Jump to content

আন্দোলনের সনদ/অনুমোদন/অনুমোদন পদ্ধতির পর্যালোচনা শুরু

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Movement Charter/Ratification/April 2023/Consultation/Announcement - launch and the translation is 90% complete.
Outdated translations are marked like this.

প্রস্তাবিত আন্দোলনের সনদ অনুমোদন পদ্ধতি নিয়ে প্রাথমিক কথোপকথনের জন্য আহ্বান

বার্তাটি মেটা-উইকিতে আরও একাধিক ভাষায় অনুবাদ করা হয়েছে।

সুধী,

আন্দোলনের সনদ খসড়া কমিটি (এমসিডিসি) উইকিমিডিয়া আন্দোলন থেকে ২০২৩ সালের এপ্রিলের ১০ থেকে ২৮ তারিখ পর্যন্ত আন্দোলন সনদের অনুমোদনের জন্য প্রস্তাবিত পদ্ধতির উপর প্রাথমিক ইনপুট সংগ্রহ করছে। সময়রেখা অনুযায়ী ২০২৪ সালের প্রথম দিকে আন্দোলন সনদ অনুমোদন করার পরিকল্পনা করা হয়েছে।

এটা নিয়ে ছয়টি প্রশ্ন আছে যে সম্পর্কে এমসিডিসি আপনার মতামত দেওয়ার জন্য অনুরোধ করছে। অনুগ্রহ করে নিচের যেকোনো পদ্ধতি ব্যবহার করে আপনার মতামত জানান:

কথোপকথনের সময়

এমসিডিসি প্রস্তাবিত পদ্ধতিতে তাদের মতামত শেয়ার করতে আগ্রহী সবাইকে সম্প্রদায়ের কথোপকথনের সময়ে যোগদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছে:

কথোপকথনের সময়ের ভাষা হবে ইংরেজি। ভাষা সহায়তার প্রয়োজন হলে দয়া করে মন্তব্য করুন। অনুগ্রহ করে মনে রাখবেন যে, একজন দোভাষী প্রদান করা হবে যদি কমপক্ষে ৩ জন ব্যক্তি নিম্নলিখিত ভাষায় অংশগ্রহণ করতে আগ্রহ প্রকাশ করে: আরবি, মান্দারিন চীনা, ফরাসি, জার্মান, ইন্দোনেশীয়, জাপানি, পোলিশ, পর্তুগিজ (ব্রাজিলীয়), রুশ এবং স্পেনীয়।

আন্দোলন সনদের খসড়া প্রণয়ন কমিটির পক্ষ থেকে,