Translations:Universal Code of Conduct/2021 consultations/Enforcement/23/bn

From Meta, a Wikimedia project coordination wiki

প্রয়োগের ক্ষেত্রে আমি চাই যে আর্বিট্রেশন কমিটিসহ প্রকল্পগুলো স্বশ্বাসিত/স্বাধীন থাকবে, এটি এই অর্থে যে বহিরাগত কেউ, সর্বজনীন আচরণবিধির অজুহাতে, ঐ প্রকল্পগুলোতে কোনো ব্যবহারকারীকে তাদের ঐ প্রকল্পের কোনো কর্মের জন্য বাধা / বৈশ্বিক বাধা (বাধা ও তালাবদ্ধ) প্রদান করতে পারবে না। [...] আমার মতে, স্থানীয় সম্প্রদায়গুলো স্ব-নিয়ন্ত্রিত থাকবে; শুধুমাত্র মারাত্মক কোনো ক্ষেত্রেই শুধুমাত্র উইকিমিডয়া ফাউন্ডেশন হস্তক্ষেপ করতে পারে; এবং এটি বর্তমানে পরিবর্তন করা অসম্ভাব্য কারণ উইকিমিডিয়া ফাউন্ডেশন এখন তথাকথিত অফিস অ্যাকশনের সহায়তায় হস্তক্ষেপ করতে পারে।