Wikimedia Foundation elections/Board elections/2011/Committee/bn

From Meta, a Wikimedia project coordination wiki
নির্বাচন ১২ জুন, ২০১১ তারিখে শেষ হয়েছে। আর কোনো ভোট গ্রহণযোগ্য নয়।
গত ১৫ জুন, ২০১১ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে
২০১১ বোর্ড নির্বাচন
বিভাগ

২০১১ বোর্ড নির্বাচন কমিটি বোর্ড অফ ট্রাস্টি কর্তৃক অর্পণকৃত সামর্থ্য অনুযায়ী বিস্তারিতভাবে নির্বাচন পরিচালনা ও ব্যবস্থাপনার কাজ করে। তাঁরা বর্তমান বোর্ডকে নির্বাচন সংক্রান্ত কোনো সুপারিশ করতে পারবেন।

সদস্যপ্রাপ্তি[edit]

নির্বাচন কমিটির সদস্যগণকে বোর্ড অফ ট্রাস্টি কর্তৃক ২০১১ সালের উইকিমিডিয়া বোর্ড অফ ট্রাস্টিজ নির্বাচন পরিচালনার জন্য নিয়োগ প্রদান করা হয়। সদস্যদেরকে অবশ্যই এক বা একাধিক উইকিমিডিয়া প্রকল্পের সম্পাদক হতে হবে। তাঁরা এই নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে পারবেন না, এবং নির্বাচনে ভোট প্রদানও করতে পারবেন না।

এই কমিটি নিচের পাঁচজন স্বেচ্ছাসেবী সদস্য দ্বারা গঠিত হয়েছে:

নাম ভাষা অবস্থান (সময় অঞ্চল)
আব্বাস মাহমুদ sw, en-3 নাইরোবি, কেনিয়া (ইউটিসি+৩)
ইয়ুন হারাল সোবি nb, en-3, sv-3, de-2, da-2, es-1, eo-1, ro-1, sw-1 দার এস সালাম, তানজানিয়া (ইউটিসি+৩)
"মার্ডেটানহা" fa, az, en-3, tr-2, ar-1, mzn-1, glk-1, bqi-1, tk-1, crh-1 যানজান, ইরান (ইউটিসি+৩:৩০)
"মাতানিয়া" he, en ইসরায়েল (ইউটিসি+২)
রায়ান লোমোনাকো en গ্র্যান্ড র্যাপিডস, মিশিগান (ইউটিসি-৪)

কাজ[edit]

এই কমিটি বোর্ড নির্বাচনের পরিকল্পনা ও ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পাদনার জন্য দায়িত্বপ্রাপ্ত। উদাহরণস্বরূপ, এই কমিটি ভোটের প্রকার সংক্রান্ত পরিকল্পনা, ভুক্তভোগীদের প্রকার, প্রার্থীদের প্রকারভেদ, এবং মেটাতে তৈরি সকল প্রকার আনুষ্ঠানিক নির্বাচন পাতাসমূহ তৈরি ও ব্যবস্থাপনার জন্য দায়বদ্ধ। এছাড়াও নির্বাচন কমিটি নিশ্চিত করে যে প্রার্থী ও ভোটারগণ তাঁদের নিজ ক্ষেত্রে উপযুক্ততার শর্ত পূরণ করেছেন। এই কমিটি ভোট হিসাব ও যাচাই করে এবং কোনো প্রকার একাধিক ভোট যে গৃহীত হয়নি তা নিশ্চিত করে।