Jump to content

Translations:Universal Code of Conduct/2021 consultations/Enforcement/18/bn

From Meta, a Wikimedia project coordination wiki

প্রত্যাশা অনুযায়ী, দলটি সর্বজনীন আচরণবিধির কার্যকরী প্রয়োগের জন্য বিভিন্ন ধরনের বৈচিত্রময় ধারণা লাভ করেছে। দ্বিতীয় ধাপের আলোচনার মূল উদ্দেশ্য ছিলো সর্বজনীন আচরণবিধির প্রয়োগ—যা ছিলো একটি উন্মুক্ত আলোচনা। এর অর্থ হচ্ছে এই আলোচনায় সম্প্রদায়ের সদস্য ও ফ্যালিটেটরদের মধ্যে মতামতের আদান-প্রদান হয়েছে। যেহেতু এটি ছিলো এক প্রকার সংলাপ, তাই নীতিমালার সম্ভাব্য প্রয়োগ ও প্রয়োগ দল নিয়ে প্রাপ্ত আইডিয়াগুলোর পরিমাণ নির্ণয় করা কষ্টকর ছিলো। সম্প্রদায় এ বিষয়ে একমত যে সর্বজনীন আচরণবিধি কার্যকর হওয়ার জন্য একটি গ্রহণযোগ্য প্রয়োগ ব্যবস্থা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। তবে প্রয়োগ ব্যবস্থা কেমন হবে সে বিষয়ে প্রাপ্ত ধারণাগুলোর মধ্যে অনেক ভিন্নতা ছিলো। কেউ কেউ তাদের মতামত নিশ্চয়তার সাথে প্রদান করেছিলেন, আবার কারও ক্ষেত্রে তা ছিলো উপলব্ধি। আলোচনায় কোনো পরিষ্কার সর্বসম্মত পছন্দ ছিলো না, আবার কোনো সমন্বিত বিরোধিতাও ছিলো না। এটি আঁচ করা গেছে যে, সম্প্রদায় মনে করে পুরো উইকিমিডিয়া জুড়ে একটি নির্দিষ্ট কাঠামো বাস্তবায়ন করা বাস্তবসম্মত হবে না। যদি বাস্তবায়িত হয়, এ ধরনের ব্যবস্থাকে একাধিক পরিবর্তন ও সংশোধনের মধ্য দিয়ে যেতে হবে, যতোক্ষণ না পর্যন্ত তা সম্প্রদায়ের জন্য গ্রহণযোগ্য ও কার্যকরী হিসেবে বিবেচিত হয়।