Bangla WikiMoitree

From Meta, a Wikimedia project coordination wiki

বাংলা উইকিমৈত্রী

উইকিমিডিয়া বিষয়ভিত্তিক অন্তর্জাল এবং বাংলা সংস্কৃতি ও ভাষার জন্য উচ্চাকাঙ্খী হাব


বাংলা উইকিমৈত্রীতে স্বাগতম
বাংলা উইকিমৈত্রীর লোগো
বাংলা উইকিমৈত্রীর লোগো

বাংলা উইকিমৈত্রী একটি আন্তর্জাল (নেটওয়ার্ক) যা বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সম্পর্কিত অথবা বাংলাভাষী উইকিমিডিয়া সম্প্রদায়, সহযোগী এবং অনানুষ্ঠানিক গোষ্ঠীগুলির মধ্যে বিষয়ভিত্তিক-ভাষাগত সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার কাজ করে।

বর্তমানে এই নেটওয়ার্কে দুইটি সহযোগী রয়েছে।

  1. উইকিমিডিয়া বাংলাদেশ
  2. পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল

ঐতিহাসিক পটভূমি[edit]

ঐতিহাসিকভাবে বঙ্গ বা বাংলা নামে পরিচিত বর্তমান বাংলাদেশ রাষ্ট্র ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষদের ইতিহাস,ঐতিহ্য,সংস্কৃতি ও ভাষা একই হলেও একটি আন্তর্জাতিক সীমান্ত দ্বারা বিচ্ছিন্ন। তবুও দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের স্বেচ্ছাসেবীরা বাংলা ভাষা সহ এই দুই অঞ্চলে কথ্য বিভিন্ন ভাষায় বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্প নির্মাণে একসাথে কাজ করে চলেছেন। বাংলাদেশের জাতীয় ভাষা এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তের অন্যতম একটি সরকারি ভাষা হিসেবে স্বীকৃত বাংলা ভাষা প্রায় ৩০ কোটি মানুষের মাতৃভাষা হওয়ার কারণে বিশ্বের পঞ্চম সর্বাধিক কথিত মাতৃভাষা হিসেবে গণ্য। উইকিমিডিয়া সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে উইকিমিডিয়া বাংলাদেশ চ্যাপ্টার ও ২০১৭ সালে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল গঠন করে নিজেদের প্রকল্পগুলিকে আরও সংগঠিত করার চেষ্টা করেন। উইকিমিডিয়া বাংলাদেশ বর্তমানে দক্ষিণ এশিয়ার একমাত্র উইকিমিডিয়া চ্যাপ্টার। এই দুই আন্তঃসীমান্ত সম্প্রদায় বিভিন্ন সময় একসাথে বিভিন্ন অনলাইন ও অফলাইন প্রকল্প সংগঠিত করেছে যার মধ্যে অন্যতম ছিল ২০১৫ সালে বাংলা উইকিপিডিয়ার দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদযাপিত আন্তর্জাতিক সম্মেলন। প্রতি বছর উইকিম্যানিয়ায় দুই বাংলার সম্প্রদায় একসাথে বাংলা উইকিমিডিয়ার জন্য সভাও করে থাকে যেখানে আরও ঘনিষ্ঠভাবে একত্রে কাজ করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা চলে।

বাংলা উইকিমৈত্রী কেন?[edit]

যদিও এর আগে উইকিমিডিয়া বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ব্যবহারকারী দল এবং বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আঞ্চলিক সম্প্রদায়গুলির মধ্যে বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক অনলাইন বা অফলাইন সহযোগিতামূলক প্রকল্প সংগঠিত হয়েছে। এই কথা সর্বদাই অনুভূত হয়েছে যে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের উপস্থিতি ডিজিটাল মাধ্যমে তুলে ধরতে এক অপরের সাথে আরও ঘনিষ্ঠ এবং সার্বিক সম্পর্ক থাকা প্রয়োজন। উইকিমিডিয়া আন্দোলনের কৌশল সংক্রান্ত আলোচনাগুলি আনুষ্ঠানিকভাবে বাংলা উইকিমৈত্রীর রূপে পারস্পরিক সহযোগিতা গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ এনে দিয়েছে। এই সহযোগিতা এমন একটি আন্তর্জাল নির্মাণ করতে উৎসুক যা ভারতের আসাম, ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ইত্যাদি এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষা-ভাষী সম্প্রদায় অঞ্চলে, যেখানে এখনো কোন উইকিমিডিয়া সম্প্রদায় বা স্বেচ্ছাসেবী দল নেই, সেখানে নতুন সম্প্রদায় তৈরিতে ভূমিকা নেবে। এই আন্তর্জাল সংখ্যাগরিষ্ঠ বাংলাভাষী অঞ্চলগুলিতে সংখ্যালঘু ভাষাগুলি এবং/অথবা বিভিন্ন অঞ্চলে ঐতিহাসিকভাবে বাঙালিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত ভাষা ও সংস্কৃতি থেকে আগত উইকিমিডিয়া সম্প্রদায় নির্মাণে সহায়তা করবে।

কর্মক্ষেত্র[edit]

বাংলা উইকিমৈত্রী নিম্নলিখিত ক্ষেত্রে কাজ করার চেষ্টা করবে

  • বাংলা ভাষা ও তার সকল উপভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যেম সমৃদ্ধ করার লক্ষ্যে সহযোগিতামূলক কর্মসূচি চালানো
  • বাংলা ভাষার জন্য সময়োপযোগী প্রযুক্তি তৈরি করা
  • বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উইকিমিডিয়া সম্প্রদায়ের মধ্যে নিবিড় সংযোগ স্থাপন করা
  • ত্রিপুরা, আসাম সহ উত্তর পূর্ব ভারত, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ, ঝাড়খণ্ড সহ বিভিন্ন বাংলাভাষী অঞ্চলে নতুন নতুন উইকিমিডিয়া সম্প্রদায় এবং গোষ্ঠী গড়ে তুলতে সহায়তা করা
  • বিশ্বের বিভিন্ন স্থানে বসবাসকারী প্রবাসী বাঙালিদের উইকিমিডিয়া সম্প্রদায় এবং গোষ্ঠী তৈরি করতে সহায়তা করা
  • বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরার মতো সংখ্যাগরিষ্ঠ বাংলা-ভাষী অঞ্চলে বিভিন্ন সংখ্যালঘু ভাষার জন্য সম্প্রদায় এবং উইকিপ্রকল্প শুরু করতে সহায়তা প্রদান করা
  • বাঙালি সংস্কৃতির সাথে ঐতিহাসিক সংযোগ রয়েছে এমন ভাষার জন্য সম্প্রদায় গড়ে তুলতে সহায়তা প্রদান করা
  • এই আন্তর্জালের সঙ্গে যুক্ত সকল সম্প্রদায়, সহযোগী ও অনানুষ্ঠানিক দলগুলির সমস্যাগুলি বৈশ্বিক সম্প্রদায়ের কাছে তুলে ধরার জন্য একটি সবল কণ্ঠস্বর প্রদান করা

সভা[edit]

বাংলা উইকিমৈত্রী দলের নিয়মিত মাসিক অনলাইন সভা আয়োজিত হয়ে থাকে। এছাড়াও ২০২৩ সালে সিঙ্গাপুরে অনুষ্ঠিত উইকিম্যানিয়া সম্মেলনে একটি অফলাইন সভা অনুষ্ঠিত হয়েছিল।

অধিভুক্ত[edit]