উইকিপিডিয়া:ব্যবহারকারী নাম পরিবর্তনের আবেদন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Yahya (আলোচনা | অবদান) কর্তৃক ১০:৩৬, ২৭ ডিসেম্বর ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (→‎Sakib h hridoySakib h hridoy → Sakib H Hridoy)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

এই পাতাটি ব্যবহারকারীরা তাদের ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য ব্যবহার করতে পারেন। একাউন্ট তৈরির সময় যে নাম ব্যবহার করেছিলেন সেই নামটি যদি পরিবর্তন করতে চান তাহলে এই পাতাতে আবেদন করুন। আপনার আবেদন বৈশ্বিক নামপরিবর্তনকারী দলের সদস্যদের দ্বারা সম্পন্ন হবে, যদি নতুন অনুরোধকৃত নামটি এখনো কোন উইকিমিডিয়া প্রকল্পে কেউ ব্যবহার না করে থাকে

ব্লক বা বাধাদানকৃত একাউন্ট

আপনার ব্যবহারকারী নামটি আমাদের ব্যবহারকারী নামের নীতিমালা (উদাহরণস্বরুপ: প্রচারমূলক, "বাস্তব" কোন গ্রুপ বা সংস্থার সঙ্গে সম্পর্কিত, বিভ্রান্তিমূলক, আক্রমণাত্মক ইত্যাদি) অনুসরণ না করলে অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসকগণ সংশ্লিষ্ট একাউন্টটিতে বাধাপ্রদান করে থাকেন। আপনি এরকম বাধার সম্মুখীন হলে আপনার ব্যবহারকারী নামটি পরিবর্তনের অবেদন করতে পারেন। নাম পরিবর্তনের জন্য আপনার আলাপ পাতার নির্দেশনা অনুসরণ করুন অথবা এই ফর্মটি ব্যবহার করুন। নীতিমালা অনুসারে আপনার নামটি নতুন নামে পরিবর্তন হওয়ার পর বাধা অপসারণ করা হবে। এই অনুচ্ছেদটি শুধুমাত্র যাদের একাউন্ট বাধাদানকৃত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। সাধারণ ব্যবহারকারীগণ নিচের নির্দেশনা অনুসরণ করুন।

নির্দেশনা

নিজের ব্যবহারকারী নাম পরিবর্তনের জন্য আবেদনের পূর্বে অবশ্যই:

  1. ব্যবহারকারী নামের নীতি পাতাটি পড়ে নিন।
  2. অবেদনের পূর্বে এখানে অনুসন্ধান করে যাচাই করে নিন আপনার অনুরোধকৃত নামটি পূর্বেই কেউ ব্যবহার করছে কিনা। যদি অনুসন্ধানে অন্য কোন প্রকল্পেও কোন ফলাফল প্রদর্শন করে তাহলে আপনি অন্য একটি নামে চেষ্টা করুন।
  3. এখানে আবেদনের পূর্বে আপনার বর্তমান একাউন্টে লগ-ইন (প্রবেশ) করুন। আপনি যদি প্রবেশ অবস্থায় না থাকেন তাহলে অনুরোধটি বাতিল বলে বিবেচনা করা হবে
  4. নতুন আবেদন করতে এখানে ক্লিক করুন
    • নতুন= -এর পর আপনার আকাঙ্ক্ষিত নতুন নামটি যুক্ত করুন
    • কারণ= -এর পর নাম পরিবর্তনের একটি কারণ যুক্ত করুন
  5. নিশ্চিত হয়ে নিন আপনি নামগুলো সঠিকভাবে লিখেছেন। এরপর পাতাটি সংরক্ষণ করুন।
  6. যাদের অধিক সম্পাদনাযুক্ত একাউন্ট রয়েছে তাদের এই আবেদনটি করার পরপরই একাউন্ট থেকে লগ-আউট বা প্রস্থান করা উচিত।
  7. আবেদনের পর এই পাতাটি মাঝে মাঝে ব্রাউজ করুন, এমন হতে পারে আপনার আবেদনটি সম্পন্ন করতে নাম পরিবর্তনকারী দলের কিছু জিজ্ঞাসা থাকতে পারে।
বর্তমান আবেদন

Nuna Afroz → M Hossain

   ব্যর্থ

@Nuna Afroz আপনি ভুল জায়গায় নাম পরিবর্তনের অনুরোধ করেছিলেন, আমি এখানে ঠিকঠাকমতো যুক্ত করে দিয়েছি। অনুগ্রহ করে এখানে একবার উত্তর দিয়ে নিশ্চিত করুন যে আমি যেভাবে উল্লেখ করেছি তা ঠিক আছে এবং আপনি এভাবেই নামটি পরিবর্তন করতে চাচ্ছেন। -- Aishik Rehman (আলাপ) ১৭:৪৯, ১০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
জি ঠিক আছে Nuna Afroz (আলাপ) ১৮:০৬, ১০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Nuna Afroz আপনি কোন কারণে নাম পরিবর্তন করতে চান? M Hossain নামে একটি অ্যাকাউন্ট রয়েছে তাই এই নামটি নেওয়া যাবে না। অন্য নাম নির্বাচন করুন —শাকিল (আলাপ · অবদান) ১৮:২২, ১০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@MdsShakil উনার আলাপ পাতায় এটা নিয়ে কিছুটা আলোচনা আছে। আমি আবার উল্লেখ করছি তাহলে। উনি নূনা আফরোজের উপর নিবন্ধ লিখবেন কিন্তু নূনা আফরোজ নামে অ্যাকাউন্ট খুলেছেন। আমি নিজের কোনো নাম বা ছদ্মনামে অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে বলায় তিনি এই অনুরোধটি রেখেছেন। আমার মনে হয় এটা করতে পারো, যদিও নূনা আফরোজ উল্লেখযোগ্য নন এবং আমি ইতোমধ্যে নিবন্ধটি অপসারণ করেছি। -- Aishik Rehman (আলাপ) ১৮:২৭, ১০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Aishik Rehman আচ্ছা, তবে M Hossain নামে একটি অ্যাকাউন্ট রয়েছে তাই এই নামটি নেওয়া যাবে না। অন্য একটি নাম বাছাই করে এখানে জানাতে হবে। পছন্দকৃত নামটি ইতোমধ্যে অন্য কেউ নিয়েছেন কিনা তা বিশেষ:কেন্দ্রীয় প্রমাণী লিংক থেকে যাচাই করা যাবে —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩১, ১০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। ব্যবহারকারী সাড়া দেন নি। Yahya (আলাপ) ০৯:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Tamim Ali Shah23075 → Tamim Ali Shah

   প্রক্রিয়াধীন

@Tamim Ali Shah23075, Tamim Ali Shah নামে একটি অ্যাকাউন্ট রয়েছে। ঐ অ্যাকাউন্টটি কি আপনি তৈরি করেছিলেন? বোরহান (আলাপ) ১২:৫৮, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
হ্যাঁ, আমিও তৈরি করেছিলাম। Tamim Ali Shah23075 (আলাপ) ১৮:৫৮, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
আমিই* Tamim Ali Shah23075 (আলাপ) ১৮:৫৮, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]
@Tamim Ali Shah23075 আপনি কি Tamim Ali Shah অ্যাকাউন্টে লগইন করতে পারবেন? যদি পারেন তবে লগইন করে উক্ত অ্যাকাউন্ট থেকে এখানে জানান। তারপর আপনার বর্তমান অ্যাকাউন্টের নাম পরিবর্তন করে Tamim Ali Shah করে দেওয়া যাবে, অন্যথায় আপনাকে উক্ত নামটি অধিগ্রহণ করার জন্য m:SRUC পাতায় আবেদন করতে হবে —শাকিল (আলাপ · অবদান) ১৯:১৯, ১৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)[উত্তর দিন]

Sakib h hridoy → Sakib H Hridoy

   প্রক্রিয়াধীন