Wikimedia Blog/Drafts/Bangla Wikipedia - The story from the early years/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Blog/Drafts/Bangla Wikipedia - The story from the early years and the translation is 89% complete.
Outdated translations are marked like this.

প্রকাশিত ১১/১০/২০১৫

Title ideas

  • বাংলা উইকিপিডিয়া — শুরুর গল্প
  • The beginning story of Bengali Wikipedia
  • Early years of Bengali Wikipedia
  • Bengali Wikipedia-11 year Journey

Summary

A brief, one-paragraph summary of the post's content, about 20-80 words. On the blog, this will be shown in the chronological list of posts or in the featured post carousel on top, next to a "Read more" link.

  • উইকিপিডিয়ার বাংলা সংস্করণটি ২০০৪ সালে যাত্রা শুরু করে এবং ক্রমেই এটি ইন্টারনেটের জগৎ-এ বাংলা তথ্যের সবচেয়ে বড় ওয়েবসাইট হয়ে উঠে। বর্তমানে বাংলা উইকিপিডিয়ার নিবন্ধের সংখ্যা ৩৮ হাজারেরও বেশি।

Body


ঢাকায় ২০১০-এর একটি ফটোওয়াকে বাংলা উইকিপিডিয়ানরা। ছবি তুলেছেন Bellayet, উইকিমিডিয়া কমন্স, CC-BY-SA ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

বাংলাদেশের চট্টগ্রামে বাংলা উইকিপিডিয়ানগণ উইকিপিডিয়ার ১০ম বার্ষিকী উদযাপন করছেন। ছবি তুলেছেন বনকুসুন বড়ুয়া, উইকিমিডিয়া কমন্স, CC-BY-SA ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।.

শুভেচ্ছা নিন! বিশ্বব্যাপী প্রায় ২৫ কোটি মাতৃভাষী এবং প্রায় ৩০ কোটি মোট ভাষাভাষী নিয়ে বাংলা ভাষা মাতৃভাষাভাষীর মোট সংখ্যার হিসেব অনুসারে বিশ্বের ৭ম কথ্য ভাষা এবং মোট ভাষাভাষীর হিসেবে ১১ তম কথ্য ভাষা। এটিই বিশ্বের একমাত্র ভাষা যা অর্জন করতে আন্দোলন করতে হয়েছিল; মানুষ বাংলায় পড়তে, লিখতে ও কথা বলার অধিকার আদায় করতে তাদের জীবন উৎসর্গ করেছিল। এই ভাষায় একটি বিশ্বকোষ নির্মাণ করা অনিবার্য ছিল।

বাংলা উইকিপিডিয়া জানুয়ারি ২০০৪ সালে এর যাত্রা শুরু করে। সেই সময়ে, উইকিপিডিয়ার প্রতি বাংলাদেশের মানুষের আকর্ষন কম ছিল। অল্প কিছু সংখ্যক ছাত্র এবং পণ্ডিত ইংরেজি উইকিপিডিয়া ব্যবহার করত কিন্তু এটি দায়বদ্ধ ছিল না। সেটির পাশাপাশি, বাংলায় অবদান রাখতে বিভিন্ন সীমাবদ্ধতা ছিল। বাংলা উইকিপিডিয়ার অন্যতম একজন অগ্রণী, ডাঃ রাগিব হাসান বলেন যে, "সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইন্টারনেটে বাংলায় কোন কিছু লেখা। বাংলা ইউনিকোড অধিকাংশ অপারেটিং সিস্টেমে সমর্থন করত না, ইন্টারনেটে শুধুমাত্র কয়েকটি ওয়েবসাইট বাংলা ইউনিকোড সমর্থন করত, এবং এটি কনফিগার করতে ব্যবহারকারীদের অসুবিধা ভোগ করতে হত। তাছাড়া, বাংলা ইউনিকোড দিয়ে কিছু লেখার ধারণা ছিল নতুন। ... শুরুতে, বাংলায় একটি উইকিপিডিয়ার ধারণা আসলে কার্যকর ছিল না।"

ঢাকায় একটি ফটোওয়াকে বাংলা উইকিপিডিয়ানগণ (২০১৫)। ছবি তুলেছেন কানন আহম্মদ, উইকিমিডিয়া কমন্স, CC-BY-SA ৪.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।

২০০৬ সালে সম্পূর্ণ দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। সেই সময়, বাংলা ব্লগিং জগত ধীরে ধীরে বড় হচ্ছিল, এবং অনেক মানুষ বাংলা কম্পিউটিংয়ে অভ্যস্ত হয়ে ওঠছিল - এর অংশ হওয়ায় একটি বিনামূল্যের এবং মুক্ত উৎসের টাইপিং সরঞ্জাম অভ্রকে ধন্যবাদ। ২৫ মার্চ ২০০৬ সালে, দেশব্যাপী উইকিপিডিয়া জনপ্রিয় করতে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) কর্তৃক একটি উইকি দল গঠন করা হয়। লক্ষ্য ছিল উইকিপিডিয়ার মাধ্যমে বিশ্বে দেশের প্রতিনিধিত্ব করা ও বাংলা ভাষায় একটি সম্পূর্ণ বিশ্বকোষ গড়ে তোলা। সেই সময়, বাংলা উইকিপিডিয়ায় মাত্র ৫০০টি নিবন্ধ ছিল। কিন্তু 'বিডিওএসএন উইকি দল' একা ছিল না। তারা কিছু সংবাদপত্রের মাধ্যমে কথাগুলি ছড়িয়ে দিতে শুরু করে এবং একটি বাংলা উইকি মেইলিং লিস্ট পরিচালনা করা শুরু করে। এতে শীঘ্রই, দেশ এবং বিদেশের অনেক বাংলাভাষী এই গতিশীল প্রকল্পে যোগদান করা শুরু করে। এর ফলাফল স্বরূপ, অক্টোবরের শেষে, বাংলা উইকউইকিপিডিয়া ১০ হাজার নিবন্ধের মাইলফলক স্পর্শ করে। দক্ষিণ এশীয় ভাষার উইকিপিডিয়ার মধ্যে, বাংলা উইকিপিডিয়া প্রথম এই মাইলফলকে পৌঁছে, এবং এর মধ্যে অনেকগুলি নিবন্ধে বাংলা ভাষা আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ডাঃ রফিকুল ইসলামের ছবি দিয়ে চিত্রস্থ করা হয়, যিনি ভাষা আন্দোলনের সময় তোলা তার সব ঐতিহাসিক আলোকচিত্র উইকিমিডিয়া কমন্সে দান করেছিলেন।

সম্প্রদায় এখন তাদের নিবন্ধের মান বাড়ানো শুরু করেছে। ২০০৯ ও ২০১০ সালের সময়কালে, পশ্চিমবঙ্গ, ভারতের বাংলাভাষীগণ বাংলা উইকিপিডিয়ায় অবদান রাখা শুরু করে। একইসময়, উইকিপিডিয়া ফাউন্ডেশন তাদের অপারেশন শুরু করে এবং বাংলায় শিক্ষামূলক বিষয়বস্তু প্রচার করতে অক্টোবর ২০১১ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলাদেশে একটি স্থানীয় অধ্যায় অনুমোদন করে।

এখন, বাংলা উইকিপিডিয়ায় বিভিন্ন বিষয়ের উপর ৩৮,০০০ হাজারেরও অধিক নিবন্ধ রয়েছে। প্রতি মাসে এতে প্রায় ৫০০ জন সক্রিয় সম্পাদক কাজ করছেন। এখন সারা দেশ থেকে মানুষ নিয়মিত কর্মশালার আয়োজন করে এবং সক্রিয় উইকিপিডিয়ানদের সাথে দেখা-সাক্ষাত করেন।

ফেব্রুয়ারি ২৬, ২০১৫ তারিখে, উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতা জিমি ওয়েলস বাংলা উইকিপিডিয়ার ১০ম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসেন। তার মূল বক্তব্যে, জিমি বলেন যে নিবন্ধের গভীরতা অনুসারে, বাংলা উইকিপিডিয়ার গভীরতা বেশ ভালো। এছাড়াও উল্লেখ করা যায় যে কলকাতা, ভারতের বাংলা উইকিপিডিয়ানগণ অনুরূপ একটি ইভেন্টের আয়োজন করেছিল, এবং উভয় ইভেন্টে উভয় পক্ষ থেকে উইকিপিডিয়ানগণ অংশগ্রহণ করেছিল।

সম্প্রদায়ের সাথে যোগাযোগ

নাহিদ সুলতাননুরুন্নবী চৌধুরী (হাছিব)
প্রশাসক, বাংলা উইকিপিডিয়া

Notes

Ideas for social media messages promoting the published post:

Twitter (@wikimedia/@wikipedia):

(Tweet text goes here - max 117 characters)
---------|---------|---------|---------|---------|---------|---------|---------|---------|---------|---------|------/

Facebook/Google+

  • ...