Wikimedia chapters/Reports/Wikimedia Bangladesh/2013/bn

From Meta, a Wikimedia project coordination wiki

কার্যক্রম প্রতিবেদন: ২০১৩[edit]

উইকিসম্মিলনের অংশগ্রহণকারীরা
২১শে ফেব্রুয়ারিতে ২০১৩ অমর একুশে গ্রন্থমেলার সামনে বার্ষিক উইকি সমাবেশ।
ইউআইটিএসে উইকিপিডিয়ার কর্মশালা
ইউআইটিএসে উইকিপিডিয়ার কর্মশালা

উইকিসম্মিলন ঢাকা ১৩[edit]

২৯ জানুয়ারি ২০১৩, মঙ্গলবারে ধানমন্ডি লেক (বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের বিপরীত), ধানমন্ডি, ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায় একটি উইকি সম্মিলনের আয়োজন করে। এতে ১৫ জন উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন।

২১শে ফেব্রুয়ারিতে উইকি সমাবেশ[edit]

২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা একাডেমির প্রবেশ পথের সামনে বার্ষিক উইকি সমাবেশের আয়োজন করে। এতে ৫০ জন অংশগ্রহণ করেন।

উইকি-ইফতার ঢাকা[edit]

আগস্ট ৪ তারিখে ঢাকায় একটি উইকি-ইফাতের আয়োজন করা হয়। এই উইকি-ইফতারে ঢাকা থেকে ২১ জন উইকিপিডিয়ান অংশগ্রহণ করেন।

উইকিসম্মিলন ঢাকা ১৫[edit]

১ নভেম্বর ২০১৩তে উইকিমিডিয়া বাংলাদেশ উইকিসম্মিলন ঢাকা ১৫ অয়োজন করে। এটি কেন্দ্রীয় গণ গ্রন্থাগার, শাহবাগে অনুষ্ঠিত হয়। এই সম্মিলনে WMBD বোর্ড সদস্য, বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও কিছু নতুন উইকিপিডিয়ান অংশগ্রহণ করে।

সম্মিলন ছিল নিয়মিত ভাবে উইকিপিডিয়ানদের মধ্যে উইকিপিডিয়ার আলোচনা, অভিজ্ঞতা বিনিময়, গণসচেতনতা সৃষ্টি করা সর্বোপরি একত্রে জড় হওয়া। নতুন উইকিপিডিয়ানগণ প্রশাসক ও অন্যন্য উইকিপিডিয়ানদেরকে তাদের প্রশ্ন করেন। উইকিমিডিয়া প্রকল্পের আলোচনার পাশাপাশি অফিসিয়াল উইকিপিডিয়া জিরো চালুর জন্য সংবাদ সম্মেলনের সম্পর্কে প্রস্তুতি সম্পর্কে আলোচনা হয়। ঢাকায় বিশ্ববিদ্যালয়ের উইকিপিডিয়ার কার্যক্রমকারীগণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র থেকে নতুন উইকিপিডিয়ান তৈরি করার প্রয়াস নিয়ে আলোচনা করেন।

উইকিসম্মিলন ঢাকা ১৬[edit]

২৫ ডিসেম্বর ২০১৩, বুধবারে কেন্দ্রীয় গণ গ্রন্থাগার, শাহবাগ, ঢাকায় উইকিমিডিয়া বাংলাদেশ সম্প্রদায় একটি উইকি সম্মিলনের আয়োজন করে। এতে ১৫ জন উইকিমিডিয়ান অংশগ্রহণ করেন।

ইউআইটিএসে উইকিপিডিয়ার কর্মশালা[edit]

১৩ এপ্রিল ২০১৩, উইকিমিডিয়া বাংলাদেশ এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স যৌথভাবে 'Wikipedia Workshop in UITS' শীর্ষক দিনব্যাপী ইভেন্টের আয়োজন করে। কর্মশালা লক্ষ্য ছিল উইকিপিডিয়াকে (বিশেষত বাংলা উইকিপিডিয়াকে) পরিচয় করিয়ে দেয়া, এবং কিভাবে নিবন্ধ সম্পাদনা করতে হয় এবং উইকিমিডিয়া কমন্সে কিভাবে ছবি আপলোড করে অবদান রাখা যায় তা দেখানো। বেশিরভাগ অংশগ্রহণকারীরা উইকিপিডিয়াতে নবাগত ছিল, কিন্তু একই সময়ে আমরা তাদের কয়েকজনকে পেয়েছিলাম যারা ইতিমধ্যে উইকিপিডিয়ার অবদান রেখেছিল। কর্মশালায় ৮০ জন উপস্থিত ছিল।

উইকিপিডিয়া জিরোর উদ্বোধনী অনুষ্ঠান[edit]

ঢাকায় উইকিপিডিয়া জিরোর সংবাদ সম্মেলন
ক্যারোলিন স্লোয়েডার আলাপচারিতা

১৩ নভেম্বর ২০১৩, উইকিপিডিয়া জিরো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে চালু করা হয়। উইকিপিডিয়ার জিরোর প্রোগ্রাম শুরুর উপলক্ষে উইকিমিডিয়া বাংলাদেশ কারওয়ান বাজারে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে যোগ দেন উইকিপিডিয়া ফাউন্ডেশনের মোবাইল প্রোগ্রামের পরিচালক ক্যারোলিন স্লোয়েডার। তিনি বিশ্বব্যাপী উইকিপিডিয়ার জিরোর প্রোগ্রাম এবং তার প্রভাব নিয়ে কথা বলেন। এছাড়া অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উইকিপিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান, গ্রামীণফোনের ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান জাকিয়া জেরিন, বাংলালিংকের ভ্যাস বিভাগের শফিক শামসুর রাজ্জাক, রবির মার্কেট অপারেশন বিভাগের ব্যবস্থাপক তারেক মোহাম্মদ এনামুল হক ও বেসিসের ভাইস প্রেসিডেন্ট উত্তম কুমার পাল। এছাড়া এতে যুক্তরাষ্ট্রের আলাবামা থেকে ভিডিও বক্তব্য দেন উইকিমিডিয়ার প্রশাসক ও ব্যুরোক্র্যাট রাগীব হাসান।