কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/আপডেট/৪ আগস্ট ২০১৭ - আন্দোলন কৌশলের ২৩ তম সংস্করণ

From Meta, a Wikimedia project coordination wiki

ক্যথরিন মা’রের বার্তা

এই বার্তাটি "আন্দোলন কৌশল প্রক্রিয়া (#২৩)", হিসেবে ক্যাথরিন মা’র কর্তৃক ৪ আগস্ট প্রেরণ করা হয়েছিল।

অভিনন্দন—

আমি সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করার পূর্বে আপনাদের সবাইকে এই কৌশল আন্দোলন প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য সাধুবাদ জানাই। আপনারা সবাই মিলে আমাদের এই কৌশল নির্ধারণী প্রক্রিয়াকে একটি দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামী ৯ই আগস্ট ও ১৩ আগস্টে আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন আমরা আপনাকে উইকি্যিানিয়া ২০১৭-এ অংশগ্রহণের জন্য আহ্বান করছি।[1]

আমাদের উইকিম্যানিয়া সূচি। আমরা উইকিম্যানিয়াতে এতোদিন ধরে জমা করা আমাদের আন্দোলন কৌশলের অনেক কিছু নিয়েই আলোচনা করবো। দয়া করে আর তথ্যের জন্য এই পাতাটি ভিজিট করুন।

কৌশল দিকনির্দেশের খসড়া কৌশর আন্দোলনের একটি খসড়া বর্তমানে মেটাতে রাখা হয়েছে সম্প্রদায়ের মতামত সংগ্রহের উদ্দেশ্যে। ভাষা এই খসড়ার অত্যন্ত পরিস্কার কিন্তু সম্প্রদায়ের মতামতের ভিত্তিতে এটাতে পরিবর্তন করা হবে। আমি এ ব্যাপারে পরবর্তী সময়ে আরও বিস্তারিত তথ্য উপস্থাপ করতে আগ্রহী।

উইকিপিডিয়ার ব্র্যান্ড সম্পর্কে সচেতনতা উইকিপিডিয়া ব্র্যান্ড সম্পর্কে মানুষ কি পরিমাণ সচেতন? আমরা এ ব্যাপারে একটি জরিপ পরিচালনা করেছিলাম ও সে জরিপের ফলাফলও এই মেইলের সাথে সংযুক্ত করা হয়েছে।[2]

নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও ইসরায়েলে কৌশর স্যালুন[3][4][5] আমরা আরও এরকম আলোচনা চালিয়ে যাবো। আমরা আপনাদেরকেও এই একই আলোচনা চালিয়ে যেতে উৎসাহিত করছি।

বলিভিয়ার গ্লোবাল ভয়েসের মিটিং!-এ বলিভিয়ান উইকিপিডিয়ান ও গ্লোবাল ভয়েসের মোট ৩০ জন প্রতিনিধির সমন্বয়ে এই সাক্ষাতটি অনুষ্ঠিত হয়।

বিয়ান কর্ডিয়ালমেন্ট (ফরাসি: ভালো থাকবেন)

এবং যারা উইকিম্যানিয়াতে থাকবে তাদের জন্য শুভ কামনা।

ক্যাথারিন