Training modules/Dealing with online harassment/slides/closing-non-actionable-reports/bn

From Meta, a Wikimedia project coordination wiki

প্রতিবেদন বন্ধকরণ: একশন নেওয়া যাবে না এমন প্রতিবেদন

কোন কোন কেইসের ক্ষেত্রে আপনি ও আপনার দল কোন একশন নিতে না পারলেও আপনার কিছু কিছু কাজ করতে হবে যখন আপনি কেইসটি বন্ধ করবেন।

প্রথমে টার্গেটকে আপনার তদন্তের ফলাফল জানান। সহানুভূতির সাথে যোগাযোগ করুন। আপনি যতটা সম্ভব বিস্তারিত ভাবে বলার চেষ্ঠা করুন কেন একশন নেওয়া যায়নি। কিন্তু বেশি তথ্য প্রদাণ করবেন না।

এর পর আপনাকে হয়ত হয়রানিকারী হিসেবে অভিযোক্তকে মেইল করতে পারনে। তবে সেটা নির্ভর করে অবস্থার উপর। কোন কোন ক্ষেত্রে অভিযোগ ভুল হলে হয়ত সাবজেক্ট জানতেই পারবেন না। কোন কোন ক্ষেত্রে যদি আগে থেকে তদন্তের স্বার্থে তার সাথে যোগাযোগ করে থাকেন সেক্ষেত্রে তাকে জানানো উচিত।