Jump to content

এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২/অংশগ্রহণের নিয়মাবলী

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page NDEC Wikimedia Bootcamp 2022/Rules and the translation is 100% complete.
এনডিইসি উইকিমিডিয়া বুটক্যাম্প ২০২২

যোগ্যতার মানদণ্ড: আগ্রহী ব্যক্তিদের ধারাবাহিক কর্মশালায় অংশগ্রহণের জন্য নটরডেম কলেজ ব্যাচ '২৩-এর ছাত্র হতে হবে। যে কেউ এডিটাথনে অবদান রাখতে পারেন তবে অবদানকারীকে অবশ্যই নটরডেম কলেজ, ঢাকা ব্যাচ '২৩-এর ছাত্র হতে হবে।

নিবন্ধন প্রক্রিয়া: নটরডেম ইংলিশ ক্লাব সিরিজ কর্মশালার ১০ দিন আগে আগ্রহী অংশগ্রহণকারীদের একটি নিবন্ধন লিঙ্ক প্রদান করবে। কোন নিবন্ধন ফি প্রয়োজন হবে না। ফর্মটি সফলভাবে জমা দেওয়ার পরে, এনডিইসি প্রয়োজনীয় নির্দেশাবলীসহ তাদের মেইল থেকে অংশগ্রহণকারীদের সাথে যোগাযোগ করবে।

ধারাবাহিক কর্মশালার পরে, অংশগ্রহণকারীদের তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং এডিটাথনে পুরস্কারের জন্য বিবেচিত হতে অন্য একটি ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধ লিঙ্কটি প্রয়োজনীয় নির্দেশাবলীসহ ধারাবাহিক কর্মশালায় অংশগ্রহণকারীদের মেইলে পাঠানো হবে।