Training modules/Dealing with online harassment/slides/cross-wiki-blocking-and-tracking/bn

From Meta, a Wikimedia project coordination wiki

অবিলম্বে ব্যবস্থা: ক্রস-উইকি বাধা ও ট্র্যাক করা

যদি এমন পরিস্থিতির তৈরি হয় যে হয়রানীর শিকার ব্যক্তিকে একাধিক উইকিতে হয়রানি করা হচ্ছে সেক্ষেত্রে বৈশ্বিক বাধাদানের কথা ভাবা যেতে পারে। বৈশ্বিকভাবে কোন একটি একাউন্টে বাধা প্রদান করা যায় যদি এই সরঞ্জামটি শুধুমাত্র স্টুয়ার্ডদের কাছে সীমাবদ্ধ। এছাড়াও তারা একটি নির্দিষ্ট আইপি ঠিকানাকে বৈশ্বিকভাবে বাধাদান করতে পারে যাতে করে উক্ত ঠিকানা থেকে সক একাউন্ট তৈরি না করা হয়।

বৈশ্বিক প্রশাসকরা একর অধিক উইকিতে প্রশাসক অধিকারপ্রাপ্ত ব্যবহারকারী। তারাও বিভিন্ন উইকিতে ধ্বংসপ্রবণতা রোধ করতে ভূমিকা রাখেন। এছাড়া তারা যে সব প্রকল্পে প্রশাসক নেই বা কম আছে সেসব প্রকল্পে প্রশাসকের কাজ করে থাকেন। যাদিও ধ্বংসপ্রবণতা রোধে স্টুয়ার্ডদের সাথে যোগােোগই সর্বত্তোম পন্থা।

ছোট উইকি মনিটরিং টিমও ধ্বংসপ্রবণতা নজর রাখেন ও তাদের নিজস্ব পদ্ধতিতে হয়রানির ট্র্যাক করে থাকেন। হয়রানি রোধ ও সেগুলোর উপর নজর রাখতে তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে।