Training modules/Dealing with online harassment/slides/debriefing/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Training modules/Dealing with online harassment/slides/debriefing and the translation is 100% complete.

কেইসের পর: পর্যবেক্ষণ

প্রতিটি কেইস বন্ধ করার পর পরই আপনি ও আপনার দলের সাথে এটা নিয়ে আলোচনা হওয়া উচিত।

  • এই ফলাফলটি কি বিভিন্ন অবস্থার বিবেচনায় সঠিক ছিল?
  • এই কেইসে কি কি ভালোভাবে হয়েছে? (যদি আপনি এরকম কিছু বলে থাকেন তদন্তের সময় যেটা তদন্তে সাহায্য করেছে সেটা নথিবদ্ধ করে রাখুন)
  • কি বিষয় এই কেইসে ঠিক মত করা হয়নি?
  • পরবর্তীতে এটাকে উন্নত করতে আপনি আর কি কি করতে পারেন? কোন ধরণের নীতিমালা আছে যেগুলো উন্নত হতে পারে?

কোন একটি কেইস নিয়ে কাজ শেষ করার পর সেটার উপর আলোচনা অন্য রকম মনে হতে পারে কিন্তু এসব বিষয়ে কিছু আলোচনা করে নথিবদ্ধ করে রাখলে পরবর্তীতে সুবিধা হয়। আপনার পর্যবেক্ষণ উন্মুক্ত হতে হবে না, এটি ইমেইল থ্রেডে হতে পারে বা আইআরসি প্লাটফর্মে হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি পরবর্তীতে এটা আরও উন্নত করা যায়।