Translations:Universal Code of Conduct/2021 consultations/Enforcement/Bangla/Survey/16/bn

From Meta, a Wikimedia project coordination wiki
যে ধরনের অগ্রহণযোগ্য আচরণের স্বীকার অংশগ্রহণকারীরা হয়েছে বা প্রত্যাক্ষ করেছেন। উল্লেখ্য এই লেখচিত্রে শুধু যারা হয়রানির উল্লেখ করেছেন তাদেরটি-ই চিত্রিত হয়েছে। এই প্রশ্নর উত্তর ৩৮ জন (৫৮.৫%) 'প্রযোজ্য নয়' বাছাই করেছেন।

আপনি কোন ধরনের অগ্রহণযোগ্য ব্যবহারের স্বীকার হয়েছেন বা প্রত্যক্ষ করেছেন? (অনুগ্রহ করে প্রযোজ্য সবগুলোই বাছাই করুন)

ব্যক্তিগত আক্রমণ: ১৭ (২৬.২%)
হয়রানি ও অপমানসূচক ব্যবহার: ১৫ (২৩.১%)
বিনা অনুমতিতে ব্যক্তিগত তথ্যের প্রকাশ: ৫ (৭.৭%)
শারীরিক ক্ষতির হুমকি: ১ (১.৫%)
আইনগত পদক্ষেপ গ্রহণের হুমকি: ৪ (৬.২%)
যৌন হয়রানি: ০
অনুসরণ করে অন্য কোনো প্রকল্প গিয়ে হয়রানি বা আক্রমণ করা: ৫ (৭.৭%)
ট্রোলিং: ৭ (১০.৮%)
অন্যান্য: ৮ (১২.৩%)
প্রযোজ্য নয়: ৩৮ (৫৮.৫%)