Talk:West Bengal Wikimedians/Bylaws

From Meta, a Wikimedia project coordination wiki

কিছু মন্তব্য[edit]

সুধী, সুন্দর উদ্যোগ। প্রাথমিক কিছু মন্তব্য শুধু চ্যাপ্টার ১ সম্পর্কে:

The membership of the User Group is categorized as three kinds:

  1. Ordinary Members.
  2. Honorary Members.
  3. Representative Members.
  4. Founder Members.
  • তালিকা অনুযায়ী তো চার প্রকার।
  • Ordinary Members-এর নাম পরিবর্তন করে শুধু Members করা যেতে বারে।
  • তালিকাটি বর্ণানুক্রমিক বা পদানুক্রমিক বা সাজানো যেতে পারে।
  • চারটি পদের বর্ণনা আরো বিস্তারিত এবং স্পষ্ট হতে হবে। কিছু উদাহরণ নীচে:
  • Article 7. Any citizen of the Republic of India or any foreign citizen who are legally residing in the Republic of India above the age of 16 can become the Ordinary Member of the User Group.

    — সঠিক। ক) কিন্ত মেম্বারশিপ গ্রহণের উপায় কী? মেটা উইকির পেজে নাম নথিবদ্ধ করা? খ) যেই হেতু বয়সের কথা উল্লেখ করা হয়েছে, জানি না কী ভাবে তা দেখা হবে বিশেষতঃ যখন গ) বাংলা উইকি প্রকল্পগুলিতে "অর্ডিনারি" মেম্বারদের সম্পাদনা সম্পর্কে কিছু বলা হয়নি।

    Article 8. Any foreign citizen residing outside India above the age of 16 can become the Honorary Member of the User Group.

    — অনারারি মেম্বারশিপ তো অনারারি। যে কেউ হতে পারে কী? আর একই বয়সের প্রশ্ন।

    Article 10. Any Ordinary Member is eligible to become representative member of the User Group if the member fulfills the following criteria:

    1. Plans, conducts and executes User Group projects in West Bengal within last one year.

    — কতগুলি? নির্ধারণের নিরিখ?

    # Conducts at least one Wikimedia workshop in West Bengal within last 6 months. Organizing meetup shall not be a criterion to become a Representative Member.

    — শুধু ওয়ার্কশপ? লেবাল-আ-থন, এডিট-আ-থন, ফটোওয়াক?

    Has at least 10,000 main namespace non-bot edits in Wikipedia/Wiktionary/Wikivoyage or 10,000 page namespace non-bot edits in Wikisource or 10,000 file uploads in Wikimedia Commons. Wikidata and Meta edits shall not be criteria for become a Representative Member.

    — সেমি অটোমেটেড সম্পাদনার কথা মাথায় রাখুন।

    #Has not been blocked in any Wikimedia sites.

    — আনব্লকড হয়ে থাকলে?

    মেম্বারশিপ বাতিল হওয়ার পদ্ধতি? মেম্বারদের অধিকার এবং কর্তব্য। এ'ছাড়া কিছু গ্রামার দেখতে হবে।

    আপাততঃ প্রথম অংশের সম্পর্কে কিছু মন্তব্য দিয়ে শুরু করলাম। যদি বিস্তারিত মন্তব্য চান অন্যান্য বিষয়ে তবে জানান। অতি সুন্দর উদ্যোগ। ধব্যবাদ। -- Tito Dutta (talk) 19:45, 23 December 2018 (UTC)[reply]

    @Titodutta:, আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ। আপনার মতামত অনুযায়ী নিম্নলিখিত পরিবর্তন গুলি করলাম।
    • Ordinary Member বা সাধারণ সদস্য হল চার রকম Members এর একটি প্রকার। একে শুধু Members বললে অস্পষ্টতা থাকতে পারে। এর বদলে আর কোন নাম কি আপনি সুপারিশ করতে পারেন?
    • তালিকাটি বর্ণানুক্রমিক সাজানো হল।
    • Ordinary Member হওয়ার জন্য মেটাতে এই পাতায় যোগ দিতে হবে, সে কথা বলা হল।
    • Ordinary Member দের বয়সের কথা সরিয়ে দেওয়া হল।
    • বাংলা উইকিপ্রকল্পগুলিতে সম্পাদনা Ordinary Member হওয়ার জন্য জরুরি নয়। পৃথিবীর যে কোন মানুষই এই ইউজার গ্রুপের Ordinary Member হতে পারেন।
    • Honorary Member হওয়ার জন্য মেটাতে এই পাতায় যোগ দিতে হবে, সে কথা বলা হল।
    • Honorary Member দের বয়সের কথা সরিয়ে দেওয়া হল।
    • Representative Member হওয়ার জন্য বছরে অন্তত একটা ইউজার গ্রুপের প্রকল্প করতে হবে, সেটা যোগ অরা হল।
    • লেবাল-আ-থন, এডিট-আ-থন, ফটোওয়াকের কথা যোগ করা হল।
    • সেমি-অটোমেটেড সম্পাদনা গণনার কোন সরঞ্জাম বা স্ক্রিপ্ট আমার ঠিক জানা নেই। এই বিষয়ে আপনার সাহায্য প্রয়োজন।
    • আনব্লকড হলে আবার Representative Member হতে পারা যাবে, সেটা বলা হল।

    আর কোন মতামত থাকলে অবশ্যই জানান। ধন্যবাদান্তে, -- Bodhisattwa (talk) 12:12, 28 December 2018 (UTC)[reply]

    আরো কিছু মন্তব্য[edit]

    • "Membership is not necessary for participation in public activities or special events of the User Group." - "special events"-র ব্যাখ্যা বা উদাহরণ প্রয়োজন বোধ করি। কোনগুলি বিশেষ অনুষ্ঠান?
    • "If the User Group should be dissolved for any reason, the residual assets shall be donated" — রেসিডিউল অ্যাসেটটা ঠিক বুঝলাম না। কিঞ্চিৎ বলুন। আর "donated to non-government and no-profit entity designated"? User group না থাকলেও বাংলা কমিউনিটি তো থাকবে।
    • আমার মনে হয় "Annual General Meeting" বা "AGM" সম্পর্কে আরো তথ্য দিন। আপাততঃ শুধু একটা বাক্যের কিছুটা অংশে রয়েছে। আপনি AGM সম্পর্কে আলাদাও লিখতে পারেন। অবে এ'খানে কিঞ্চিৎ বেশি তথ্য প্রয়োজন। সম্ভাব্য সূচনা: Annual General Meeting or AGM will be the annual meeting to review and monitor past year's activity . . . . . . plan . . . . . . AGM must be conducted before 31 March (end of fiscal year? or "your date")

    আস্তে আস্তে আরো কিছু মন্তব্য যোগ করবো। -- Tito Dutta (talk) 18:58, 14 January 2019 (UTC)[reply]

    • special কথাটি সরিয়ে দেওয়া হয়েছে।
    • residual asset বলতে প্রকল্পগুলির খরচ ও অন্যান্য খরচের পরে ইউজার গ্রুপের কাছে যে পরিমাণ অর্থ বা অন্যান্য সামগ্রী থাকবে তা বোঝানো হয়েছে।
    • AGM সম্বন্ধে লেখা হয়েছে। -- Bodhisattwa (talk) 20:39, 24 January 2019 (UTC)[reply]

    New changes for 2021[edit]

    As per discussion in the Annual General Meeting 2021, these changes were made to the Bylaws, following the instruction mentioned in its 33rd Article. -- Bodhisattwa (talk) 15:45, 18 January 2021 (UTC)[reply]

    Amendments made at AGM 2024[edit]

    During the Annual General Meeting 2024, Representative Members of the user group has made these changes to the Bylaws, following the instruction mentioned in its 33rd Article after taking feedback and suggestions from its members. -- Bodhisattwa (talk) 06:56, 8 January 2024 (UTC)[reply]