মৌখিক সংস্কৃতি ট্রান্সক্রিপশন টুলকিট

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Oral Culture Transcription Toolkit and the translation is 100% complete.

মৌখিক সংস্কৃতি ট্রান্সক্রিপশন টুলকিট মৌখিক সংস্কৃতিকে রেকর্ড, উইকিমিডিয়া কমন্সে আপলোড, ট্রান্সক্রিপশন তৈরি এবং উইকিসংকলনে আপলোড করা সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করে থাকে। সম্প্রদায় থেকে সফলতার সাথে ভাষা ও সংস্কৃতি উদ্ধারের জন্য সাক্ষাৎকার প্রশ্নতালিকাও এতে অন্তর্ভুক্ত রয়েছে। সাক্ষাৎকার প্রশ্নতালিকাটি উইকিটাংস কর্তৃক প্রকাশিত "জিউইশ কালচার ইলিসিটেশন প্রোটোকল" এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তাছাড়া মৌখিক সংস্কৃতির মানসম্মত রেকর্ডিং নিশ্চিত করতে অডিও-ভিজ্যুয়াল রেকর্ডিং এর একটি পরিচ্ছেদ এতে যুক্ত করা হয়েছে। এটি আসলে ওপেনস্পিক্স টুলকিটের সরলীকৃত সংস্করণ।

প্রাথমিক গবেষণা

কাজের পুনরাবৃত্তি এড়িয়ে পূর্ণাঙ্গ নথিবদ্ধকরনের স্বার্থে এই টুলকিট ব্যবহার করে ভাষা নথিবদ্ধকরণে নিয়োজিত ব্যক্তির প্রথমেই বিভিন্ন অনলাইন প্লাটফর্ম, বিশ্ববিদ্যালয় ও সংবাদমাধ্যম (ইউটিউব ভিডিও, ইন্সটাগ্রাম পাতা, ব্যকরণ, অভিধান, বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম, মুদ্রিত ও ইবুক আকারে প্রকাশিত বই) থেকে ইতোমধ্যে বিদ্যমান উপাত্ত বিশ্লেষণ করা উচিত। সমস্ত আয়োজনের মূল উদ্দেশ্য অনলাইনে সেই ভাষা ও ভাষার উপাত্ত উপলব্ধ রাখা ও বিস্তৃতকারে পঠনযোগ্য হওয়ায় পূর্বোল্লিখিত ধাপটিকে মাথায় রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে।

  • কাজ শুরু করবার জন্য বিশ্ববিদ্যালয়, ভাষা বিভাগ ও স্থানীয় ভাষাভাষী মানুষের সাথে যোগাযোগ করা ভালো উপায় হতে পারে। বিশেষজ্ঞ, অধ্যাপক ও আদিবাসী ব্যক্তিদের সাথে যোগাযোগের ক্ষেত্রে তাঁরা যে মাধ্যমে অভ্যস্ত, সেটি ব্যবহার করা উচিত। আপনি ইন্টারনেট ব্যবহারে যতোটা অভ্যস্ত, অন্য সকলে ততোটা অভ্যস্ত নাও হতে পারেন, সেটি মাথায় রাখা জরুরী। আপনার মেইলের জবাব দেননি, এমন কেউও বাস্তব জীবনে ভাষা নথিবদ্ধকরণে আগ্রহী ও অগ্রসর হয়ে থাকতেও পারেন। স্থানীয় ব্যক্তি ও ওই এলাকার ভাষা নিয়ে আগ্রহী ব্যক্তিদের মাধ্যমে তাঁদের সাথে যোগাযোগ করা সহজ হয়ে থাকে।
  • বিভিন্ন উৎস থেকে (উদাহরণস্বরূপ ভাষা, সাহিত্য, লোকসঙ্গীত ও লোকইতিহাস প্রভৃতি বিষয়ে গবেষণা) উপাত্ত সংগ্রহের পরবর্তী পদক্ষেপ হলো একে অনলাইনে সহজলভ্য করা। তার জন্য আপনাকে অংশগ্রহণকারীদের অনুমতি নিতে হবে, অংশগ্রহণকারীদের থেকে যে মেধাস্বত্বের অন্তর্ভুক্ত হতে পারে এমন উপাত্ত নিচ্ছেন, সেটি তাঁদের জানানোর প্রয়োজন হতে পারে। "অডিও-ভিডিও রেকর্ডিং" পরিচ্ছেদে এসম্পর্কে আরো বিস্তারিত পাওয়া যাবে। পাঠ্য বিষয় স্ক্যান করা, সঠিক লাইসেন্সের আওতায় রেকর্ডকৃত অডিও বা ভিডিও আপলোড করা এর পরবর্তী ধাপের অংশ। 'অডিও-ভিজুয়াল রেকর্ডিং ও প্রাসঙ্গিক বিষয়" পরিচ্ছেদের লাইসেন্সিং ও কপিরাইট অংশে বিস্তারিত পাওয়া যাবে।
  • ডিজিটাল প্লাটফর্মে আপনার ভাষার সঠিক দৃশ্যমানতা নিশ্চিত করতে হলে মুদ্রিত উপাদান ও ঐতিহ্যবাহী শিল্প - উভয়কেই অনলাইনে নিয়ে আসতে পারা জরুরী। সব ভাষাই পৃথক সংস্কৃতি ও চর্চার বাহক এবং একারণে আপনার ভাষাকে অন্য ভাষার মডেল অনুসরণ করার প্রয়োজন নেই। অনলাইন প্লাটফর্মে আপনার সংস্কৃতি ও ভাষার সঠিক স্থান নিশ্চিত করতে চাইলে লোকসঙ্গীত, লোকগান, লোকচর্চা, সম্প্রদায়ের সদস্যদের সাক্ষাতকারের অডিও ও ভিডিও ধারণ ও তা অনলাইন প্লাটফর্মে সহজলভ্য করা জরুরী।
  • অডিও ভিজুয়াল ডকুমেন্টেশনের সাথে ফাইলের ট্রান্সক্রিপশনের প্রক্রিয়াটি জড়িত। এটি নতুন, বিস্তৃত ও ভিন্ন সক্ষমতা সম্পন্ন সম্প্রদায়ের কাছে উপাদানগুলোর পৌঁছে দেয়া নিশ্চিত করবে। সাবটাইটেল প্রস্তুতের পর আপনার আপলোডকৃত কমন্স ফাইলের টাইমডটেক্সট অংশে সেটি আপলোড করে দিন। পরবর্তীতে উইকিসোর্স নামক ডিজিটাল লাইব্রেরিতে যুক্ত করে দিন, যেটি একইসাথে ডিজিটাল লাইব্রেরিটিতে বৈচিত্র্যযোগ ও বৈশ্বিক প্লাটফর্মে আপনার ভাষাকে পৌঁছে দিতে সাহায্য করবে।

ভাষা নথিবদ্ধকরণের জন্য উন্নতমানের অডিও ও ভিডিও কীভাবে প্রস্তুত করতে হয়? এখানে উপস্থাপিত পরামর্শসমূহ সহজে অডিও ভিডিও ধারনে সহায়ক হবে বলে আশা করা যায়।

প্রস্তুতি ভাষা নথিবদ্ধকরণে কার্যকারিতা নিশ্চিত করতে পারে। ভাষার শব্দসম্ভার ধারনে পূর্বপ্রস্তুতকৃত প্রশ্নতালিকা বেশ সহায়ক হতে পারে।

ধারণকৃত ভিডিও উইকিমিডিয়ার মিডিয়ার সংগ্রহশালা, উইকিমিডিয়া কমন্সে আপলোড করায় অভ্যস্ত হোন। সাথে উইকিমিডিয়ার ডিজিটাল লাইব্রেরি, উইকিসংকলনে ভিডিওগুলো ট্রান্সক্রাইব করে আপলোড করা শেখাও জরুরী।