উইকিপিডিয়া এশীয় মাস/প্রশ্নোত্তর

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikipedia Asian Month/QA and the translation is 100% complete.

পোস্টকার্ড

  • প্রশ্নঃ একজন ব্যক্তি কয়টি পোস্টকার্ড পেতে পারেন?
    উত্তরঃ আবশ্যক শর্তাবলী পূরণ করা পূর্বক একজন উইকিপিডিয়ান শর্তপূরণকৃত ভাষার উইকিপিডিয়া থেকে একটি করে পোস্টকার্ড পাবেন। একজন অংশগ্রহণকারী যদি দুই ভাষার উইকিপিডিয়াতে অংশ নিয়ে দুই ভাষার উইকিপিডিয়ার শর্তই পূরণ করতে সম্ভব হন, তাহলে তিনি দুই ভাষার উইকিপিডিয়া থেকেই একটি করে পোস্টকার্ড পাবেন। আঞ্চলিক সংগঠকেরা প্রতিটি অংশগ্রহণকারী উইকিপিডিয়া থেকে একটি করে পোস্টকার্ড পাবেন।
  • প্রশ্নঃ আমি যদি কোনো একটি ভাষার উইকিপিডিয়ায় ১০টি নিবন্ধ তৈরি করি, তাহলে কি আমি দুইটি পোস্টকার্ড পাবো?
    উত্তরঃ না। যেকোন একটি ভাষার উইকিপিডিয়ায় অন্তত চারটি নিবন্ধ তৈরি করে আপনি একটি পোস্টকার্ড পেতে পারেন। আরো বেশি সংখ্যক নিবন্ধ তৈরি করাকে আমরা স্বাগত জানাই তবে এজন্য আপনি একাধিক পোস্টকার্ড পাবেন না।
  • প্রশ্নঃ একজন অংশগ্রহণকারী সর্বাধিক কয়টি পোস্টকার্ড পেতে পারেন?
    উত্তরঃ সাতটি।
  • প্রশ্নঃ কোন কোন দেশের পোস্টকার্ড আমি পেতে পারি?
    উত্তরঃ অংশগ্রহণকারীদের ঠিকানা অবিন্যস্তভাবে ছড়িয়ে দেয়া হয়। ফলে পোস্টকার্ড হাতে পাওয়ার আগ অব্দি জানার উপায় নেই।
  • প্রশ্নঃ আমি আমার নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
    উত্তরঃ আমরা শুধু ঠিকানাপত্র, আপনার প্রকৃত নাম, ব্যবহারকারী নাম সংগ্রহ করবো, এবং ঠিকানা এবং আসল নাম সংসৃষ্টকে দেওয়া হবে যারা পোস্টকার্ড পাঠাবে; আপনার ব্যবহারকারী নাম দেওয়া হবে না। একবার পোস্টকার্ড ঠিকানায় পৌঁছলে পরপরই সকল তথ্য তাৎক্ষণিকভাবে মুছে ফেলা হবে।
  • প্রশ্নঃ কখন পোস্টকার্ডগুলি পাঠানো হবে?
    উত্তরঃ পূর্ববর্তী বছরের রেকর্ডগুলির উপর ভিত্তি করে, সর্বাধিক আগে, আগামী বছরের জানুয়ারিতে, সর্বাধিক দেরীতে মে। সাধারণত মার্চ থেকে এপ্রিল। সময়সীমা নির্ভর করে, কোন স্বেচ্ছাসেবক সংগঠন আপনাকে প্রেরণ করছেন তার ওপর। আমাদের সীমিত স্বেচ্ছাসেবক হেতু আমরা জানি যে এটি দ্রুতগতির কাজ নয়। আশা করি আপনি বুঝবেন যে আমরা ১০০% স্বেচ্ছাসেবক, যাদের এই শতাধিক পোস্টকার্ড প্রেরণের কাজ সম্পন্ন করতে হবে।
  • প্রশ্নঃ আমি তিনমাসের মধ্যে পোস্টকার্ড না পেলে কী করবো?
    উত্তরঃ বিভিন্ন দেশের ডাকবিভাগের সেবার অবস্থাভেদে সঠিক সময়ে পোস্টকার্ড না পাওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। আমরা নিশ্চিত করতে পারি যে আমরা আপনার পোস্টকার্ড পাঠিয়েছি। পোস্টকার্ড হারিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেই পারে, আশা করছি সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
  • প্রশ্নঃ পোস্টকার্ড-প্রেরণকারী দেশ বা অঞ্চলে আমি বসবাস করি অথবা সেটি আমার মাতৃভূমি। আমি সে দেশ বা অঞ্চল থেকে পোস্টকার্ডটি পেতে চাইনা এই বিকল্প চয়ন করতে পারি কি?
    উত্তরঃ যখন আমরা ঠিকানা সংগ্রহ করি তখন আমরা আপনাকে বিকল্পটি দেব। আপনি একটি দেশ বা অঞ্চল চয়ন করতে পারেন যেখানের আপনার পোস্টকার্ড চান না।
  • প্রশ্নঃ আমি ১৫টি নিবন্ধ তৈরি করলে কি ২ টি পোস্টকার্ড পেতে পারি?
    উত্তরঃ প্রতিটি পোস্টকার্ড আলাদা আলাদা পাঠানো হবে।
  • প্রশ্নঃ পোস্টকার্ড ট্র্যাক করা যাবে?
    উত্তরঃ না। সকল পোস্টকার্ড নিয়মিত এয়ারমেল হিসাবে পাঠানো হবে এবং নিবন্ধিত নয়। আন্তর্জাতিক নিবন্ধিত মেইল অনেক ব্যয়বহুল এবং আমাদের বাজেটের ও সাধ্যের বাইরে।
  • প্রশ্নঃ আমি কি আমার নাম এবং ঠিকানা ইংরেজি অক্ষরে লিখব, নাকি আমি এটি আমার ভাষার অক্ষরে লিখতে পারি?
    উত্তর: ঠিকানা সংগ্রহ ফর্ম আপনাকে আপনার বর্ণমালা এবং ভাষা উভয়ই জিজ্ঞাসা করে থাকে। কিছু অনুমোদিত ব্যক্তি প্রাপকদের স্থানীয় ভাষায় ঠিকানাগুলি প্রিন্ট করবেন। যাইহোক, কিছু সিস্টেম, বিশ্বজুড়ে সমস্ত ফন্ট প্রস্তুত করে না। সুতরাং দয়া করে ইংরেজি বর্ণমালায় আপনার ঠিকানা যোগ করার কথাটি মনে রাখবেন।

উইকিপিডিয়া এশীয় দূত

  • প্রশ্নঃ আমি যদি একাধিক উইকিপিডিয়ায় সর্বোচ্চ সংখ্যক নিবন্ধ তৈরি করি, তাহলে কি আমি একাধিক "উইকিপিডিয়ার এশীয় দূত" খেতাব পাবো?
    উত্তরঃ আপনি যে কয়টি ভাষায় সর্বোচ্চ সংখ্যক নিবন্ধ করবেন, সেই সমস্ত ভাষার উইকিপিডিয়ার সর্বোচ্চ সংখ্যক নিবন্ধ প্রণয়নকারী হিসেবে খেতাব পাবেন। যেই ভাষার উইকিপিডিয়ায় আপনার সম্পাদনা তুলনামূলক কম, সেই ভাষার উইকিপিডিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধ রচয়িতা "উইকিপিডিয়া এশীয় দূত" সম্মাননা পাবেন।
  • প্রশ্নঃ "উইকিপিডিয়া এশীয় দূত" সম্মাননা হিসেবে আমি কি পেতে পারি?
    উত্তরঃ একটি অতিরিক্ত পোস্টকার্ড ও ডিজিটাল সার্টিফিকেট! সার্টিফিকেটটি আমরা স্টক কাগজে স্ক্যান করে আপনার কাছে পাঠাবো। এছাড়াও সাধারণ কাগজে সার্টিফিকেটের একটি কপি প্রিন্ট করে প্রথম শ্রেণীর ডাকে আপনার কাছে পাঠানো হবে।
  • প্রশ্নঃ যদি একাধিক ব্যক্তি একটি ভাষার উইকিপিডিয়ায় সর্বাধিক অবদান রাখে?
    উত্তরঃ একটি উইকিপিডিয়ায় শুধুমাত্র একজনই দূত হওয়ার সম্মাননা পেতে পারেন। তাই একই সংখ্যক নিবন্ধ প্রণেতাকারীদের মধ্যে সকল নতুন সৃষ্ট নিবন্ধের সর্বমোট বাইট গণনার মাধ্যমে দূত নির্বাচিত করা হবে।

নিয়ম

  • প্রশ্নঃ আমি যদি প্রধান নিবন্ধ লিখি, তাহলে কি বেশি পয়েন্ট পাবো?
    উত্তরঃ না। এটি কোনো নিবন্ধ প্রতিযোগিতা নয়। অবশ্য আমরা ভালো মানের নিবন্ধ রচনায় উৎসাহিত করি।
  • প্রশ্নঃ নভেম্বরের আগে করা সম্পাদনা কি গ্রহণযোগ্য হবে?
    উত্তরঃ না।
  • প্রশ্নঃ আমি কোন এশীয় দেশে বসবাস করিনা। তাও আমি কি অংশ নিতে পারি?
    উত্তরঃ হ্যাঁ। এতে কোন সীমারেখা নেই। প্রকল্পটি উইকিপিডিয়াতে এশিয়া বিষয়ক নিবন্ধের পরিধি ব্যপ্ত করতে সারা বিশ্বের অংশগ্রহণকারীদের স্বাগত জানায়।
  • প্রশ্নঃ আইপি ব্যবহারকারীরা কি অংশগ্রহণ করতে পারবে? (ভিন্নভাবে, নিবন্ধিত একাউন্ট ব্যতীত ব্যবহারকারী অংশগ্রহণ করতে পারে কি?)
    উত্তরঃ উইকিমিডিয়া ফাউন্ডেশন ল্যাব ও আমাদের সরঞ্জামের সীমাবদ্ধতার কারণে আইপি ব্যবহারকারী অংশ নিতে পারবেন না। উইকিপিডিয়াতে রেজিস্ট্রেশনকারী ব্যবহারকারীই শুধুমাত্র অংশগ্রহণ করতে পারবেন, যেটি আসলে আপনার গোপনীয়তা রক্ষা করে। উইকিপিডিয়াতে রেজিস্ট্রেশন করা খুবই সহজ এবং সম্পূর্ণ বিনামূল্যে করা যায়।
  • প্রশ্নঃ যদি কোনও নিবন্ধের বিষয় (ব্যক্তি) এশীয় তবে এশিয়ায় জন্ম না হয়, তবে উক্ত নিবন্ধ কি ন্যায্য গণনা হবে?
    উত্তরঃ না। কিন্তু একজন ব্যক্তি যিনি এশিয়ায় জন্মগ্রহণ করেন কিন্তু এশিয়া বাইরে তিনি বিখ্যাত হয়েছেন তাঁর বিষয়ক নিবন্ধ ন্যায্য গণনা হবে। (উদাহরণস্বরূপ, থাইল্যান্ডে জন্মগ্রহণকারী একজন ব্যক্তি ইউরোপ বা আফ্রিকায় কৃতিত্বের জন্য বিখ্যাত।)
  • প্রশ্নঃ যদি কোনও নিবন্ধের বিষয় (ব্যক্তি) এশীয় নয়, তবে তাঁর কাজটি এশীয় সংস্কৃতির প্রচারে অবদান রেখেছে, তবে তা কি গণনায় ধরা হবে?
    উত্তরঃ হ্যাঁ। এশিয়ার বাইরে জন্মগ্রহণকারীরা শুধুমাত্র এশিয়াতে তাদের উল্লেখযোগ্যতা অর্জন করেছেন। (উদাহরণস্বরূপ, একজন এশীয় বংশোদ্ভূত নন সাংবাদিক যিনি আফ্রিকা, আমেরিকা বা ইউরোপীয় দেশে জন্মগ্রহণকারী যিনি জাপান সংবাদ কর্মসূচীতে বিদ্যমান হওয়ার কারণে শুধুমাত্র জাপানে বিখ্যাত ছিলেন, এরূপ বিষয়ক নিবন্ধ গণ্য হবে)।
  • প্রশ্নঃ আমি কি অন্যান্য ভাষা থেকে নিবন্ধ অনুবাদ করতে পারি?
    উত্তরঃ হ্যাঁ। যতক্ষন এই এশিয়া-সম্পর্কিত নিবন্ধগুলি উইকিপিডিয়ায় নতুন যেগুলি আপনি অনুবাদ করছেন, ততক্ষণ সেগুলি গণনা যোগ্য।
  • প্রশ্নঃ তালিকা অনুবাদ করা যাবে?
    উত্তরঃ না। শুধুমাত্র নির্বাচিত তালিকা ব্যতীত কোনো তালিকা গ্রহণযোগ্য নয়।
  • প্রশ্নঃ আন্তর্মহাদেশীয় দেশ সম্পর্কিত বিষয়গুলি কেমন?
    উত্তরঃ হ্যাঁ, কিন্তু এই দেশগুলির "কেবলমাত্র এশিয়ার অংশ"। এই দেশে মিশর, রাশিয়া, আজারবাইজান, তুরস্ক, ক্রিসমাস দ্বীপ, কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত। যদি আপনি একটি নিবন্ধ জমা দেন যা এশিয়ার সার্বভৌম রাষ্ট্র এবং নির্ভরশীল অঞ্চল তালিকাতে নেই , আপনি স্থানীয় আয়োজকের সাথে কথা বলে নিতে পারেন এবং এটি এশিয়ার জন্য গণ্য হতে পারে কিনা তা নির্ধারণ করতে পারেন।
  • প্রশ্নঃ আমি প্রতিযোগিতার জন্য আমার আগের জমাকৃত নিবন্ধ প্রদান করতে পারি?
    উত্তরঃ না, নিবন্ধগুলি উইকিপিডিয়া এশিয়া মাসের সময়ে তৈরি এবং সমাপ্ত করতে হবে। প্রকল্পের উদ্দেশ্য "নতুন" নিবন্ধগুলি বিকাশ করা।
  • প্রশ্নঃ কিভাবে আমি ফাউন্টেন থেকে আমার ভুল জমা নিবন্ধটি প্রত্যাহার / অপসারণ করতে পারি?
    উত্তর: স্থানীয় নির্নায়ককে এটি মুছে ফেলার জন্য অনুরোধ করুন। যদি তারা না পারেন তবে সরঞ্জাম নির্মানকারীর সাথে যোগাযোগ করুন।

আয়োজক

  • প্রশ্নঃ আমার স্থানীয় উইকিপিডিয়া তালিকায় নেই তবে এটি ইতিমধ্যে নভেম্বর?
    উত্তরঃ আপনি নভেম্বরের শেষের পূর্বে যে কোনও সময়ে আপনার স্থানীয় উইকিপিডিয়ায় এই ইভেন্টটি শুরু করতে পারেন (যদিও আপনি নভেম্বরের শেষ কয়েক দিনের মধ্যে এটি চালু করতে চাইবেন না)। আপনি মেটাতে এর প্রয়োজনীয় সমস্ত সাহায্য সংস্থান খুঁজে পেতে পারেন। সাহায্যের জন্য দয়া করে ব্যবহারকারী: লি-ইয়ান লিন অথবা এই আলাপ পাতায় একটি বার্তা দিন এবং আমাদের জানান যে আপনি এই প্রকল্পে আছেন।