West Bengal Wikimedians/Commons Meetup Kolkata 2019/bn

From Meta, a Wikimedia project coordination wiki

উইকিমিডিয়া মাসিক বৈঠক ১ ডিসেম্বর ২০১৯ সালে কলকাতায় অনুষ্ঠিত হয়। বাংলা উইকিপিডিয়ানদের বৈঠকের মূল লক্ষ্য ছিল চলমান প্রকল্প নিয়ে আলোচনা, উইকিপিডিয়া অবদানকারী এবং ব্যবহারকারীদের সাথে সাক্ষাত এবং অভিজ্ঞতা ভাগ করে নেওয়া। এবার আমরা উইকিমিডিয়া কমন্স কাঠামোবদ্ধ উপাত্ত সম্পর্কিত একটি ছোট কর্মশালা যুক্ত করার পরিকল্পনা করা হয়।

উইকিমিডিয়া সম্মিলন, সারদা প্রাসাদ ইনস্টিটিউশন ফর বয়েজ, বিধাননগর, কলকাতা।
এই অনুষ্ঠানের আয়োজন করছে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান্স ব্যবহারকারী গ্রুপ

স্থান এবং সময়[edit]

  • তারিখ: ১ ডিসেম্বর ২০১৯
  • সময়: ১৪:০০ ঘটিকা
  • স্থান: ১০৮/১৮, সারদা প্রাসাদ ইনস্টিটিউশন ফর বয়েজ, বিধাননগর রোড, মুরারি পুকুর, উল্টাডাঙ্গা, বিধাননগর রেল স্টেশন, এনবিএসটিসি বাস স্ট্যান্ডের কাছে।

যোগাযোগ করুন[edit]

আলোচনার বিষয়গুলি[edit]

  • পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা।
  • পশ্চিমবঙ্গে ভবিষ্যত প্রকল্পসমূহ
  • প্রয়োজন এবং পূর্ণতা।
  • ডাব্লুবিডাব্লুইউজির এজিএম সম্পর্কে আলোচনা।
  • সাক্ষাতকার চলচ্চিত্র।

কর্মশালা[edit]

আগ্রহী অংশগ্রহণকারী[edit]

১- IndrajitDas ০৩:২০, ২৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

২. Tarunsamanta (talk) ০৮:০৫, ২৭ নভেম্বর ২০১৯ (ইউটিসি)

৩. Priyankasingha1811 (talk) 15:44, 27 November 2019 (UTC)[reply]

৪. খাঁ শুভেন্দু (talk) 18:20, 27 November 2019 (UTC)[reply]

৫. Jhalmuri (talk) 22:26, 27 November 2019 (UTC)[reply]

৬. Nettime Sujata (talk) 02:23, 28 November 2019 (UTC)[reply]

৮. Rajeeb (talk) 07:09, 28 November 2019 (UTC)[reply]

৮. Pinakpani (talk) 10:13, 28 November 2019 (UTC)[reply]

৯. শরদিন্দু ভট্টাচার্য্য (talk) 10:33, 28 November 2019 (UTC)[reply]

১০, Gangulybiswarup (talk) 14:16, 30 November 2019 (UTC)[reply]

১১. Rangan Datta-- (talk) 04:37, 1 December 2019 (UTC)[reply]

মিট-আপে অংশ নেওয়া[edit]