Jump to content

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২২/ঘোষণা/প্রার্থিতা আহ্বান/বার্তা

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Foundation elections/2022/Announcement/Call for Candidates/Short and the translation is 100% complete.

প্রার্থিতা আহ্বান: ২০২২ ট্রাস্টি বোর্ড নির্বাচন

বার্তাটি মেটা-উইকিতে আরও একাধিক ভাষায় অনুবাদ করা হয়েছে।

ট্রাস্টি বোর্ড ২০২২ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের জন্য প্রার্থী চাইছে। মেটা-উইকিতে আরও পড়ুন।

২০২২ ট্রাস্টি বোর্ড নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গ্যাছে। প্রার্থিতার আহ্বান জানানো হয়েছে।

ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তত্ত্বাবধান করে। সম্প্রদায়-এবং-অ্যাফিলিয়েট নির্বাচিত ট্রাস্টি এবং বোর্ড-নিযুক্ত ট্রাস্টিরা ট্রাস্টি বোর্ড গঠন করে। প্রতিটি ট্রাস্টি তিন বছরের মেয়াদে কাজ করে। উইকিমিডিয়া সম্প্রদায় সম্প্রদায়-এবং-অ্যাফিলিয়েট ট্রাস্টি নির্বাচনের জন্য ভোট দিতে পারে।

উইকিমিডিয়া সম্প্রদায় ২০২২ সালে ট্রাস্টি বোর্ডে দুটি আসন নির্বাচন করার জন্য ভোট দেবে। এটি ট্রাস্টি বোর্ডের প্রতিনিধিত্ব, বৈচিত্র্য, এবং দক্ষতা উন্নত করার একটি সুযোগ।

ট্রাস্টি বোর্ডে যোগদানের জন্য আপনার প্রার্থিতা জমা দিন

আপনার সমর্থনের জন্য ধন্যবাদ,

নির্বাচন কমিটি এবং ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আন্দোলনের কৌশল এবং পরিচালনা দল