উইকিমিডিয়া সারসংক্ষেপ, এপ্রিল ২০১৬

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Highlights, April 2016 and the translation is 100% complete.



"Sunset over Lake Mälar with 1854 statue of Carl XIV John of Sweden removed" by Jacob Truedson Demitz and KJacobsen, CC BY-SA 4.0; "Wmhack-5" by Saurabh Jain, public domain; "Wikidata English map" by Markus Krötzsch, TU Dresden, public domain/CC0. Collage by Andrew Sherman.

এপ্রিল ২০১৬-এর Wikimedia blog এর সারসংক্ষেপ এখানে দেখুন।

খুঁজুন, গুরুত্ব নির্ধারণ করুন ও সুপারিশ করুন: উইকিপিডিয়ার বিভিন্ন ক্ষেত্রে জ্ঞানের শূণ্যস্থান পূরণ করার উদ্দেশ্যে সৃষ্ট নিবন্ধ সুপারিশকরণ ব্যবস্থা


মার্কাস ক্রশ নিবেদিত মানচিত্র, টিইউ ড্রেসডেন, পাবলিক ডোমেইন/CC0।

উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার সংস্করণের মধ্যে অনুপস্থিত নিবন্ধ খুঁজে, গুরুত্ব অনুসারে তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট ভাষাসমূহে ঐ নিবন্ধগুলি লিখনের জন্য সুপারিশ করতে উইকিমিডিয়া গবেষক দল একটি ব্যবস্থা করেছেন। এই ব্যবস্থাটি যে সমস্ত বিষয় বিবেচনা করে সেগুলো হল সম্পাদকের স্বার্থ (ভূতপূর্ব অবদানের ইতিহাস থেকে সংগৃহীত), বিভিন্ন ভাষায় পারদর্শিতা এবং উদ্দিষ্ট ভাষায় সংশ্লিষ্ট নিবন্ধটি তৈরি হলে তার আনুমানিক জনপ্রিয়তা। একটি নিয়ন্ত্রিত পরীক্ষার মাধ্যমে দেখা গেছে এই ধরণের সুপারিশের ফলে সম্পাদকেরা গুণমান বজায় রেখে তিন গুণ বেশি হারে নিবন্ধ সৃষ্টি করেন।

ব্যবস্থাপনা সরঞ্জামটির সাথে উপলভ্য একটি এপিআই বর্তমানে বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামের সাথে সংযুক্ত আছে। আগামী কয়েক মাস উইকিমিডিয়া গবেষক দল নজর রাখবেন সরঞ্জামটু কিভাবে সম্পাদকদের দ্বারা ব্যবহৃত হচ্ছে ও বিবেচনা করবেন কিভাবে এটিকে আরও উন্নত করা যায়। আপনি যদি নিবন্ধ সুপারিশ সরঞ্জামের উপযোগিতা যাচাই করতে চান, তাহলে গবেষক দলের কাছে আমাদের আলোচনা পাতায় প্রতিক্রিয়া দিতে পারেন।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকিতে অনুষ্ঠিত সর্বপ্রথম উইকিমিডিয়া হ্যাকাথন


অংশগ্রহণকারীরা 'বাগ' নির্মূল করছেন। সৌরভ জৈনের তোলা ছবি, পাবলিক ডোমেইন।

ছাত্রছাত্রীদেরকে মিডিয়াউইকি সম্প্রদায়ের কর্মপদ্ধতি বোঝানোর জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি রুরকি একটি এক দিনের কর্মশালা আয়োজন করেছিল। সারাদিনব্যাপী হ্যাকাথনে সফটওয়্যার ইনস্টল করা, কিছু সহজ 'বাগ' নির্মূল করার পরিবেশ তৈরি করা এবং রিভিউয়ের জন্য সংশোধিত প্যাচ জমা দেওয়া সমেত মিডিয়াউইকির সমস্ত দিক তুলে ধরা হয়েছিল। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পারদর্শিতার ভিত্তিতে নির্বাচিত ২০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। প্রত্যেক অংশগ্রহণকারীর দক্ষতা একই পর্যায়ে আছে কি না সুনিশ্চিত করার জন্যই এই ব্যবস্থা করা হয়। দিনের শেষে ১৫ টি সংশোধিত প্যাচ কেন্দ্রে যুক্ত করা সম্ভব হয়। এছাড়া স্থানীয়ভাবে আরও ৫ টি পরিবর্তন করা হয়েছে ও কেন্দ্রে সংযোগের অপেক্ষায় আছে (এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী)।

প্যানোরামার স্বাধীনতার বিরুদ্ধে পদক্ষেপ: সুইডেনের আদালত উইকিমিডিয়া স্‌ভাইয়ের বিরুদ্ধে রায় দিল


জেকব ত্রুদসন ডেমিৎজ্‌ ও কে. জেকবসেনের তোলা ছবি, CC BY-SA 4.0.

দেশে প্যানোরামার স্বাধীনতা সংক্রান্ত একটি মামলায় সুইডেনের সুপ্রিম কোর্ট উইকিমিডিয়া স্‌ভাইয়ে (সুইডেন)-এর বিরুদ্ধে রায় দিয়েছে। আদালতের সিদ্ধান্ত হল, সুইডিশ স্বত্বাধিকার আইন অনুযায়ী উইকিমিডিয়া স্‌ভাইয়ে তাদের অনলাইন ডেটাবেস offentligkonst.se -এ (এটি জনসমক্ষে প্রদর্শিত শিল্পকর্মসমূহের নথিভুক্তিকারী একটি ওয়েবসাইট/ ডেটাবেস) শিল্পীর অনুমতি ছাড়া ছবি পোস্ট করতে পারে না।

উইকিমিডিয়া ফাউন্ডেশন সশ্রদ্ধভাবে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করছে, কারণ এই সিদ্ধান্ত প্যানোরামার স্বাধীনতা ক্ষুণ্ণ করে যা মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের অধিকার ও শৈল্পিক অভিব্যক্তির স্বাধীনতার অপরিহার্য অঙ্গ। আমাদের পাঠ অনুযায়ী সংশ্লিষ্ট সুইডিশ স্বত্বাধিকার আইনে শুধুমাত্র কোনও মূর্তির ত্রিমাত্রিক অনুকৃতি নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই আইনকে ইন্টারনেটে প্রকাশিত জনসমক্ষে স্থিত শিল্পকর্মের ছবি তোলার বিরুদ্ধাচারী বলে পেশ করা যায় না। আইনটি যে জনসমক্ষে প্রকাশিত শিল্পকর্মের ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে শিল্পীর অনুমতি ছাড়াই পোস্টকার্ডে ব্যবহৃত হতে দেয়, তা থেকে এই বিষয়টি বোঝা যায়। আমাদের মতে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এই ক্ষেত্রে এই কারণেই অসঙ্গতিপূর্ণ।

সংক্ষেপ

  • উইকিমিডিয়া প্রকল্পসমূহে বিভিন্ন "বিস্তারযোগ্য আইডিয়া" অন্তর্ভুক্ত করার জন্য টিইডি, উইকিমিডিয়া সম্প্রদায়ের সাথে গাঁটছড়া বাঁধছে: ২০০০ এরও বেশি আলোচনার বিপুল মেটাডেটা টিইডি ইতোমধ্যে দান করেছে, যার অনেকগুলোই বিশ্বব্যাপী টিইডি স্বেচ্ছাসেবকদের দ্বারা অনুলিখিত ও অনূদিত হয়েছে। উইকিমিডিয়ান জেন ডার্নেল এবং অ্যান্ডি মাবেট উইকিউপাত্তের সাথে টিইডি মেটাডেটা যোগ করে টিইডি আলোচনা থেকে উপলভ্য জ্ঞানভাণ্ডার নথিভুক্ত করছেন ও এই সমস্ত তথ্য বিভিন্ন উইকিমিডিয়া প্রকল্পে অনুসন্ধান ও ব্যবহারের কাজ সহজ করছেন।
  • শুরু হল ইউরোপিয়ানা শিল্প ইতিহাস চ্যালেঞ্জ: ৪০ টি ভাষা, ৩০ টি রাষ্ট্র ও শত শত শিল্পকর্ম সাথে নিয়ে ইউরোপিয়ানা শিল্প ইতিহাস চ্যালেঞ্জ শুরু হয়েছে। আজ অবধি অনুষ্ঠিত গ্ল্যাম-উইকি প্রতিযোগিতার মধ্যে এটি বৃহত্তম ও এটিতেই প্রথমবার বিশেষ গুরুত্ব পাচ্ছে উইকিউপাত্ত। প্রকল্পটি উইকিউপাত্ত "ভিত্তিক", আর এই সমস্ত শিল্পকর্ম, শিল্পী, শিল্পধারা ইত্যাদি সংক্রান্ত মেটাডেটার গুণমানের উন্নয়ন এই প্রকল্পে উইকিপিডিয়ায় সংশ্লিষ্ট নিবন্ধগুলোর অনুবাদের মতই গুরুত্বপূর্ণ।
  • মহাদেশ-পথিক: চেক প্রজাতন্ত্রবাসী উর্দু উইকিপিডিয়ান: গত সাত বছরে জিরি উর্দু ভাষায় পারদর্শিতা লাভ করেছেন। উর্দু পাকিস্তান রাষ্ট্র ও ভারতের ছয়টি রাজ্যের সরকারী ভাষা। জিরি উর্দু উইকিপিডিয়ায় বেশ কিছু নিবন্ধ যোগ করেছেন ও পরিবর্ধন করেছেন। তাঁর পছন্দের বিষয় মূলত ঐতিহাসিক, জীববিদ্যা-বিষয়ক ও রোগবিদ্যা সংক্রান্ত নিবন্ধ। বিশেষ করে চেক ইতিহাস সম্বন্ধীয় নিবন্ধসমূহে নিজের অবদানের ব্যাপারে জিরি গর্ববোধ করেন। তবে অদূর ভবিষ্যতে তিনি ওষধি উদ্ভিদের উপর কাজ করার কথা ভাবছেন।

Andrew Sherman, Digital Communications Intern
Wikimedia Foundation

Social Media
  • উইকিমিডিয়া গবেষক দল উইকিপিডিয়ার বিভিন্ন ভাষার সংস্করণের মধ্যে অনুপস্থিত নিবন্ধ খুঁজে, গুরুত্ব অনুসারে তালিকাভুক্ত করে সংশ্লিষ্ট ভাষাসমূহে ঐ নিবন্ধগুলি লিখনের জন্য সুপারিশ করার একটি ব্যবস্থা করেছেন। উকিমিডিয়া আন্দোলনের এপ্রিলের ব্লগ সারসংক্ষেপে এটি এবং আরও খবর।