User:CKoerner (WMF)/Regional Call for South Asia - Oct. 30/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page User:CKoerner (WMF)/Regional Call for South Asia - Oct. 30 and the translation is 100% complete.

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সভা - অক্টোবর ৩০

কেমন আছেন সবাই? আন্দোলনের কর্মকৌশলকে কাজে পরিণত করার সময় এসেছে আর এজন্য আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন। আমরা দক্ষিণ এশীয় সম্প্রদায়সমূহ, ভারতীয় উইকিমিডিয়ানগণ, আর অগ্রহি যে কাওকে আন্দোলনের কৌশল ও বাস্তবায়ন বিষয়ক একটি অঞ্চল-কেন্দ্রিক আলাপ-আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। দয়া করে শুক্রবার অক্টোবর ৩০ / রাত ৭:৩০ ভারতীয় সময় বা রাত ৮:০০ বাংলাদেশী সময়ে আমাদের সঙ্গে যুক্ত হউন। (Google Meet)

এই মিটিঙের উদ্দেশ্য হল বৈশ্বিক আলাপ-আলোচনার জন্য প্রস্তুত হওয়া, ২০২১ সালে বাস্তবায়নের জন্য মুখ্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিহ্নিত করা, এবং প্রদত্ত ধাপগুলোর পরিকল্পনা করা। এ ব্যাপারে ১০টি পরামর্শ আছে আর তাতে দুই বছর যাবত বহু উইকিমিডিয়ান কর্তৃক লিখিত ভিন্ন ভিন্ন ৪৫ টি উদ্যোগ রয়েছে। এটি এখন সম্প্রদায়ের মর্জি যে তারা ২০২১ সালে কোন বিষয়টির উপর একত্রে কাজ করবে, যা যা স্থানীয় ও আঞ্চলিক আলোচনার মাধ্যমে শুরু হবে। বৈশ্বিক বৈঠক পরবর্তীতে নভেম্বরে অনুষ্ঠিত হবে যেখানে আমরা বৈশ্বিক দিকনির্দেশনা ও উৎস নিয়ে আলোচনা করবো। বৈশ্বিক অনুষ্ঠানাদি বিষয়ক আরও তথ্য খুব শীগ্রই জানানো হবে।

  • আন্দোলনের কৌশলের সঙ্গে সম্পর্কিত কোন কাজটি আপনি ইতোমধ্যে করছেন?
  • ২০২১ সালে আপনার জন্য গুরুত্বের দিক থেকে অগ্রবর্তী বিষয়গুলো কি কি?
  • বৈশ্বিকভাবে আমাদের সবার করা উচিৎ এমন কাজগুলো কি কি?

যদি দক্ষিণ এশিয়া থেকে সম্প্রদায়গুলো পরামর্শ বাস্তবায়নে অর্থবহভাবে সম্পৃক্ত না হয়, তবে আমরা একটি আন্দোলন আকারে বিস্তার লাভ করতে সক্ষম হব না। আপনার প্রশ্ন ও ভাবনা নিয়ে অংশগ্রহণ করুন, অথবা শুধু এসে অন্তত কুশল বিনিময় করুন। দেখা হবে ৩০ অক্টোবর শুক্রবারে।

এই বার্তার একটি অনুবাদযোগ্য সংস্করণ মেটা-তে খুঁজে পাওয়া যেতে পারে।

[[m:User:MPourzaki (WMF)|MPourzaki (WMF)]] ([[m:User talk:MPourzaki (WMF)|talk]]) ~~~~~