Jump to content

Wikimedia Foundation elections/Board elections/2011/bn

From Meta, a Wikimedia project coordination wiki
নির্বাচন ১২ জুন, ২০১১ তারিখে শেষ হয়েছে। আর কোনো ভোট গ্রহণযোগ্য নয়।
গত ১৫ জুন, ২০১১ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে
২০১১ বোর্ড নির্বাচন
বিভাগ

২০১১ সালের ট্রাস্টি বোর্ডের নির্বাচন শুরু হবে ২৯ মে, ২০১১ থেকে এবং চলবে ১২ জুন, ২০১১ পর্যন্ত। উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যরা এ বছর মোট তিন জন প্রার্থীকে ট্রাস্টি হিসেবে নির্বাচিত করার জন্য ভোট দিতে পারবেন। দুই বছর মেয়াদী এই প্রার্থীদের মেয়াদ শেষ হবে ২০১৩ সালে। মার্কিন আইনের ৫০১(সি)(৩) ধারা অনুসারে উইকিমিডিয়া ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধনকৃত, যার সর্বোচ্চ পরিচালনা পর্ষদ হচ্ছে বোর্ড অফ ট্রাস্টিজ বা ট্রাস্টি বোর্ড। উইকিমিডিয়া ফাউন্ডেশন বেশ কিছু শিক্ষামূলক প্রকল্প পরিচালনা করে, যার মধ্যে আছে উইকিপিডিয়া এবং কমন্স

ভোট কার্যক্রম নিরাপত্তার সাথে সফটওয়্যার ইন দ্য পাবলিক ইন্টারেস্টের সার্ভারে পরিচালিত হবে। নির্বাচন প্রক্রিয়া গোপন ভোটের মাধ্যমে পরিচালিত হয়, এবং সফটওয়্যার অফ পাবলিক ইন্টারেস্টের সাথে সরাসরি জড়িত ব্যক্তিবর্গ ব্যতীত কারও এই ভোট গ্রহণ সিস্টেমে প্রবেশাধিকার নেই। নির্বাচন কমিটি ও বর্তমান বোর্ড সদস্যদেরও এই সিস্টেমে প্রবেশাধিকার নেই। শুধুমাত্র গণনা ও হিসাবরক্ষণ সংক্রান্ত কাজের জন্য ভোটারদের সম্পর্কিত তথ্যগুলো নির্বাচন কমিটির সদস্যরা দেখতে পান। ভোটারগণ নিজেদের পছন্দ অনুযায়ী র্যাংকিং করার মাধ্যমে তাঁদের ভোট প্রদান করবেন। ভোটগুলোকে শুলজ প্রক্রিয়া অনুসারে সাজানো হবে। এর ফলে প্রার্থীদেরকে নম্বরের ভিত্তিতে সাজানো হবে, এবং ভোটারগণ পছন্দ অনুযায়ী একজন প্রার্থীকে অপর প্রার্থীর ওপরে স্থান দেওয়ার মাধ্যমে তাঁদের ভোট প্রদান করতে পারবেন।

নির্বাচন কমিটি ১৫ জুন, ২০১১ তারিখে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করবে, এবং সেইসাথে বিস্তারিত ফলাফলও প্রকাশিত হবে। এই পাতার সকল সময় ইউটিসি ০০:০০ (মধ্যরাত্রি) সময় অনুসারে দেওয়া হয়েছে।

ভোটারদের জন্য তথ্য

[edit]

যোগ্যতা

[edit]
সম্পাদক

সম্পাদকগণ উইকিমিডিয়া উইকিতে তাঁদের তৈরিকৃত যে-কোনো একটি অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র একটি ভোট প্রদান করতে পারবেন। ভোট প্রদানের যোগ্যতা অর্জনের জন্য এই অ্যাকাউন্টির র্শতসমূহ:

  • একটির বেশি প্রকল্পে বাধাদানকৃত অবস্থায় থাকা চলবে না; এবং
  • অ্যাকাউন্টটির বট অ্যাকাউন্ট হওয়া চলবে না; এবং
  • সকল উইকিমিডিয়া প্রকল্প মিলিয়ে ১৫ মে ২০১১-এর পূর্বে কমপক্ষে ৩০০টি সম্পাদনা রয়েছে (সকল উইকির সম্পাদনা তখনই যোগ করা হবে যখন অ্যাকাউন্টগুলো একটি বৈশ্বিক অ্যাকাউন্টে একত্রীকৃত); এবং
  • ১৫ নভেম্বর ২০১০ থেকে ১৫ মে ২০১১-এর মধ্যে কমপক্ষে ২০টি সম্পাদনা সম্পাদিত হয়েছে।
উন্নয়নকারী

উন্নয়নকারী ভোট দেওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন যদি:

  • তাঁদের উইকিমিডিয়া সার্ভার প্রশাসনের সাথে শেল প্রবেশাধিকারসহ জড়িত থাকেন;
  • অথবা তাঁদের কমিট প্রবেশাধিকার রয়েছে ও ১৫ মে ২০১০ থেকে ১৫ মে ২০১০-এর মধ্যে কমপক্ষে একটি কমিট একত্রীত করেছেন।
কর্মচারী ও চুক্তিকারী

উইকিমিডিয়া ফাউন্ডেশনের কর্মচারী ও চুক্তিকারীগণ ভোট প্রদানের জন্য উপযুক্ত হিসেবে বিবেচিত হবেন যদি তাঁরা ১৫ ফেব্রুয়ারি ২০১১ থেকে ১৫ মে ২০১১-এর মধ্যে নিয়োগকৃত হয়ে থাকেন।

বোর্ড সদস্য ও বোর্ড সদস্য উপদেষ্টা

ট্রাস্টি বোর্ডউপদেষ্টা বোর্ডের বর্তমান ও প্রাক্তন সদস্যগণ ভোট প্রদানের জন্য উপযুক্ত।

কীভাবে ভোট প্রদান করবেন

[edit]

আপনি যদি ভোট প্রদানের উপযুক্ত হয়ে থাকেন তবে:

  1. প্রার্থীদের উপস্থাপনাগুলো পড়ুন এবং সিদ্ধান্ত নিন কোন প্রার্থীগুলোকে আপনি আপনার সমর্থন জানাবেন।
  2. আপনি যে উইকিপিডিয়া থেকে ভোট দিতে ইচ্ছুক বা ভোট প্রদানের যোগ্যতা অর্জন করেছেন সেই উইকির "Special:SecurePoll" পাতায় যান। উদাহরণস্বরূপ, আপনি যদি বাংলা উইকিপিডিয়ায় বেশি সক্রিয় হয়ে থাকেন তবে bn.wikipedia.org/wiki/Special:SecurePoll পাতায় যান।
  3. ঐ পাতার নির্দেশনাগুলো অনুসরণ করুন।

প্রার্থীদের জন্য তথ্য

[edit]

বোর্ড সদস্যের ভূমিকা ও দায়িত্ব

[edit]
বোর্ড ম্যানুয়াল থেকে

ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের মূল পরিচালনা পর্ষদ। বোর্ড সদস্যদের দায়িত্বগুলোর মধ্যে রয়েছে:

  • উইকিমিডিয়া ফাউন্ডেশন ও এর সহপ্রকল্পগুলোর অভিযান, লক্ষ্য, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং উচ্চমাত্রার নীতি বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা
  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নির্ধারণ করা, যিনি এর প্রাত্যাহিক কাজকর্ম পরিচালনার দায়িত্বে থাকবেন, সেই সাথে বোর্ড সদস্যরা তাঁর কাজের মানও তদারক করবেন
  • প্রতিষ্ঠানের কর্মক্ষমতা নিশ্চিতকল্পে বিভিন্ন রকমের স্বাধীন আয়ের উৎস সৃষ্টি করা
  • সম্প্রদায়ের সাথে উইকিমিডিয়া ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে বার্তা আদান-প্রদান করা
  • বিভিন্ন হিসাব, বাজেটিং, এবং কার্যানুষ্ঠান সম্পর্কে কর্মচারীদের কাছে গোপনীয়তা প্রদান করা।
  • আইনগত বা নৈতিক সম্পূর্ণতা বজায় রাখা
  • নতুন বোর্ড সদস্য সংযোজন করা
  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের অভিযাত্রা সম্পর্কে জনসাধারণকে অবহিত করা

যেসকল কাজ বোর্ডের সদস্যদের দায়িত্বের মধ্যে পড়ে না:

  • প্রাত্যাহিক কাজকর্মে হস্তক্ষেপ করা, যদি না জরুরী হয়ে দাঁড়ায়
  • উইকিমিডিয়া বিভিন্ন প্রকল্পের সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন
  • সম্প্রদায়ের সাধারণ বিতর্ক বা সংঘাত নিরসন
  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের নিয়মিত প্রাতিষ্ঠানিক কাজে স্বেচ্ছাশ্রম প্রদান

কার্যকর ট্রাস্টির বৈশিষ্ট্য:

  • কুশলী – উদাহরণস্বরূপ: দীর্ঘমেয়াদী কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা দেবেন
  • চিন্তাশীল – উদাহরণস্বরূপ: বিতর্কিত বিষয়ে প্রতিক্রিয়া প্রকাশ করাকে এড়িয়ে চলবেন
  • উচ্চমাত্রার অখণ্ডতা – উদাহরণস্বরূপ: ফাউন্ডেশনের কাজকে তাঁরা নিজের ব্যক্তিগত বা সুনির্দিষ্ট কোনো ধারাবাহিক কাজের থেকে বেশি প্রাধান্য দেবেন
  • সাড়াপ্রদানশীল – উদাহরণস্বরূপ: অন্যান্য ট্রাস্টির ই-মেইলে সাড়া প্রদান করবেন
  • নিষ্ঠাবান – উদাহরণস্বরূপ: বিভিন্ন কাজ গুরুত্বের সাথে করা, যেমন কমিটির অ্যাসাইনমেন্ট
  • পারস্পরিক সম্মান বজায় রাখা – উদাহরণস্বরূপ: অন্য ট্রাস্টির মতাদর্শ ধৈর্য্য ও মনোযোগের সাথে শোনা, এমন কী যদি তা নিজের থেকে সম্পূর্ণ ভিন্নও হয়
  • সহযোগী মনোভাবসম্পন্ন – উদাহরণস্বরূপ: প্রধান নির্বাহী ও অন্যান্য ট্রাস্টিদের সাথে বোর্ডের কাজে বিভিন্ন রকমের সহায়তা প্রদান করা

প্রার্থীদের যোগ্যতা

[edit]

প্রার্থীর যোগ্যতা ভোটারদের যোগ্যতার সমান (ওপরে দেখুন)। তবে কিছু অতিরিক্ত যোগ্যতা পূরণ করা প্রয়োজন, তা হলো:

  • আপনাকে অবশ্যই আপনার প্রার্থীতার উপস্থাপনায়, জনসাধারণের কাছে আপনার পূর্ণ নাম প্রকাশ করতে হবে। কারণ বোর্ড সদস্যগণ জনসাধারণের কাছে উন্মুক্ত, এবং বেনামে বা কোনো ছদ্মনামে বোর্ড সদস্যের পদে অবস্থান করা সম্ভব নয়; এবং
  • আপনার বয়স অবশ্যই ১৮ বা এর থেকে বেশি হতে হবে, অথবা আপনার দেশের আইনত বৈধতার বয়সসীমা অর্জন করতে হবে; এবং
  • উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে আপনার পরিচয়ের প্রমাণপত্র প্রদান করতে হবে (নিচে দেখুন)।

কীভাবে আপনার প্রার্থীতা জমা দেবেন

[edit]

আপনি যদি প্রার্থীতার জন্য যোগ্য হয়ে থাকেন তবে নিচের দিকনির্দেশনা অনুযায়ী আপনার প্রার্থীতার মনোনয়ন প্রদান করতে পারেন:

  1. ট্রাস্টি বোর্ডের একজন হিসেবে নির্বাচিত হলে আপনি কি করবেন, এ সম্পর্কে আপনার মতামত ও অভিজ্ঞতা, এছাড়াও আরও যা কিছু আপনি প্রাসঙ্গিক মনে করেন তা উল্লেখ করে অনূর্ধ্ব ১২০০ অক্ষরের একটি বিশদ নিবন্ধ লিখুন। তবে এই প্রার্থীতার বক্তব্য আপনি আপনার এনডোর্সমেন্টের তালিকা বা অন্যান্য মাধ্যমের কার্যবিবরণী হিসেবে ব্যবহার করতে পারবেন না। এছাড়াও আপনি অন্যান্য প্রার্থীদের সাথে যুগ্মভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
  2. ২ মে, ২০১১ ০০:০০টার থেকে ২২ মে, ২০১১ ২৩:৫৯-এর মধ্যে আপনার প্রার্থীতার বক্তব্য জমা দিন। বক্তব্য জমাদানের পর কোনো অনুল্লেখ্য সম্পাদনা ব্যতিরেকে (যেমন: বানান সংশোধন) বা অনুবাদ কার্যের জন্য ছাড়া কোনো রকম পরিবর্তন বা সম্পাদনা করা যাবে না। সময়সীমার পরে আনা যে-কোনো প্রকার পরিবর্তন বা সংযোজন সময় অনুসারে মূল বক্তব্য থেকে আলাদাভাবে উপস্থাপন করা হবে। এছাড়াও অতিরিক্ত অংশটি যদি মূল বক্তব্যের মতো অন্যন্য সকল ভাষায় অনুবাদ করা না হয়, তবে তা অনেক ভোটারদের কাছে প্রদর্শিত হবে না। আপনার এই বিষয়টিও খেয়াল রাখা উচিত যে যতো দ্রুত আপনি আপনার প্রার্থীতার বক্তব্য জমা দেবেন সেটির বেশি ভাষায় অনুদিত হওয়ার সম্ভাবনা ততোটাই বৃদ্ধি পাবে। সময় শেষ হওয়ার আগ দিয়ে প্রদান করা বক্তব্য বেশি ভাষায় অনুদিত হওয়ার সম্ভাবনাকে ক্ষীণ করে।
  3. ২২ মে, ২০১১-এর পূর্বেই উইকিমিডিয়া ফাউন্ডেশনের কাছে আপনার পরিচয়ের প্রমাণপত্র জমা দিন। প্রার্থী হিসেবে নিজেকে মনোনয় দেবার পর ও সকল যোগ্যতা সম্পন্ন করার পরে নির্বাচন কমিটির একজন সদস্য অতিরিক্ত কিছু তথ্য সহকারে আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করবেন।

যে-সকল প্রার্থী ওপরের নির্দেশনাগুলো পূরণে ব্যর্থ হবেন, তাঁদের প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে।

প্রতিষ্ঠান

[edit]

কার্যসূচী

[edit]
  • ০৫ এপ্রিল – ০২ মে ২০১১: প্রাথমিক অনুবাদ পর্ব
  • ০২ – ২২ মে ২০১১: প্রার্থীতা মনোনয়ন প্রদান
  • ২২ মে ২০১১: নিজের পরিচয়ের প্রমাণ দাখিলের শেষ তারিখ (নির্ধারিত সময়ের মধ্যে বা পরিচয়ের প্রমাণ দাখিল করা হয়নি এমন প্রার্থীদের প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে)
  • ২৯ মে – ১২ জুন, ২০১১: নির্বাচন
  • ১৩ – ১৫ জুন ২০১১: ভোট পরীক্ষণ
  • ১৫ জুন ২০১১: ফলাফল প্রকাশ

অনুবাদক

[edit]

বিভিন্ন উইকিতে কার্যরত স্বেচ্ছাসেবীদের অর্থাৎ, উইকিমিডিয়া সম্প্রদায়ের এই নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিতকল্পে, নির্বাচনের বিভিন্ন নোটিশ ও প্রার্থীদের বক্তব্য যতো বেশি সম্ভব ভাষায় অনুবাদ করা প্রয়োজন। আমাদের এই অনুবাদ কার্যক্রমে সাহায্য করতে অনুগ্রহ করে অনুবাদ পাতাটি দেখুন