Bangla WikiMoitree/Activities
Bangla WikiMoitree
Wikimedia thematic network and aspiring hub for Bengali culture and language
Bangla WikiMoitree supports the following activities/projects:
Bangla Culture and Heritage Collation Program
বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ কর্মসূচী হলো একটি দীর্ঘমেয়াদি, ধারাবাহিক এবং অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ, যার মূল লক্ষ্য বাংলা ভাষাভাষী অঞ্চলগুলোর বৈচিত্র্যময় সংস্কৃতি, ইতিহাস, লোকজ জ্ঞান এবং ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ ও উন্মুক্ত করা। বাংলা ভাষাভাষী অঞ্চল বলতে শুধু বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ-ত্রিপুরা-আসাম নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক পরম্পরাও এই কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত। কর্মসূচির মাধ্যমে এসব অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন, লোকগাঁথা, আঞ্চলিক সংস্কৃতি, উৎসব, খাদ্যাভ্যাস, নৃত্য-সংগীত ইত্যাদি উপাদান মুক্ত জ্ঞানের প্ল্যাটফর্মে সংরক্ষণের জন্য উপস্থাপন করা হয়—যাতে সেগুলো বিশ্বব্যাপী মুক্ত জ্ঞানের অংশ হয়ে উঠতে পারে। এই কর্মসূচির বিশেষত্ব কেবল তথ্য সংগ্রহ কিংবা প্রকাশে সীমাবদ্ধ নয়। বরং এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক সচেতনতা গঠনের প্রক্রিয়া। কর্মসূচির মাধ্যমে মানুষকে এই উপলব্ধিতে আনা হয় যে, তাদের ভাষা ও সংস্কৃতি শুধু ঐতিহাসিক বা আবেগের বস্তু নয়—বরং তা বিশ্বজুড়ে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক সংলাপের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। এটি একাধারে সাংস্কৃতিক আত্মপরিচয় গঠনের উপায়, আবার অন্যদিকে পরবর্তী প্রজন্মের জন্য একটি সংরক্ষিত ঐতিহ্য।
এই কর্মসূচিকে সফল করার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে বাংলা উইকিমৈত্রী, যেখানে উইকিমিডিয়া বাংলাদেশ, পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ব্যবহারকারী দল, এবং অন্যান্য অনানুষ্ঠানিক সম্প্রদায় ও সহযোগীরা একত্রে কাজ করছে। উইকিমিডিয়ার বিভিন্ন প্রকল্প যেমন উইকিপিডিয়া, উইকিমিডিয়া কমন্স, উইকিসোর্স প্রভৃতিতে তথ্য, ছবি, ভিডিও, মৌখিক ইতিহাস ও ভাষাভিত্তিক উপাদান যুক্ত করে এই কর্মসূচির লক্ষ্য বাস্তবায়ন করা হচ্ছে। এটি একটি আন্তঃসীমান্ত ও আন্তঃসম্প্রদায়িক সহযোগিতার দৃষ্টান্ত, যা বাংলা ভাষা ও সংস্কৃতিকে বিশ্বজনীন স্বীকৃতি দিতে সচেষ্ট।

Wiki Loves Bangla or Banglar Preme Wiki is an annual international photography competition. This photo competition will be held yearly on a different theme as part of Bangla Culture and Heritage Collation Program. The public takes photos depicting Bangla culture and heritage worldwide, uploads those to Wikimedia Commons, and then can be used in Wikipedia and elsewhere. The goal is to make the Bangla culture and heritage flourish to the worldwide public. It will be held every year in December and is organised worldwide by Wikimedia communities. This event will be held in December every year.
Bengali Wikisource Proofreading Correction Competition
- bn:s:উইকিসংকলন:বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা ২০২২
- bn:s:উইকিসংকলন:বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ মুদ্রণ সংশোধন অভিযান ২০২৩
Article Writing Contest
Workplace







