প্রযুক্তি/সংবাদ/২০২৪/২৭
Appearance
প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন, অবদান রাখুন এবং মতামত জানান।
পূর্ববর্তী | ২০২৪, সপ্তাহ নং ২৭ (সোমবার ০১ জুলাই ২০২৪) | পরবর্তী |
প্রযুক্তি সংবাদ: ২০২৪-২৭
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তন
- আগামী তিন সপ্তাহজুড়ে ডার্ক মোড প্রবেশকৃত এবং প্রবেশ না করা সকল ব্যবহারকারীর কাছে উপলব্ধ হবে। এটি মোবাইল সংস্করণ থেকে উপলব্ধ হওয়া শুরু হবে। এর মাধ্যমে সবচেয়ে বেশি অনুরোধকৃত সম্প্রদায়ের ইচ্ছাগুলোর একটি পূরণ হবে। ডার্ক মোড কম আলোতে পড়ার ব্যবস্থা উন্নত করবে। এই পরিবর্তনের অংশ হিসেবে ডার্ক মোড ব্যবহারকারী পাতা ও প্রবেশদ্বারেও কাজ করবে। ওয়েব দলের সর্বশেষ আপডেটে এ বিষয়ে আরও তথ্য রয়েছে। [১]
- ফাউন্ডেশন দল জুড়ে সম্মিলিত প্রচেষ্টার ফলে এখন প্রবেশকৃত ব্যবহারকারীগণ পাঠ্যের আকার ও ডার্ক মোডের জন্য বৈশ্বিক পছন্দসমূহ ঠিক করতে পারবেন। এর ফলে একাধিক উইকি ব্যবহারকারী উইকিমিডিয়ানবৃন্দ একটি পড়ার সময় একটি সামঞ্জস্যপূর্ণ অভিজ্ঞতা পাবেন। যেমন, সব উইকির জন্য তাদের কেবল একবার লাইট বা ডার্ক মোডে স্থানান্তরিত হতে হবে। [২]
- আপনি যদি খুব পুরানো ওয়েব ব্রাউজার ব্যবহার করেন তবে কিছু বৈশিষ্ট্য উইকিমিডিয়া উইকিতে কাজ নাও করতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরার ১১ এবং ক্রোম, ফায়ারফক্স ও সাফারির ২০১৬ সালের আগের সংস্করণসমূহে এই প্রভাব পড়বে। এই পরিবর্তনের ফলে নতুন সিএসএস বৈশিষ্ট্য ব্যবহার করা যাবে এবং সকল পাঠকের কাছে কম কোড প্রেরণ করতে হবে। [৩][৪]
- কমিউনিটি কনফিগারেশন ব্যবহার করে উইকিপিডিয়ার প্রশাসকবৃন্দ স্থানীয়ভাবে উইকির কনফিগারেশন কাস্টোমাইজ করতে পারবেন। যেহেতু ভাষা উইকিসমূহের আলাদা চাহিদা থাকে, তাই কমিউনিটি কনফিগারেশন তৈরি করা হয়েছে যেন সম্প্রদায়সমূহ নিজেদের প্রয়োজনমাফিক নানা বৈশিষ্ট্য ঠিক করে নিতে পারে। এই মুহূর্তে প্রশাসকগণ তাদের নিজ উইকিতে গ্রোথ বৈশিষ্ট্য কনফিগার করতে পারবেন যেন আরও ভালোভাবে নতুন ব্যবহারকারীদের উইকিতে অবদান রাখতে উৎসাহিত করা যায়। আগামী মাসসমূহে আরও অপশন যোগ করা হবে। [৫]
- ইউনিকোডের সাথে সম্পর্কিত ভাষাগত সমস্যাগুলোয় আগ্রহী সম্পাদকবৃন্দ এখন সেসব বিষয়ে MediaWiki.org-এর নতুন আলোচনার স্পেসে আলোচনা করতে পারবেন। উইকিমিডিয়া ফাউন্ডেশন এখন ইউনিকোড কনসোর্টিয়ামের সদস্য। ফলে এখন সমন্বয়কবৃন্দ আলোচিত সমস্যাগুলো পর্যালোচনা করতে পারবেন এবং প্রয়োজনমাফিক ইউনিকোড কনসোর্টিয়ামে তা তুলে ধরতে পারবেন।
- একটি নতুন উইকি তৈরি করা হয়েছে: মানডাইলিং ভাষার একটি নতুন উইকিপিডিয়া। (
w:btm:
) [৬]
সমস্যা
- সম্পাদনা দল একটি ত্রুটি সংশোধনের ফলে সম্পাদকরা আবার ভিজ্যুয়াল এডিটরের সাইটেশন-প্রিভিউয়ের লিঙ্কগুলিতে ক্লিক করতে পারবেন। [৭]
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- দয়া করে এই সংক্ষিপ্ত জরিপে অংশ নিয়ে প্রযুক্তি সংবাদকে উন্নত করতে আমাদের সাহায্য করুন। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তি সংবাদ পড়া বিভিন্ন ধরনের মানুষের চাহিদা আরও ভালভাবে পূরণ করা। এই জরিপটি ২ সপ্তাহব্যাপী চালু থাকবে। জরিপটি এই গোপনীয়তার বিবৃতি অনুসরণ করবে। কিছু অনুবাদ উপলব্ধ।
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।