Training modules/Dealing with online harassment/slides/wwyd-answering-questions-about-a-case/bn

From Meta, a Wikimedia project coordination wiki

আপনি কি করবেন?: কোন কেইস সম্পর্কে উত্তর প্রদান

এই মডিউলটি আপনি একটি নির্দিষ্ট অবস্থায় কি করবেন সেটি ব্যাখ্যা করেছে। এই অনুচ্ছেদের লক্ষ্য হলো, আপনাকে সঠিক উত্তর দেওয়া নয় বরং আপনি একটি নির্দিষ্ট সময়ে কি বিষয় নিয়ে চিন্তা করছেন এবং সেগুলো কিভাবে ফলাফলকে প্রভাবিত করছে।

কোন একটি বিষয় নিয়ে ক ও খ-এর মধ্যে বিবাদ তৈরি হওয়ার পর খ-কে বাধা দেওয়া হলো এবং খ বাধাপ্রাপ্ত অবস্থায় ক এর নাম দিয়ে ও তার বাড়ির ঠিকানা দিয়ে বিভিন্ন নিবন্ধ তৈরি করছে বা উইকিপিডিয়াতে বিভিন্ন রকম ধ্বংসপ্রবণতা চালাচ্ছে।

যখন খ এর এক মাসের বাধা শেষ হলো তখন ক জানতে পারলো যে, তার বিরোদ্ধে নিবন্ধ তেরি করা হয়েছে এবং সে এখন তার নিরাপত্তা নিয়ে চিন্তিত। সে আপনার দলের সাথে যোগাযোগ করলো। আপনি যখন খ এর সাথে যোগাযোগ করলেন তখন খ বললো যে, সে এই ব্যাপারে কিছু জানে না এবং পুরো বিষয়টি অস্বীকার করলো।

আপনি সব কিছু বিবেচনা করে এই সিদ্ধানে উপনিত হলেন যে, খ কে আর উইকিপিডিয়াতে সম্পাদনা করতে দেওয়া যায় না। সুতরাং আপনি তার একাউন্টে বাধা দিয়ে বিষয়টি প্রশাসকদের আলোচনাসভায় জানিয়ে দিলেন যে, হয়রানি বিরোধী নীতিমালা ভঙ্গ করার জন্য খ-কে বাধাদান করা হয়েছে এবং তারা এই বাধা আপনার দলের কাছে আপিল করতে পারবে গোপনীয়ভাবে।

যেহেতু বিষয়টি আপনার দল উন্মুক্তভাবে বিশদ ব্যাখ্যা দেয়নি সুতরাং সম্প্রদায়ের কিছু কিছু সদস্য আপনার ব্লক নিয়ে প্রশ্ন তুললো যে, খ এক মাস যাবত উইকিপিডিয়া সম্পাদনা করেন নি এবং এটা বিশ্বাসযোগ্য নয়।

আপনার দল জানে যে এই ব্যাপারটির উত্তর দেওয়া প্রয়োজন তবে, আপনি এও কনসার্ন যে, বিস্তারিত তথ্য প্রকাশ করলে হয়রানির শিকার ব্যক্তির ক্ষতি হতে পারে।

আপনি যদি এ ধরণের অবস্থার সম্মুখীন হন সেক্ষেত্রে কি করবেন? আপনার মতামত এখানে রাখুন