকিমিডিয়া বাংলাদেশ"
[23:31] <bellayet> যে সংগঠনটি বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পগুলোর প্রচার এবং প্রসারের জন্য কাজ করভে
[23:32] <bellayet> তবে সংগঠনটি উইকিমিডিয়া প্রকল্পের মালিক বা এ ধরনের কিছু হবে না
[23:33] <bellayet> কিন্তু এ সংগঠনের সদস্য হতে পারবে যে কেউ, তবে এর নেতৃত্বে থাকবে অবশ্যই বাংলাদেশী
[23:34] <bellayet> তখন এ ব্যাপারটি নিয়ে বেশ কিছু আলোচনা হলেও, মূলত উইকিপিডিয়ানদের এক করা সম্ভব হয় নি
[23:34] <Ragib> আচ্ছা, উইকিমিডিয়া ইন্ডিয়া কি চালু হয়েছে?
[23:34] <bellayet> বাংলা উইকিপিডিয়ার আমি, রাগিব ভাই ছাড়া তখন আরও দুই একজন একমত হলেও
[23:35] <bellayet> ইংরেজী উইকিপিডিয়া থেকে কাউকে আমরা আনতে পারি নাই
[23:35] <saikat> আমার মনে হয়েছে কিছুদিন ধরে উইকিপিডিয়ানরা যোগাযোগ করতে আগ্রহী না
[23:36] <saikat> এটি মনে হবার করান তারা কেউই ইমেইলের উত্তন দেন না
[23:36] <bellayet> তাই এ সংগঠনটি করার জন্য শুধুমাত্র মেটা উইকিতে একটি পাতা তৈরি ছাড়া কিছুই হয়নি
[23:36] <saikat> কিন্তু উইকিতে নিয়মিত কাজ করছেন
[23:36] <bellayet> যদিও আমি সংগঠনটির জন্য লগো ডিজাইন করেছি
[23:37] <saikat> ব্যক্তিগত ভাবে যোগাযোগ করে কি সবাইকে একত্র করা সম্ভব?
[23:37] <bellayet> কিন্তু এখনোও এ ব্যপারে আমি অন্য কারও সাড়া পাই নি
[23:37] <bellayet> এখন বলি এ বিষয়ে উইকিম্যানিয়ায় আমার অভিজ্ঞতার কথা
[23:38] <bellayet> ফাউন্ডেশন এখন চ্যাপ্টার করার ব্যাপারে বেশ আগ্রহী
[23:39] <bellayet> ইতি মধ্যে বেশ কিছু চ্যাপ্টার তৈরি হয়ে গেছে
[23:39] <bellayet> এবং বেশ কিছু পাইপ লাইনে আছে
[23:40] <bellayet> ফাউন্ডেশনের এতো আগ্রহ এবং বিশ্ব জুড়ে চ্যাপ্টার খোলার ধুম পরে যাওয়ার অন্যতম কারণ হল
[23:40] <bellayet> ফাউন্ডেশন এতো দিন বিভিন্ন অঞ্চলে কম্যুনিটি গড়ার কথা বলছিল
[23:41] <bellayet> এখন তারা এ কম্যুনিটিগুলোকে আরও শক্তিশালি এবং দৃঢ় করতে চাইছে
[23:41] <bellayet> আরও একটি কারণ হল এখন ফাউন্ডেশনের হাতে বেশ বাজেট আছে এ সকল কম্যুনিটিকে সাহায্য করার জন্য
[23:42] <Faisal> ফাউন্ডেশনের বাজেট?
[23:43] <bellayet> এ বারের উইকিম্যানিয়াতে তাই চ্যাপ্টার বিষয়ের উপর সবারই আগ্রহ ছিল
[23:43] <saikat> অর্থাৎ শুধুমাত্র আমারা আগ্রহী হলেই চ্যাপ্টার খোলা সম্ভব ?
[23:43] <bellayet> ফয়সাল আপবার উত্তর পরে দিচ্ছি
[23:43] <bellayet> আপনাদের উত্তর পরে দিচ্ছি
[23:44] <bellayet> এবং চ্যাপ্টার বিষয়ে বেশ আলোচনাও হয়েছে
[23:44] == tarunno [i=710b27b2@gateway/web/freenode/x-rbulrjwipcoyyame] has joined #wikimedia-bn
[23:44] <bellayet> তারুন্য আপনাকে স্বাগতম
[23:45] <saikat> স্বাগতম তারুন্য
[23:45] <tarunno> ধন্যবাদ বেলায়েত ভাই
[23:45] <Ragib> বেলায়েত, সংগঠন করতে হলে কিন্তু ফিজিক্যালি একত্রিত হয়ে প্ল্যান ঠিক করার দরকার আছে।
[23:45] <tarunno> এবং সৈকত
[23:45] <Ragib> কারণ রেজিস্ট্রেশন থেকে শুরু করে অনেক কাজ করতে হবে
[23:45] <bellayet> তা আছে রাগিব ভাই
[23:45] <bellayet> কিন্তু রেজিষ্ট্রেশনের ব্যাপারটি অনেক পরে
[23:45] <Faisal> তারুণ্য ভাই আপনি কে?
[23:46] <Ragib> নন-প্রফিট কিছু করতে হলে সম্ভবত গঠনতন্ত্র আগে বানাতে হবে।
[23:46] <bellayet> আমাদেরকে আগে এক হতে হবে
[23:46] <bellayet> মানুষ আগে জোগাতে হবে
[23:46] <Ragib> আর ফাউন্ডেশন সবকিছুকে অফিশিয়ালিই বানাতে বলে।
[23:46] <Faisal> কত মানুষ?
[23:46] <Ragib> কারণ অফিশিয়াল না হলে সেই সংগঠনটি চাঁদা ও পৃষ্ঠপোষক জোগাড় করতে পারে না
[23:46] <bellayet> আমাদেরকে আগে একমত হতে হবে যে আমরা করবো
[23:47] <bellayet> এবং এক হয়ে এ কাজ গুলো করবো
[23:47] <bellayet> আমি এতদিন যাবৎ উইকিপিডিয়ানদের এক করার জন্য চেষ্টা করে যাচ্ছি
[23:47] <bellayet> কিন্তু তা আমার একার পক্ষে সম্ভব নয়
[23:47] <bellayet> এ জন্য আপনাদের সাহায্য প্রয়োজন
[23:48] <bellayet> আমাদের অন্তত ১৫ জন লোক দরকার
[23:48] <saikat> যেহেতু ইমেইলের কেউ উত্তর দিচ্ছে না তাই ফোন করে বা সরাসরি যোগাযোগ করা উচিত
[23:48] <bellayet> কিন্তু আমি সর্বোসাকুল্যে ৫ জন জড়ো করতে পেরেছি
[23:49] <saikat> এমন অর্ধেক হয়ে থাকলে তো বোঝাও যা না যে কেই আছে কি নাই
[23:49] <bellayet> উইকিপিডিয়ানদের একত্র করতে আপনাদের সাহায্যের কোন বিকল্প নাই
[23:49] <Faisal> ১৫ জনের সবাই কে কী উইকিপিডিয়ার সম্পাদক হতে হবে?
[23:49] == Munir [i=7b313855@gateway/web/freenode/x-vdfmpijrebdpvakp] has joined #wikimedia-bn
[23:49] == tarunno [i=710b27b2@gateway/web/freenode/x-rbulrjwipcoyyame] has quit [Ping timeout: 180 seconds]
[23:49] <bellayet> সবাইকে সম্পাদক হওয়া জরুরী নয় তবে হলে ভাল হয়
[23:50] <bellayet> মুনির ভাইকে স্বাগতম
[23:50] <Faisal> মুনির হাসানকে স্বাগতম।
[23:50] <Munir> দেরী করে ফেললাম।
[23:50] <Ragib> সালাম ও স্বাগতম মুনির ভাই
[23:50] <Munir> কী কী আলাপ হলো
[23:50] <bellayet> কারণ সম্পাদকদের উইকিপিডিয়ার প্রতি ভালবাসা অন্যদের তুলনায় বেশি থাকে
[23:50] <Ragib> আলাপ বেশি কিছু হয়নি এখনো।
[23:50] <Faisal> হ্যা এতজন সম্পাদক পাওয়া সহজ নয়।
[23:51] <Munir> তোমাকে অভিনন্নদ রাগিব (অফ ট্র্যাক)
[23:51] <Ragib> (ধন্যবাদ)
[23:51] <bellayet> বেশি কিছু আলোচনা হয়নি, নতুনদের জানানো হচ্ছে আমরা এ পর্যন্ত কি করেছি
[23:51] <Ragib> উইকির জনসংখ্যার সমস্যা হলো, অনেকটা সাইন কার্ভের মতো হয়ে যাচ্ছে
[23:52] <Munir> নতুন কে?
[23:52] <Munir> সেখত আর ফয়সল?
[23:52] <Faisal> কী রকম? বেড়ে গিয়ে আবার কমে যায়?
[23:52] <Ragib> মাঝে মাঝে ঝাঁকি দিয়ে বেড়ে যায়, আবার গায়েব
[23:52] <Ragib> উইকির জনসংখ্যার সমস্যা হলো, অনেকটা সাইন কার্ভের মতো হয়ে যাচ্ছে
[23:52] <Munir> কোথাও কোন কর্মশালা হলে সেটা হয়
[23:52] <Ragib> তাই তো। যেমন, "হাতের পাঁচ" প্রজেক্ট শুরুর পরে বেশ কিছু সাড়া পাওয়া গেলো। তার পরে আবার নাই।
[23:53] <Ragib> আসলে ব্লগে অনেকেই লিখে, কিন্তু উইকিতে কোথা থেকে কী লিখবে তা বুঝে উঠতে পারে না
[23:53] <Munir> আবার যেমন আগামী মাসে হবে বাগেরহাটের অনুষ্ঠানের সময় হবে
[23:53] <Faisal> হাতের পাঁচের কাজটায় মজা ছিল।
[23:53] <Munir> মূল হলো প্রচারণা
[23:53] <bellayet> হ্যা প্রচারণার জন্যই আমাদের একত্র হয়ে কাজ করতে হবে
[23:54] <bellayet> এবং এ ক্ষেত্রে অন্যদের সাহায্য সহযোগীতা পেতেই আমাদের একটি সংগঠন করতে হবে
[23:54] <Faisal> প্রচারণা একেবারেই হয় নাই তা তো না।
[23:54] <Munir> তবে, উইকিতে লেগে থাকতে হলে পাগল হতে হবে!!! দেশে বেশি পাগল নেই
[23:54] <Munir> সবাই কিছু পেতে চায়
[23:54] <Faisal> তা অবশ্য ঠিক!
[23:54] <Ragib> বাংলা টিউটোরিয়াল বুকলেটটা এখন যা আছে (ইন্টারফেইসের কিছুব্যাপার বাদে) সে অবস্থায় বিতরণ করে দেয়া যেতে পারে।
[23:55] <Ragib> ;অবস্থ্য সব ভাষাতেই কিন্তু আসলে একই অবস্থা
[23:55] <Munir> সংগঠন করাটা কঠিন না, সেটা টিকিয়ে রাখাটা কঠিন বিশেষ করে ভলান্টারি সংগঠন
[23:55] <bellayet> হ্যা তবে অন্যরা বেশ কাজ করে যাচ্ছে
[23:55] <Ragib> ইংরেজি উইকিরও মূল কন্ট্রিবিউটর অল্পই, ১০,০০০ এর মতো মাত্র, যারা অনেক বেশি সম্পাদনা করেছেন
[23:55] <bellayet> ভারতীয়রা এখন বেশ সক্রিয়
[23:55] <Ragib> সব ভাষার উইকিতেই উইকি-পাগল ছাড়া আর কেউ ওভাবে আসে না।
[23:56] <bellayet> তারা কোনো সংগঠন ছাড়াই বেশ ঐক্যবদ্ধ
[23:56] <Munir> আর ইন্টারনেট ভিত্তিক কর্মকান্ডের সংগঠন কেমন হবে শেষ পর্যন্ত তা বলা মুশ্কিল
[23:56] <bellayet> বিশেষ করে ব্যাংলোরের উইকিপিডিয়ানরা
[23:56] <Ragib> ভারতীয়রা কিন্তু ভারতীয় ভাষার চাইতে ইংরেজি উইকিতে বেশি সক্রিয়
[23:56] == tarunno [i=710b27b2@gateway/web/freenode/x-rryuvxdcoywccioq] has joined #wikimedia-bn
[23:56] <Munir> ইন্টারনেটে সংগঠন ছাড়াও অনেক কাজ করা যায়
[23:56] <Ragib> বাংলাদেশের ১০ গুণ লোক ভারতে, তাছাড়া ইন্টারনেটও সহজলভ্য।
[23:56] <Munir> কাজে কাজের ঐক্যটা দরকার বেশি
[23:57] <bellayet> তা বাড়াতেই ভারতীয়রা এখন চ্যাপ্টার গঠনে বেশ সচেষ্ট
[23:57] <Ragib> আমাকে এখন অফিসে যেতে হবে, তাই বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। আশা কর আজকের আলোচনা ফলপ্রসূ হবে। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।
[23:57] <bellayet> ওদের চ্যাপ্টারে প্রাথমিক কাজ হয়ে গেছে
[23:57] == Ragib [i=62de3b80@gateway/web/freenode/x-vjazwkjlexkskmbq] has left #wikimedia-bn []
[23:58] <bellayet> কয়েক মাসের মধ্যেই তা হয়ে যাবে
[23:58] == Maksud [i=cbdf5f01@gateway/web/freenode/x-tijwqasnvxcvzywn] has joined #wikimedia-bn
[23:58] <Munir> ভালো তো
[23:58] <bellayet> দেরি হলেও মাকসুদকে স্বাগতম
[23:58] <saikat> স্বাগতম মাকসুদ
[23:58] <Munir> স্বাগতম
[23:58] <bellayet> আমাদেরকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
[23:58] <Maksud> স্বাগতম সবাইকে
[23:59] <bellayet> এবং এ কাজে উইকিপিডিয়ানদেরই নেতৃত্ব দিতে হবে
[23:59] <Munir> ঐক্যবদ্ধভাবে কাজ করা আর একটি সংগঠনে কাজ করাটা এক নয়
[23:59] <bellayet> আমরা কোনোটাই করি নাই বা করতে পারি নাই
[00:00] <Munir> নিজ নিজ সংঘটণ থেকেো অনেক কাজ করা যায়, ইচ্ছে কররে
[00:00] <Munir> আমি একটু দ্বিমত পোসণ করি
[00:00] <bellayet> অবশ্যই
[00:00] <Munir> বাংলা উইকিপিডিয়ার এতদূর আশাটা আমাদের সবারই অবদান
[00:00] <bellayet> তা অনস্বীকার্য
[00:00] <Munir> সেটা নানাভাবে হয়েছে
[00:01] <Munir> কখনো বাংলা উইকি গ্রুপের মাধ্যমে
[00:01] <Munir> কখনো বিডিওএসএনের াথ্যমে
[00:01] <bellayet> ব্যক্তিগত ভাবে মুনির ভাইয়ের যা অবদান আছে তা অবশ্যই স্বীকার করতে হবে
[00:01] <Munir> আমরা যেমন এখন পহেলা বৈশাখে উইকি রেলিকে নিয়মিত করেছি
[00:01] <Munir> ঢাকা ও চাটগাতে
[00:01] <Munir> একিশে ফেব্রুয়ারিতেও
[00:02] <bellayet> এগুলো অবশ্যই চমৎকার উদ্যোগ
[00:02] <Munir> বাগেরহাটের জন্য আমরা একটি একেবারে নতুন উদ্যোগ নিয়েছি যা সব জেলাতে করবো এক বছরের মধ্যে
[00:03] <bellayet> অন্যরা জানেন কিনা জানি না তবে আমি ফেইসবুকে দেখেছি
[00:03] <Faisal> জ্ঞান মেলা?
[00:03] <Maksud> আপনারা যে পরিমান ডেডিকেশন দেখিয়েছেন সেরকম আরো কিছু আগ্রহী থাকলে উইকির পথচলা অনেক মসৃণ হবে
[00:03] <Munir> জ্ঞান উৎসব
[00:03] == jijiishoi [i=cbdf5e01@gateway/web/freenode/x-ksdmlrkylndjalja] has joined #wikimedia-bn
[00:04] <Munir> আগামী ২‌-৩ তারিখে হবে
[00:04] <Faisal> ব্যাপারটা কী রকম?
[00:04] <Maksud> ভাল উদ্যোগ
[00:04] <Munir> বিচারপতি হাবিবুর রহমানের সঙ্গে দেন দরাবর করছি ওনার যথাশব্দ বইটা মুক্ত কন্টেন করার জন্য
[00:05] <Munir> আমার ব্লগে লিখেছি
[00:05] <Munir> http://www.somewhereinblog.net/blog/Munirhasan
[00:06] <Munir> ছবি সংগ্রহ আর বাগেরহাট রিলেটেড এন্ট্রি সংশোধন, পরিমার্জনা এইসা
[00:06] <Faisal> বাহ উইকিপিডিয়াও আছে!
[00:06] <bellayet> খুবই ভাল উদ্যোগ
[00:06] <Munir> প্রথম ওএসএস কার্নিভালে একটা উইকি আন-কনফারেন্সও করবো
[00:07] <bellayet> চমৎকার
[00:07] <Munir> এসব আমরা বিডিওএসএন থেকে করে যাবো
[00:07] <bellayet> বিডিওএসএন এর মত সহযোগী সংগঠন অবশ্যই আমাদের কাজকে আরও সহজ করবে
[00:07] <Munir> বিশ্ববিদ্যালযগুলোতে আমাদের নেটওয়ার্কগুলোকে এই বযাপারে সক্রিয় করানোরও চেষ্টা করবো
[00:08] <bellayet> বিশ্বের অন্যান্য দেশেও স্থানীয় ওপেন সোর্স কম্যুনিটি এবং উইকিপিডিয়া কম্যুনিটি অনেক ক্ষেত্রে একসাথে কাজ করে
[00:08] <Munir> যাইহোক, পুরান কথা বেশি হয়ে গেল
[00:08] <Munir> সামনের জন্য কী কী প্রস্তাব আছে?
[00:09] <jijiishoi> bhai bangla wiki to public temon akta pore na
[00:09] <jijiishoi> ar maximum content just translation
[00:09] <jijiishoi> from english
[00:09] <Munir> তেমন একটা পড়ে না ঠিক না
[00:10] <Munir> পড়ে তবে ফেরৎ আসে না কারণ এখনো রেফারেন্স দেওয়ার মতো হয় নাই
[00:10] <saikat> আমাদের পড়ার অভ্যাস কম
[00:10] <bellayet> আজকে মূলত উইকিপিডিয়ানদের সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার কথা
[00:10] <Munir> এটি একটি দীর্ঘ সংগ্রাম
[00:10] <Munir> সেটাই
[00:10] <Munir> নতুন সংগঠন করতে চান?
[00:11] <bellayet> নতুন না পুরনো তা বলতে পারি না, তবে উইকিপিডিয়ানদের সম্পৃক্ত করে কাজ করতে চাই
[00:11] <saikat> আর সমস্যা হল কন্টেন্ট কম তাই বেশী মানুষ পড়ে না আর যেহেতু বেশী মানুষ পড়ে না এটি নিয়ে বেশী মানুষ কাজ করে না
[00:11] <Munir> এটা সব উইকির শুরুর দিকে সত্য
[00:12] <Maksud> যারা সরাসরি কোন সংগঠনের সাথে যুক্ত থাকে না, (আমি !) তারা কিভাবে আপনাদের হেল্প করতে পারি?
[00:12] <Munir> তবে আমরা সময় নিচ্ছি বেশি, এই যা
[00:12] <bellayet> উইকিপিডিয়ানরা যেন একসাথে এক হয়ে উইকিপিডিয়ার প্রচারে কাজ করে সেটা চাই
[00:12] <jijiishoi> hmm asolei dusto chokre pore gese
[00:12] <tarunno> ইয়ে মানে, বড় ভাইদের কথা মাঝে কথা বলতে যদিও একটু ভয় লাগছে, তবুও একটু কথা বলার অনুমতি চাচ্ছি
[00:12] <bellayet> বলুন
[00:12] <Munir> তারুণ্য বলুন
[00:13] <tarunno> আচ্ছা প্রথমেই আমার পরিচয়টা আবার একটু দিই
[00:13] <tarunno> আমি বাংলা কমিউনিটিতে উন্মাতাল তারুণ্য নামে পরিচিত
[00:13] <tarunno> আমাদের প্রযুক্তি নামে একটি ফোরামের সমন্বয়ক
[00:14] <Munir> সবুজ?
[00:14] <tarunno> আসলে আমাদের ফোরামের পক্ষ থেকে ফোরামের জন্ম থেকেই বাংলা উইকিপিডিয়া নামে একটি সাব ফোরাম ছিল
[00:14] <Munir> জানি
[00:14] <bellayet> আচ্ছা
[00:15] <tarunno> যার লক্ষ্য ছিল বাংলা উইকিপিডিয়াকে জনপ্রিয় করা
[00:15] <tarunno> যাইহোক সেই ২০০৭ এ চালু হওয়া সেই সাব ফেরামে বোধহয় দশটা টপিকও চালু হয়নি
[00:15] <Faisal> :(
[00:15] <bellayet> দুঃখজনক
[00:16] <tarunno> যাইহোক আসলে আমি শেয়ার করতে চাচ্ছি অন্য একটি সাফল্যের কথ
[00:16] <Munir> ফোরামে জটিল টেকনিক্যাল আলোচনক বেশি হয়
[00:16] <Faisal> কিন্তু সত্য।
[00:16] <Munir> সেটি একটি কারণ হতে পারে
[00:16] <tarunno> যেটা গত দুবছরের কার্যক্রমে আমরা মোটামুটি সফল বলতে পারি
[00:16] <Munir> যাহোক সাফল্যের কথা বল
[00:17] <tarunno> সেটা হচ্ছে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম জনপ্রিয়করণ
[00:17] <Munir> অভিনন্দন
[00:17] <tarunno> গত দেড় বছর আগেই লোকজন খুব কমই এ বিষয়ে সচেতন ছিল
[00:17] <Maksud> hm
[00:18] <tarunno> কিন্তু মূলত উবুন্টু ডিস্ট্রোটাকে ভিত্তি করে আমার ব্যাপক প্রচারণা চালাই
[00:18] <bellayet> হ্যা
[00:18] <tarunno> সে সাথে আমরা স্বেচ্ছাসেবকরা লিখে চলি বেশ কিছু টিউটোরিয়াল
[00:18] <tarunno> আয়োজন করি রিলিজ পার্টির
[00:19] <bellayet> ঠিক আছে
[00:19] == Faisal [i=737f0f05@gateway/web/freenode/x-tpvhbpccrtntelxz] has quit [Ping timeout: 180 seconds]
[00:19] <Munir> তোমার প্রস্তাবটা বলো
[00:19] <bellayet> উইকিপিডিয়ানদের জন্য আপনার কি পরামর্শ রয়েছে?
[00:20] <tarunno> সেসব আয়োজন থেকে আমি একটা জিনিস যেটা বুঝেছি তার সারমর্ম হচ্ছে লোকজনকে যদি কোন 'ক্রেজ' দেয়া যায় তবে লোকজন কষ্ট করে হলেও সেটার পেছনে লেগে থাকে
[00:20] <Munir> উইকিপিডিয়ার মূল ক্রেজটা আমরা ২০০৬ সালে করেছি, ৫০০ থেকে ১০ হাজার
[00:20] <tarunno> বাংলা উইকিপিডিয়া নিয়ে সাধারণের মনে একটা ভীতি / অনীহা কাজ করে
[00:20] == shoeb [i=ca380773@gateway/web/freenode/x-zcsgkyxzibxytkkq] has joined #wikimedia-bn
[00:21] <Munir> নতনভাবে ক্রেজ তৈরি করলে সেটা ৩০ হাজর অমানের ভুক্তিতে গিয়ে ঠেকতে পারে
[00:21] <tarunno> কারণ কেউ মনে করে শুধু শুধু খেটে লাভ নাই
[00:21] <tarunno> আমার সময় নাই
[00:21] <tarunno> লিখে কি হবে?
[00:21] <tarunno> বা পড়ার ইন্টারেস্ট পাই না
[00:21] <tarunno> এইরকম কিছু মনোভাব
[00:22] <tarunno> এই মনোভাবগুলো আমি টের পেয়েছি বিভিন্ন পর্যায়ের সদস্যদের সাথে কথা বলে
[00:22] <Munir> তারুণ্যর প্রস্তাব কী? আবার ক্রেজ তৈরি করতে হবে?
[00:22] <bellayet> যারা কাজ করছে বা করেন নি তারাও অনেকে হতাশ হচ্ছেন এর কারণ কি বলে আপনার মনে হয়?
[00:22] <Munir> ভাল পর্যবেক্ষন
[00:23] <bellayet> মানে অনেক উইকিপিডিয়ানও হতাশ হয়ে থেকে গেছেন এর কি কারণ বলে আপনার মনে হয়?
[00:23] <saikat> উইকিতে কাজ করলে ভালো কিছু হয়েছে এমন কোন মডেল থাকা উচিত
[00:23] <tarunno> বেলায়েত ভাইয়ের যে প্রস্তাব ছিল যে 'আনন্দময়' কাজ তৈরি করা আমার মনে হয় সংগঠনের পাশাপাশি সেটার দিকেও ভাল নজর রাখা প্রয়োজন
[00:23] == Faisal [i=737f0f05@gateway/web/freenode/x-jacnrucgvpqohroq] has joined #wikimedia-bn
[00:23] <tarunno> উইকিপিডিয়ায় হতাশ হবার পেছনে কিছু কারণ আছে
[00:23] <jijiishoi> wiki je majhe majhe fund collection kore segulo tara ki maintenance er kaje use kore?
[00:23] <tarunno> এই কারণগুলোর মধ্যে একটা বড় কারণ মতে মিল না হওয়া
[00:24] <bellayet> উইকিপিডিয়ানদের সংগঠনের অন্যতম কাজ হবে, যারা এর সাথে কাজ করবেন তাদেরকে উইকি অভিজ্ঞতাকে আরও আনন্দময় করা
[00:24] <tarunno> আমরা কেন জানি এখনো কমিউনিটি হিসেবে কাজ করতে পারি না
[00:24] <bellayet> যাতে উইকিপিডিয়ানরা হতাশ না হয়ে পরেন, কাজ করতে করতে বোর না হয়ে পরেন
[00:24] <Munir> কোন মতের অমিল? লেখা নিয়ে না কাজ নিয়ে?
[00:24] <tarunno> আমাদের 'আমরা' শব্দটা সহজেই 'আমি আর তুমি' হয়ে যায়
[00:24] == shajahanshamim [i=710b253e@gateway/web/freenode/x-wezethxkqgyszjrw] has joined #wikimedia-bn
[00:24] <Maksud> ব্লগের মত এখানে আসলে অনেকে উৎসাহ পায় না...
[00:25] <saikat> মতে মিল না থাকলে তো ভালো কিন্তু সিদ্ধান্তে আসা জরুরী
[00:25] <Maksud> কেউ কমেন্ট করে না এরকম... ব্যাপার আছে
[00:25] <tarunno> দুটো বিষয়েই মনে হয়েছে
[00:25] <tarunno> মাকসুদ ভাই ঠিক বলেছেন
[00:25] <Faisal> হ্যা মতপার্থক্য নিয়েও কাজ করা যায়।
[00:25] == jijiishoi [i=cbdf5e01@gateway/web/freenode/x-ksdmlrkylndjalja] has quit ["Page closed"]
[00:26] <tarunno> অনেক সময়ই সবদিক বিবেচনা করে নেয়া সিদ্ধান্ত আমার মন মত হল না বলে অনেকেই অভিমান করেন
[00:26] <Maksud> তাছাড়া দেখেছি একটা নিবন্ধের এডিট কেবল এক দু'জন করেন
[00:26] <saikat> ব্লগে বা ফোরামে লিখলে সবাই দেখে ......লেখার আগে লেখকের নাম থাকে বড় ফন্টে
[00:26] <Maksud> এতে যিনি এডিট করেছেন তার আগ্রহ কমে যায়... ভাবেন নিবন্ধের কোন গুরুত্ব নেই...
[00:26] <Munir> ব্লগতো মাল্টিমুখি সেখানে বিতর্কের সুযোগ আছে কিন্তু উইকিতে নিজের মত লেখা যায় না
[00:26] <saikat> এখানে সেটা নাই
[00:26] <tarunno> ঠিক
[00:26] <Faisal> উইকিপিডিয়ায় কাজ করার স্বাধীনতা সবার একই রকম
[00:27] <saikat> দুই একজন লিখে মোটামুটি কিছুটা দাড়করা পর অন্যদের সাহায্য চাইতে পারে
[00:27] <Maksud> নাম না দেখতে পাওয়া সমস্যা না... সমস্যা আসলে মানুষ মনে করে তার এডিট কেউ দেখলো না... কারন এই নিবন্ধ আর কেউ এডিট করে না...
[00:27] <Munir> তারুণ্য আর মাকসুদের তোলা বিষয়ের (নামের ব্যাপার বা স্বীকৃতি) সমাধানের কোন সুযোগ মনে হয় উইকিপিডিয়াতে নাই!!!
[00:28] <Faisal> হ্যা তা ঠিক।
[00:28] <Munir> কারণ খুব কম লোক হিস্ট্র দেখে
[00:28] <bellayet> উইকিপিডিয়া আপনার প্রতিটি সম্পাদনার স্বীকৃতি এর ইতিহাস পাতায় দেয়
[00:28] <tarunno> আসলেই ফিজিক্যাল সংগঠন না থাকলে দলের মেরুদন্ড সোজা থাকে এটা যেমন ঠিক, আবার অকার্যকর সংগঠনের বোঝাটাও বেশ ভারি হয়
[00:28] <Maksud> নাম আসলে আমার জন্য কোন সমস্যা না... হে হে... আমি তো কেবল খেলাধুলা সম্পর্কিত কাজই করেছিলাম
[00:28] <Faisal> তবে বাংলা উইকিতে লেখা নিবন্ধ আরো প্রচার পাবার যোগ্য।
[00:28] <Munir> কাজে আমাদের অন্য কোন বুদ্ধি বের করতে হবে।
[00:28] <Maksud> মানে যেটাতে আমি আনন্দ পেয়েছি সেটার উপরে কাজ করেছি
[00:29] <Munir> ইতিহাস পাতার স্বীকৃদি ত কেউ দেখে না বেলায়েত
[00:29] <Maksud> সিরিয়াস বিষয়ে কম কাজ করেছি
[00:29] <bellayet> দেখেনা কারণ আমরা বলি না
[00:29] <bellayet> আমরা বলি নাই
[00:29] <Maksud> আমি অবশ্য দেখে নেই কে এডিট করেছে...
[00:29] <Munir> নতুন দুইজনকে দেখছি। স্বগতম শোয়ো আর শামিম
[00:29] <bellayet> উইকিপিডিয়ার পুরো ব্যপার আমরা এখনও মানুষকে বলতে পারি নাই
[00:30] <Munir> শোয়ো
[00:30] <Munir> শোয়েব
[00:30] <saikat> আনন্দের বিষয়ে কাজ করা উচিত কাজের মান ভালো হয় এতে
[00:30] <Munir> মানুষ যদি নাই জানে তাহলে ২০০০০ হলো কেমনে?
[00:30] <Munir> বলা ভাল যে, আমরা উৎসা ধরে রাখে পারি নাই
[00:30] <Munir> উৎসাহ
[00:31] <tarunno> আমার মনে হয়, আমাদের ফোরামের পক্ষ থেকে আমরা প্রচারণার ব্যাপারে সাহায্য করতে পারব
[00:31] <Munir> সেটা অবশ্য খুবই ভাল হবে
[00:31] <tarunno> আমাদের শুধু ইনিশিয়াল কিছু স্টার্টিং দরকার
[00:31] <Faisal> (বেলায়েত ভাই, শুভ জন্মদিন!!)
[00:31] <bellayet> বিভিন্ন কম্যুনিটি থেকে উইকিপিডিয়ার পক্ষে প্রচারণায় সাহায্য অবশ্যই কাম্য
[00:31] == shajahanshamim [i=710b253e@gateway/web/freenode/x-wezethxkqgyszjrw] has quit ["Page closed"]
[00:32] <Munir> (শুভ জন্মদিন বেলায়েত)
[00:32] <Maksud> হ্যাপি বার্থ ডে
[00:32] <bellayet> জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ
[00:32] <tarunno> যদি উইকিপিডিয়ানরা মাঝে মাঝে আমাদের ফোরামে এসে কিছু কিছু বিষয় শেয়ার করেন তবে সেটা বেগবান হবে
[00:33] <tarunno> জন্মদিনের শুভেচ্ছা !!
[00:33] <tarunno> যাইহোক, ফোরামের কথা বলছিলাম
[00:33] <Munir> আমরা সিডি প্রকল্পের জন্য একটা নতুন প্রচারণা শুরু করবো
[00:33] <saikat> (শুভ জন্মদিন বেলায়েত ভাই)
[00:33] <bellayet> আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ সবুজ ভাই
[00:33] <Faisal> সিডি প্রকল্প একটা বিশাল কাজ।
[00:33] <saikat> আমরা অনেকেই ঢাকাতে থাকি সরাসটি দেকা করলে সেটি বড় করে প্রচার করা যায়
[00:33] <tarunno> আসলে আমরা সমন্বয়ক - প্রশাসকরা একটু আধটু চেষ্টা করেছিলাম শুরু করার
[00:33] <Munir> কারণ আমরা একণ সিডিটাকে ওপেন কন্টেন্ট এর সিডি বানাবো যাতে গোটা ৫০টা পাবলিক ডেমইন‌এর ব্্ো থাকবে
[00:34] <tarunno> কিন্তু সেটা খুব একটা এগোয় নি
[00:34] <saikat> সিডি প্রকল্পের জন্য আমরা একটি বড় ধরনের মিটিং করতে পারি
[00:34] <Munir> তারুণ্য- আবার শুরু করেন
[00:34] <Munir> লেগে থাকবর কোন বিকল্প নেই
[00:34] <tarunno> তথ্য: আমার নাম 'সবুজ' নয়, 'শাবাব'। সবুজ কুন্ডু 'মানচুমাহারা' নামে পরিচিত
[00:34] <Munir> আমি একটা কাজের পিছনে লেগেছিলাম ১৯৯২ সালে, সেটা ২০০২ সালে করেছি
[00:34] <Maksud> সিডি প্রকল্পের কথা অনেক আগে থেকেই শুনে আসছি। বর্তমান কি অবস্থা?
[00:34] <bellayet> দুঃখিত শাবাব ভাই
[00:34] <bellayet> ঃ)
[00:35] <bellayet> :)
[00:35] <tarunno> ঠিক আছে, সমস্যা নাই
[00:35] <tarunno> :D
[00:35] <Munir> বই সিলকশনে ভগ্রগতি আছে কিন্তু ৫০০ আর্টিকেলের তেমন অগ্রগতি নাই!
[00:35] <Maksud> সবুজ কুন্ডু আমার ব্যাচমেট ...
[00:36] <Maksud> ৫০০ আর্টিকেলের লিস্ট আছে নাকি? অনেক দিন উইকিতে নাই তো কিছু জানি না...
[00:36] <Munir> আমার এখন যেত হবে। সিডি প্রকল্পে আছে
[00:36] <Munir> আশা করি কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে
[00:37] <saikat> এটির একটি ছোট লিস্ট থাকা উচিত
[00:37] <Munir> মেইলিং লিস্টে জানিয়ে দিলে হবে
[00:37] <Munir> আপাতত ২‌/৩ তারিখে বাগেরহাটের ইভেন্টে সবার দাওয়াত
[00:37] <bellayet> আমাদের সাথে আরও কিছুক্ষণ থাকতে পারলে ভাল লাগতো মুনির ভাই
[00:37] <Munir> দেড়মাস পরে চট্টগ্রামের টাতে
[00:38] <Munir> আচ্ছা আছি আর কিছুক্ষণ
[00:38] <Munir> আমার আবার ৩টায় একবার, ৪.৩০ এ একবার সকাল ৬.৩০ এ উঠতে হয়
[00:38] <bellayet> যে আলোচনাতে আমরা ছিলাম
[00:39] <bellayet> ও আচ্ছা তাহলে ভাইয়া আপনার ঘুমানোর দরকার
[00:39] <Munir> হ্যা প্রচারণা, আমাদের প্রযুক্তি ফোরামে
[00:40] <Faisal> আমাদের সংগঠন এর ব্যাপারে কথা হচ্ছিল...
[00:40] <bellayet> আমাদের প্রযুক্তি ফোরামকে আবারও ধন্যবাদ
[00:40] <bellayet> সংগঠন
[00:40] <Faisal> উইকিমিডিয়া বাংলাদেশ।
[00:40] <bellayet> চ্যাপ্টার করার জন্য আমাদের প্রথমে যা দরকার তা হল উইকিপিডিয়ানদের এক করা
[00:41] <Faisal> তারপর?
[00:41] <bellayet> এ কাজে অন্তত ১২ থেকে ১৫ জনের একটা দল দরজার
[00:41] <bellayet> দরকার
[00:41] <bellayet> যারা চান একটি সংগঠন করতে
[00:42] <Faisal> তাহলে কী মানুষ জোগাড় করা প্রথম কাজ?
[00:42] <bellayet> হ্যা
[00:42] <Munir> আমি যাচ্ছি। পরে জেনে যাবো আপনারা কী ঠিক করলেন
[00:42] <bellayet> যারা উইকিপিডিয়াতে কাজ করছেন তাদেরকে বোঝানোই হবে প্রথম কাজ
[00:42] <Munir> সবাইকে ধন্যবাদ
[00:43] <bellayet> ধন্যবাদ মুনির ভাই
[00:43] <tarunno> আচ্ছা বেলায়েত ভাই, উইকির প্রচরণার ভাষা কি আরেকটু প্রাঞ্জল করা যায়?
[00:43] == Munir [i=7b313855@gateway/web/freenode/x-vdfmpijrebdpvakp] has left #wikimedia-bn []
[00:43] <Faisal> কী রকম?
[00:43] <bellayet> যেমন
[00:43] <Maksud> সাড়ে বারোটা বেজে গেল দেখি... আমি যাই ...
[00:44] == Maksud [i=cbdf5f01@gateway/web/freenode/x-tijwqasnvxcvzywn] has quit ["Page closed"]
[00:44] <tarunno> না, মানে এর আগের আড্ডায়, কোন একটা রেস্টুরেন্টে হয়েছিল
[00:44] <bellayet> আমার মনে হয় সংগঠনের আলোচনটা আগে শেষ করি
[00:44] == shoeb [i=ca380773@gateway/web/freenode/x-zcsgkyxzibxytkkq] has quit [Ping timeout: 180 seconds]
[00:44] <Faisal> রোজার মাস, সবারই সেহেরি খেতে উঠতে হবে
[00:45] <bellayet> এ জন্য সংগঠনের আলোচনার মাঝে অন্য আলোচনা না করাটাই ভাল হবে
[00:45] <tarunno> ঠিক আছে
[00:45] <Faisal> ঠিক আছে।
[00:45] <bellayet> উইকিপিডিয়ানদের যেহেতু অন্য কোন ভাবে স্বীকৃতি পায় না
[00:46] <Faisal> আমাদের স্ট্রাটেজি তাহলে কী হবে?
[00:46] <bellayet> তারা চায় অন্তত উইকিপিডিয়ার উন্নয়ন উইকিপিডিয়ানরা করেছে এ স্বীকৃতিটুকু
[00:47] <Faisal> সেটা কী ভাবে দেয়া সম্ভব?
[00:47] <bellayet> উইকিপিডিয়ান হিসেবে তাদের একটা পরিচিতি
[00:47] <Faisal> অন্যান্য ভাষায় কী করা হয়?
[00:47] <bellayet> তাদের এটা দেওয়া সম্ভব উইকিপিডিয়ানদের সংগঠন করার মাধ্যমে
[00:47] <bellayet> কারণ এ সংগঠন নেতৃত্ব দিবে উইকিপিডিয়ানরাই
[00:48] <bellayet> এখানকার সব পদেই প্রায় উইকিপিডিয়ানরা থাকবে
[00:48] <Faisal> তো এই সঙ্গঠন কী সত্যিকারের উইকিপদক দেবে?
[00:48] <bellayet> সময় হলে তাও দিবে
[00:48] <bellayet> অনেক চ্যাপ্টার ইতিমধ্যেই বার্ষিক পুরস্কার দিচ্ছে
[00:49] <Faisal> কী ভিত্তিতে?
[00:49] <bellayet> অন্যকোনো সংগঠনের আওতায় উইকিপিডিয়ানদের এ অস্তিত্বটুকুও হরণ হয়
[00:49] <Faisal> আর আমাদের প্রথম প্রায়োরিটি তো বললেন প্রচারণা
[00:49] <bellayet> ফয়সাল পুরস্কারের আলোচনা পরে হবে
[00:49] <saikat> কিন্তু উইকিপিডিয়ানদের এক করা যাবে কিভাবে এটি নিয়ে ভাবা দরকার
[00:50] <Faisal> এই কাজ উইকিপিডিয়ানরা কীভাবে করবে?
[00:50] <saikat> এক হলে চ্যাপ্টার এমনিতেই হবে
[00:50] <bellayet> উইকিপিডিয়ান হিসেবে আপনার আমার এখন তেমন কোনো শক্তি বা ক্ষমতা নাই
[00:51] <bellayet> এখন আমাদের কোনো অনুষ্ঠান আয়োজন করতে হলে ব্যক্তিগতভাবে করতে হবে
[00:51] <bellayet> যা সব সময় সম্ভব নয়
[00:51] <bellayet> ধরুন আমরা একটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে চাই
[00:51] <bellayet> তখন আমি বেলায়েত ঐ বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করলেই নিশ্চয় আমাকে তেমন পাত্তা দেওয়া হবে না
[00:51] == joy [i=7aa075b2@gateway/web/freenode/x-cebargsduomfijlb] has joined #wikimedia-bn
[00:52] <bellayet> যদি আমাদের একটি সংগঠন থাকে তাহলে আমাদের শক্তি আরও বাড়বে
[00:52] <saikat> স্বাগতম
[00:52] <bellayet> তখন প্রতিষ্ঠান হিসেবে তাদের কাছে গেলে অবশ্যই আগে চেয়ে বেশি পাত্তা পাওয়া যাবে
[00:52] <tarunno> বেলায়েত ভাইয়ের সাথে একমত
[00:53] == Faisal [i=737f0f05@gateway/web/freenode/x-jacnrucgvpqohroq] has quit [Ping timeout: 180 seconds]
[00:53] == Faisal [i=737f0f05@gateway/web/freenode/x-eltupzsugihasbqu] has joined #wikimedia-bn
[00:53] <bellayet> অবশ্যই আমরা অন্যের অধিনস্ত থাকতে চাই না এবং আমাদের শক্তিবৃদ্ধি করতে হবে
[00:53] <bellayet> কারণ উইকিপিডিয়ান কম্যুনিটি এখন আর ছোট নাই
[00:54] <bellayet> আমরা যথেষ্ট লোক এখন উইকিপিডিয়ার জন্য কাজ করছি
[00:54] <bellayet> আমাদেরই উচিত উইকিপিডিয়ার প্রচারের জন্য কাজ করা
[00:54] <bellayet> এবং উইকিপিডিয়ানরাই এ কাজটি অন্য যে কারও চেয়ে ভাল করতে পারবে
[00:55] <bellayet> উইকিপিডিয়ার কোনো প্রচারণার কাজই উইকিপিডিয়ান ছাড়া করা যায় না, তা ভাল হয় না
[00:55] <bellayet> তবে আমাদের আগে এ সংগঠনের ব্যাপারে মানুষকে জানাতে হবে
[00:55] <bellayet> মানুষ বলতে এখানে উইকিপিডিয়ান
[00:55] <bellayet> তাদের এ দলে আগে টানতে হবে
[00:56] <bellayet> এর জন্য আমরা কি কি করতে পারি?
[00:56] <bellayet> আমার মতে
[00:56] <bellayet> ১. উইকিপিডিয়া বিষয়ক কোনো ইমেইলে আমাদের নামের নিচে "উইকিপিডিয়া বাংলাদেশ" কথাটি লিখতে পারি
[00:57] <bellayet> যা আমি কিছুদিন থেকেই করে আসছি
[00:57] <bellayet> যাতে অন্যরা ইমেইল দেখে বুঝতে পারে এমন কোনো সংগঠন বা কিছু একটা আছে
[00:58] <bellayet> ২. ব্যক্তিগত ভাবে পরিচিত যে সকল উইকিপিডিয়ান রয়েছে তাদেরকে এ সংগঠনের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানো
[00:58] <bellayet> এবং এতে যোগ দেওয়ার জন্য অনুরোধ করা
[00:58] <bellayet> আপনারা কি আছেন নাকি ঘুমিয়ে গেছেন?
[00:58] <saikat> আছি
[00:59] <Faisal> কিন্তু এটা তো হল আভ্যন্তরীন প্রচারণা।
[00:59] <bellayet> ৩. নিয়মিত এ ধরনের অনলাইন মিটিং করা এবং অন্যান্য উইকিপিডিয়ানদের মিটিং এ অংশ নেওয়ার অনুরোধ করা
[00:59] <bellayet> আমাদেরকে আগে নিজেদের এক করতে হবে
[00:59] <bellayet> এর জন্য প্রচারণা আগে করতে হবে
[01:00] <Faisal> প্রচারণা কেমন করে এবং কোথায় করা হবে?
[01:00] <bellayet> উইকিপিডিয়ানদের এক করার ক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ?
[01:01] <Faisal> উইকিপিডিয়ায় কাজ করেন এমন লোক হয়তো বেশি নাই।
[01:01] <saikat> ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যেতে পারে
[01:02] <Faisal> তার মধ্যে সবাই আবার সংগঠনের প্রয়োজনীয়তা বোধ করেন না।
[01:02] <saikat> সাথে গ্রুপে মেইল করা হল
[01:02] == imtiaz [i=710b2366@gateway/web/freenode/x-jxwemjoisbpzjrjm] has joined #wikimedia-bn
[01:02] <imtiaz> r discussion is going on regarding wikipedia
[01:02] <bellayet> সৈকত এ প্রস্তাবটি আমি করেছি, নতুন কিছু বলুন
[01:02] <saikat> যারা আসবেন তাদের নিয়ে প্রথমিকভাবে সংগঠনের কাজ শুরু করা যায়
[01:03] <imtiaz> sorry to all as can't type bangla
[01:03] <Faisal> এভাবে শুরুটা হতে পারে।
[01:03] <bellayet> অবশ্যই শুরুতো এখনই হয়েছে
[01:03] <bellayet> আমরা কি সংগঠন তৈরির ব্যাপারে একমত নই?
[01:04] <Faisal> হ্যা শুরু করার আলোচনা শুরু হয়েছে।
[01:04] <imtiaz> amader pura plan ta ki
[01:04] <saikat> সবচেয়ে কম কত জন লাগতে পারে?
[01:04] <bellayet> imtiaz http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh দেখুন
[01:04] <saikat> তাদের নিয়ে সংগঠন চালু করার কথা বলছি
[01:04] <imtiaz> r ek moto er bapar na.. valo kaj suru kora tai babar
[01:05] <bellayet> যারা এখানে আছেন তাদেরকে চ্যাপ্টার সম্পর্কিত আমি কিছু লিংক দিবো
[01:05] <imtiaz> hmm..
[01:05] <bellayet> দয়া করে লিংকগুলো বুকমার্ক করুন
[01:06] <bellayet> এবং অনুগ্রহ করে পরে দেখবেন
[01:06] <imtiaz> tarpor
[01:06] <Faisal> আসলে কমপক্ষে কতজন দরকার তা হিসাব না করে কতজন পাওয়া যাচ্ছে তাই নিয়ে আগাতে হবে।
[01:06] <imtiaz> ok
[01:06] <Faisal> একসময় নিশ্চয়ই লোকবল বাড়বে।
[01:06] <bellayet> এ বিষয়গুলো জানার জন্যই আমি লিঙ্ক গুলো দিতে চাচ্ছি
[01:07] <bellayet> http://meta.wikimedia.org/wiki/Wikimedia_Bangladesh
[01:07] <bellayet> আগের লিঙ্কটি মেটা উইকিতে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের জন্য তৈরি পাতা
[01:07] <bellayet> এরপরের লিঙ্কটি চ্যাপ্টার কিভাবে করতে হবে তার স্টেপ-বাই-স্টেপ প্রণালী
[01:08] <bellayet> http://meta.wikimedia.org/wiki/Step-by-step_chapter_creation_guide
[01:08] <bellayet> এরপর ভবিষ্যত চ্যাপ্টারের জন্য কি কি প্রয়োজন তা জানার জন্য একটি পাতা
[01:08] <bellayet> http://meta.wikimedia.org/wiki/Requirements_for_future_chapters
[01:09] <bellayet> ভবিষ্যত চ্যাপ্টারের জন্য একটি গাইড লাইন
[01:09] <bellayet> http://meta.wikimedia.org/wiki/Guidelines_for_future_chapters
[01:10] <bellayet> চ্যাপ্টার হতে গেলে অবশ্যই ফাইন্ডেশনের চ্যাপ্টার কমিটি অনুমোদন লাগবে, চ্যাপ্টার কমিটির পাতা
[01:10] <bellayet> http://meta.wikimedia.org/wiki/Chapters_committee
[01:10] <bellayet> এগুলো সবই আসলে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টারের পাতায় পাবেন
[01:11] <bellayet> এ পাতাগুলো থেকে আপনি চ্যাপ্টার তৈরির বিস্তারিত এবং চ্যাপ্টার সম্পর্কে জানতে পারবেন
[01:11] <tarunno> লিংকের জন্য ধন্যবাদ
[01:11] <bellayet> কারও কোন প্রশ্ন?
[01:11] <tarunno> এখুনি বুকমার্ক করছি
[01:11] <imtiaz> sob pata gula porte hobe
[01:12] <bellayet> পরতে হবে না, পরলে আপনি জানতে পারবেন
[01:12] <bellayet> না পরলে আবার আমাদের জিজ্ঞাসা করবেন
[01:12] <bellayet> আবার আপনাকে পাতার লিঙ্ক দিয়ে দিবো
[01:12] <imtiaz> ok
[01:14] <bellayet_> হ্যা আমরা কোথায় ছিলাম
[01:15] <bellayet_> দুঃখিত আমি দুইবার লগইন করেছি
[01:15] <Faisal> সরাসরি সাক্ষাৎ?
[01:15] <Faisal> আবার?
[01:15] == bellayet [i=caa8fcad@gateway/web/freenode/x-glszlubkxgrgsngq] has quit [Ping timeout: 180 seconds]
[01:15] <bellayet_> সরাসরির চেয়ে আমি তো দেখি এভাবেই মানুষের আগমন বেশি
[01:16] <Faisal> অনলাইন মিটিং এই তো মানুষজন পাওয়া যাচ্ছেনা!
[01:16] <bellayet_> আমাদের অনলাইন সভা নিয়মিত করতে হবে
[01:16] <Faisal> সেটাই করা যেতে পারে।
[01:16] <imtiaz> amar electricity chole gase
[01:16] <Faisal> আগে অনলাইন মিটিং করে কার্যপ্রণালি ঠিক করা।
[01:16] <bellayet_> আজকের মিটিং এ আমরা ১১ জন ছিলাম
[01:16] <imtiaz> ami ekon e dc hote hobe
[01:17] <imtiaz> bye
[01:17] <Faisal> তারপর নিতান্তই প্রয়জ়ন পড়লে সরাসরি মিটিং
[01:17] <bellayet_> আমরা কি প্রতি বৃহস্পতিবার রাতে বসতে পারি?
[01:17] <imtiaz> grp a mail dile pore nilo .. meeting a karjo pronali
[01:17] <saikat> বসা যায়
[01:17] <imtiaz> by all
[01:17] == imtiaz [i=710b2366@gateway/web/freenode/x-jxwemjoisbpzjrjm] has quit ["Page closed"]
[01:17] <bellayet_> অনলাইন মিটিং প্রতি বৃহস্পতিবার রাতে
[01:17] <saikat> তবে আগে মেইলে জানালে ভালো
[01:17] <Faisal> প্রতি বিষ্যুদবার?
[01:18] <Faisal> হ্যা তা বসা যায়।
[01:18] <bellayet_> সৈকত নেতৃত্ব নিতে হবে
[01:18] <Faisal> আমাদের মিটিং এর বিষয়বস্তু কী থাকবে?
[01:18] <bellayet_> বিষবস্তু আমরা ইমেইলে ঠিক করবো
[01:18] <saikat> আমার কোন সমস্যা নাই
[01:18] <joy> আলোচনা ভালোই হল,কিন্তু নতুন কোন কথা হল না।
[01:18] <tarunno> আচ্ছা আইআরসি মিটিংগুলো কি সংরক্ষণ করে পরে প্রকাশ করা যায়?
[01:19] <saikat> প্রতি সপ্তাহে নতুন বিষয় আসবে
[01:19] <Faisal> উইকিপিডিয়ানদের আনুফিসিয়াল আড্ডা?
[01:19] <tarunno> তাহলে যারা মিস করবেন তাদের পরে পড়ে নেবার সুযোগ থাকবে
[01:19] <bellayet_> আনুফিসিয়াল নয় এটাই অফিসিয়াল
[01:19] <saikat> কথা হল সিদ্ধান্ত হচ্ছে না
[01:19] <bellayet_> আমি এটি কপি করে একটি পাতায় প্রকাশ করে দিবো
[01:20] <bellayet_> আজকের সিদ্ধান্তগুলো আরও একবার আমি বলি
[01:20] <bellayet_> আপনারা লিখে নিন
[01:20] <bellayet_> ১. উইকিপিডিয়ানদের একটি আলাদা সংগঠন হবে যার নাম হবে "উইকিমিডিয়া বাংলাদেশ"
[01:21] <bellayet_> ২. এ সংগঠনের নিয়মিত সভা হবে প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টায়
[01:21] <bellayet_> অনলাইন সভা
[01:22] <bellayet_> ৩. আজকে যারা সংগঠনের সাথে জড়িত হবো বলে একমত তারা উইকিপিডিয়া বিষয়ক যেকোনো ইমেইলে নিজের নামের নিচে "উইকিমিডিয়া বাংলাদেশ" কথাটি লিখবো
[01:24] <bellayet_> ৪. ব্যক্তিগত ভাবে পরিচিত উইকিপিডিয়ানদের এ সংগঠন সম্পর্কে জানাবো এবং সংগঠনের নিয়মিত অনলাইন সভায় অংশ নেওয়ার অনুরোধ করবো।
[01:24] <bellayet_> ৫. উইকিমিডিয়া চ্যাপ্টার সংক্রান্ত যে সকল পাতার লিঙ্ক দেওয়া হয়েছে তা পড়ে দেখবো।
[01:25] <bellayet_> আর কিছু কি বাদ পড়েছে?
[01:25] <saikat> ৩ নম্বরটি নিয়ে কথা ছিল
[01:25] <saikat> শুধু উইকিমিডিয়া বাংলাদেশ লেখার সাথে একটি পাতার লিংক থাকা উচিত
[01:26] <saikat> যেটি পড়ে উইকিমিডিয়া বাংলাদেশ সম্পর্কে জানা যাবে
[01:26] <bellayet_> তাহলে আপাতত মেটা উইকির পাতাটি দিয়ে দেওয়া যেতে পারে
[01:27] <bellayet_> পরে আমাদের নিজস্ব ওয়েবসাইট হলে সেটা ব্যবহার করা যাবে
[01:27] <bellayet_> আর কিছু?
[01:27] <saikat> এটি বাংলাও না ইংশেরীও না একন একটি পাতা
[01:27] <saikat> ইংরেজি
[01:28] <bellayet_> সৈকত কি চাচ্ছো খুলে বলো
[01:28] <saikat> লিংটা দিচ্ছি সবাইকে জানাবো বলে
[01:29] <bellayet_> ৬. আরও একটি কথা আগ্রহীদের অবশ্যই মেটাতে উইকিমিডিয়া বাংলাদেশের পাতায় নাম নিবন্ধন করতে অনুরোধ করা
[01:29] <bellayet_> হ্যা...
[01:29] <saikat> বাংলা এখনও অনেকে পড়তে পারে না আবার এটি বাংলাউইকির জন্য করা হচ্ছে
[01:29] <saikat> তাই দুই ভাষাতেই থাকা দরকার
[01:30] <bellayet_> বাংলাউইকি কি জিনিস??
[01:31] <saikat> মূলত বাংলাভাষার উইকিপিডিয়ানরা
[01:31] <bellayet_> আমার মনে হয় ঐ পাতাতে যা আছে তা দুই ভাষাতেই আছে
[01:31] <bellayet_> এখনও যারা ইউনিকোড বাংলা দেখতে পারেন না, তারা উইকিপিডিয়ান নয়
[01:32] <saikat> প্রথম প্যারাটি ঠিক আছে পরের টুকু দেখে আমার মনে হয়েছে অনুবাদ করা হয় নাই
[01:32] <bellayet_> আপাতত এই পাতাটি দিয়ে কাজ চালাও, পাতাকে আরও সুন্দর করে সাজানোর সুযোগ আছে
[01:33] <bellayet_> আসলে এ পাতাটি বাংলাতে থাকার চেয়ে ইংরেজীতে থাকাটাই বেশি যুক্তিযুক্ত কারণ এ পাতাতে চ্যাপ্টার কমিটির লোকজন কাজ করবেন, দেখবেন
[01:33] <bellayet_> চ্যাপ্টার কমিটির কেউই বাংলা জানেন না
[01:34] <bellayet_> এ রকম ছোটখাটো ব্যাপার আপাতত এড়িয়ে যাওয়াই ভাল
[01:34] <bellayet_> আমাদের আজকের সিদ্ধান্তের আর কি কিছু বাকি আছে?
[01:35] <bellayet_> ফয়সাল, শাবাব ভাই, জয়ন্তদা??
[01:35] <bellayet_> আজকের আলোচনায় আর কোনো প্রশ্ন আছে কি?
[01:35] <joy> আমি সাথে আছি থাকব
[01:35] <bellayet_> ধন্যবাদ জয়ন্তদা
[01:35] <Faisal> আজকের বৈঠক মোটামুটি ফলপ্রসূ হয়েছে বলে মনে করি।
[01:36] <bellayet_> ধন্যবাদ ফয়সাল
[01:36] <joy> এমন আলোচনা আরো হয়া উচিত
[01:36] <Faisal> প্রতি সপ্তাহে একবার মিটিং করা কোন কঠিন কাজ না
[01:36] <saikat> আজকের ভালো দিক হল অংশগ্রহনকারীর সংখ্যা বেশী ছিল
[01:37] <bellayet_> আমরা অন্য উইকিপিডিয়ানদের আনতে পারলে সামনে দিন আরও বেশি লোক হবে
@ChanServbellayetFaisalimtiazjoysaikattarunno
OptionsAdd webchat to your sitePrivacy policyFeedbackFrequently asked questionsAbout qwebirc