Translations:Wiki Loves Bangla/4/bn

From Meta, a Wikimedia project coordination wiki

বাংলার প্রেমে উইকি বা উইকি লাভস বাংলা হলো বাংলা উইকিমৈত্রী আয়োজিত বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ঘিরে একটি বার্ষিক আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা। বাংলা উইকিমৈত্রীর বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচীর অংশ হিসেবে প্রতি বছর ভিন্ন-ভিন্ন বিষয়ের উপরে এই আলোকচিত্র প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আলোকচিত্রীরা বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে চিত্রিত করে এমন ছবি তোলে, সেগুলো উইকিমিডিয়া কমন্সে আপলোড করে, যাতে সেগুলি উইকিপিডিয়া এবং অন্যত্র ব্যবহার করা যেতে পারে। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী জনসাধারণের কাছে তুলে ধরাই এর লক্ষ্য। বিশ্বব্যাপী উইকিমিডিয়া সম্প্রদায়ের দ্বারা সংগঠিত এই আয়োজন প্রতি বছর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। আরও দেখুন $website (আন্তর্জাতিক ওয়েবসাইট)।