উইকিপিডিয়া
প্রকল্পটি ১৫ জানুয়ারি, ২০০১ সালে ইংরেজি ভাষার উইকিপিডিয়াকে নিয়ে শুরু করা হয়। ১৬ মার্চ ২০০১ সালে এতে জার্মান উইকিপিডিয়া যোগ দেয়, ও এরপর এতে ফরাসি সংস্করণ, এবং পরে আরো অনেক ভাষা যোগ দেয়। বৃহৎ প্রচেষ্টাগুলি প্রকল্পটির আন্তর্জাতিক প্রকৃতিকে আলোকপাত করে চলছে।
সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী, বর্তমানে ১০০টির বেশি নিবন্ধ আছে এমন উইকিপিডিয়া আছে ৩৩১টি, এর মধ্যে ১৭৩টিতে ১০ হাজারেরও বেশি নিবন্ধ আছে, এবং ৭১টিতে ১ লক্ষেরও বেশি নিবন্ধ আছে।
সেপ্টেম্বর ২০২৪ অনুযায়ী, বর্তমানে ৩৪৫টি ভাষার উইকিপিডিয়া সংস্করণ আছে, যাতে সম্মিলিতভাবে ৬,৩৬,৪৯,৮৪১টি নিবন্ধ আছে।
বিস্তারিত পরিসংখ্যানের জন্য, উইকিপিডিয়ার তালিকা দেখুন।
মাইলফলক
২০ সেপ্টেম্বর ২০০৪ সালে ১০০ টিরও বেশি ভাষায় উইকিপিডিয়ার মোট নিবন্ধ ১০,০০,০০০-এ পৌছায়।
১ মার্চ ২০০৬ সালে, ইংরেজি উইকিপিডিয়া ১০,০০,০০০টি নিবন্ধে পোঁছায়। ৯ সেপ্টেম্বর ২০০৭ সালে, ইংরেজি উইকিপিডিয়া ২০,০০,০০০টি নিবন্ধে পোঁছায়। ১৭ আগস্ট ২০০৯ সালে, ইংরেজি উইকিপিডিয়া ৩০,০০,০০০টি নিবন্ধে পোঁছায়। ১৩ জুলাই ২০১২ সালে, ইংরেজি উইকিপিডিয়া ৪০,০০,০০০টি নিবন্ধে পোঁছায়। ১ নভেম্বর ২০১৫ সালে, ইংরেজি উইকিপিডিয়া ৫০,০০,০০০টি নিবন্ধে পোঁছায়, এবং ২৩ জানুয়ারি ২০২০ সালে, ইংরেজি উইকিপিডিয়া ৬০,০০,০০০টি নিবন্ধে পৌঁছায়।
ইংরেজি ভাষার উইকিপিডিয়ার পর, জার্মান (২৭ ডিসেম্বর ২০০৯), ফরাসি (২১ সেপ্টেম্বর ২০১০), ওলন্দাজ (১৭ ডিসেম্বর ২০১১), ইতালীয় (২২ জানুয়ারি ২০১৩), রুশ (১১ মে ২০১৩), স্পেনীয় (১৬ মে ২০১৩), সুইডিশ (১৫ জুন ২০১৩)[1], পোলীয় (২৪ সেপ্টেম্বর ২০১৩), ওয়ারী (৮ জুন ২০১৪), ভিয়েতনামীয় (১৫ জুন ২০১৪), চেবুয়ানো (১৬ জুলাই ২০১৪)[1], জাপানি (১৯ জানুয়ারি ২০১৬), চীনা (১৩ এপ্রিল ২০১৮), পর্তুগিজ (২৬ জুন ২০১৮) এবং আরবি (১৭ নভেম্বর ২০১৯), ইয়ুক্রেনীয় (২২ মার্চ ২০২০), এবং মিশরীয় আরবি সংস্করণ (২৮ জুলাই ২০২০) প্রত্যেকে ১০ লক্ষ নিবন্ধের মাইলফলকে পৌঁছায়।
৫ সেপ্টেম্বর ২০১৫ সালে, সুইডিশ উইকিপিডিয়া ২০,০০,০০০ নিবন্ধের মাইলফলক অর্জন করে; ১৪ ফেব্রুয়ারি ২০১৬ সালে চেবুয়ানো,[1] ১৯ নভেম্বর ২০১৬ সালে জার্মান ও ৮ জুলাই ২০১৮ সালে ফরাসি উইকিপিডিয়া তাঁদের পথ অনুসরন করে।
২৭ এপ্রিল ২০১৬-সালে, সুইডিশ উইকিপিডিয়া ৩০,০০,০০০ নিবন্ধ স্পর্শ করেছে এবং ২৫ সেপ্টেম্বর ২০১৬-এ সেবুয়ানো উইকিপিডিয়াও একই পথ অনুসরণ করেছে।[1]
১১ ফেব্রুয়ারি ২০১৭-এ, সেবুয়ানো উইকিপিডিয়া ৪০,০০,০০০ নিবন্ধ স্পর্শ করেছে৷[1]
৮ আগস্ট ২০১৭-এ, সেবুয়ানো উইকিপিডিয়া ৫০,০০,০০০ নিবন্ধ স্পর্শ করেছে৷[1]
১৪ অক্টোবর ২০২১-এ, সেবুয়ানো উইকিপিডিয়া ৬০,০০,০০০ নিবন্ধ স্পর্শ করেছে৷[1]
২০০৪ সালে উইকিপিডিয়া "সম্প্রদায়ের" জন্য ওয়েবি এবং "ডিজিটাল সম্প্রদায়ের" জন্য প্রিক্স আর্স ইলেকট্রোনিকা পুরস্কার লাভ করে। ২০১৫ সালে, উইকিপিডিয়া সম্প্রদায়কে সম্মিলিতভাবে ইরাসমাস পুরস্কার প্রদান করা হয়।
ভাষার সংস্করণ
উইকিপিডিয়া সম্পর্কে লেখা
- উইকিপিডিয়া, মার্ক জেইস কর্তৃক, ২০০২ – The Canadian Writer's Guide-এর জন্য একটি নিবন্ধ (১৩তম সংস্করণ)
- উইকিপিডিয়া (এভরিথিং২) – অ্যাক্সেল বোল্ডট কর্তৃক একটি এভরিথিং নোড।
আরও দেখুন
- উইকিপিডিয়া
- উইকিপিডিয়ার তালিকা
- বৃহত্তম উইকির তালিকা
- উইকিমিডিয়া ফাউন্ডেশন
- উইকিমিডিয়া প্রকল্প
- বহুভাষিক পরিসংখ্যান
- উইকিমিডিয়ানগণ
- হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ এবং সফটওয়্যার উন্নয়ন: মিডিয়াউইকি উন্নয়ন
- উইকিমিডিয়া নীতি