কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/আপডেট/২৮ আগস্ট ২০১৭ - আপডেট ২৪: আন্দোলনের কৌশল নির্ধারণ

From Meta, a Wikimedia project coordination wiki

ক্যাথরিন মা’রের বার্তা

এই বার্তাটি "২৮শে আগস্ট আন্দোলন কৌশল প্রক্রিয়া (#২৪)", হিসেবে ক্যাথরিন মা’র কর্তৃক ৩০শে আগস্ট প্রেরণ করা হয়েছিল।

হ্যালো সবাই!

আমি এটা লিখতে লিখতে স্কুলের ছোট বাচ্চাদের মত অনুভূতি হচ্ছে। উইকিম্যানিয়া বর্তমানে আমরা শেষ করেছি এবং সবকিছু শেষ এটি নতুন বছর শুরু হওয়ার মত অনুভূতি হচ্ছে। তবে আমার সামারের বন্ধ শেষ হওয়াতে যেমন আপক্ষপ রয়েছে তেমনি নতুন বছর শুরু করার পেছেনেও উদ্দীপনা রয়েছে। এটা আবার পুনরায় নতুন করে শেখা, সবকিছু নতুন ভাবে দেখার সময়।

এবং আমাদের অনেক কিছু করার রয়েছে। কৌশল আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে ও দ্বিতীয় ধাপ নভেম্বরে শেষ হবে। প্রথম ধাপে আমরা বর্তমানে সবার সংগৃহীত তথ্য সংগ্রহ করে সেগুলোকে একটি নতুন দিকনির্দেশনায় পরিণত করার চেষ্ঠা করছি। আমরা অর্ধেকেওর বেশি কাজ শেষ করেছি।

খসড়া দিকনির্দেশকয়েক সপ্তাহ ধরে সম্প্রদায়ের সদস্যরা এই খসড়া নিয়ে আলোচনা করছেন।[1] যারা ইতিমধ্যে এই আলোচনায় অংশ নিয়েছেন ও তাদের মত দিয়েছেন তাদের ধন্যবাদ। আমি আপনাদের আলাপ পাতায় আলোচনায় অংশ নিতে উৎসাহিত করছি। আমরা খসড়ার দ্বিতীয় সংস্করণটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ফাইনাল করার চেষ্ঠা করছি। যদি সবকিছু ঠিকঠাক মত চল সেক্ষেত্রে আমরা সেপ্টেম্বরের শেষের দিকে সর্বশেষ সংশোধিত খসড়াটি আপনাদের মাঝে উপস্থাপণ করতে পারবো।

উইকিম্যানিয়ার আন্দোলন কৌশল স্পেস: মন্ট্রিয়ালে উইকিম্যানিয়াতে আমরা আমাদের আন্দোলন কৌশলের বিষয় সম্পর্কে জানতে পেরেছিলাম। আমরা তিনটি ফিডব্যাক সেশন নিয়েছিলাম যেখানে সম্প্রদায়ের অনেকেই অনেক মতামত ব্যক্ত করেছেন। সেসক সেশন সমূহ নিউ ভয়েস নিয়ে কাজ করেছে। এ সব বিষয়ে তাদের মতামত ও যেসব স্থানে উইকিপিডিয়া তেমন পরিচিত নয় সেসব স্থানে উইকিপিডিয়াকে কিভাবে পরিচিত করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। সেসব সেশনের ফিডব্যাক সংগ্রহ করা হয়েছে।[2]

উইকিম্যানিয়াতে কৌশল আন্দোলনের সেশন সমূহ উইকিম্যানিয়াতে আমাদের বোর্ডের চেয়ার ক্রিস্টোফর হ্যানর ও আমি কৌশল দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেছি। এবং সম্প্রদায়ের সদস্য আইভান মার্টিনেজ, মার্ভাট সালমান, ম্যাগনাস মঙ্ক ও আনাসুয়ে সেনগুপ্তা যারা আলোচনাতে তাদের মতামত ব্যক্ত করেছেন। এছাড়াও আমি ক্রিয়েটিভ কমন্সের প্রধান রায়ান মার্কলে ও মজিলার মার্ক সরমেনের সাথেও আলোচনা করেছি। এছাড়া সম্প্রদায়ের সদস্যদের নিয়ে অনেক সেশন হয়েছে যেগুলোতেও আমি তাদের সঙ্গ দিয়েছি ও আলেঅচনা করেছি যা মেটাতে শীঘ্রই প্রকাশ করা হবে।[3]

যখনই এই খসড়াটি প্রস্তুত হবে আমি আপনাদের জানাবো কিন্তু যারা এই খসড়াতে চোখ রাখছেন তারা মেটার আলাপ পাতা দেখতে পারেন। আলাপ পাতার আলোচনা অনুসারে আমরা এটাতে পরিবর্তন করবো সময় সময়ে। আপনার সময় ও মতামতের জন্য ধন্যবাদ। [4]

ভালো থাকবেন

Katherine