Jump to content

উইকিমিডিয়া ফাউন্ডেশন সম্প্রদায় বিষয়ক কমিটি/সহোদর প্রকল্পের জীবনচক্রের কার্যপ্রণালী/প্রতিক্রিয়ার জন্য আমন্ত্রণ (এমএম)

From Meta, a Wikimedia project coordination wiki

সহোদর প্রকল্পের জীবনচক্রের কার্যপ্রণালী সম্পর্কে মতামত জানাতে আমন্ত্রণ

মেটা উইকিতে আরো বেশ কিছু ভাষায় বার্তাটির অনূদিত সংস্করণ পাওয়া যাবে। Please help translate to your language

প্রিয় সম্প্রদায়ের সদস্যবৃন্দ,

উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সম্প্রদায় বিষয়ক কমিটি (সিএসি) আপনাকে সহোদর প্রকল্পের জীবনচক্রের কার্যপ্রণালীর খসড়ার উপর মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এই খসড়ায় উইকিমিডিয়ার সহোদর প্রকল্পগুলি চালু এবং বন্ধ করার জন্য প্রস্তাবিত পদক্ষেপ এবং প্রয়োজনীয়তার রূপরেখা দেওয়া হয়েছে এবং এর লক্ষ্য যে কোনও নতুন অনুমোদিত প্রকল্প চালু করলে সেটি যেন সাফল্য পায় তা নিশ্চিত করা। এটি প্রকল্পের ভাষা সংস্করণ চালু বা বন্ধ করার পদ্ধতি থেকে পৃথক, যা ভাষা কমিটি বা প্রকল্প বন্ধকরণ নীতি দ্বারা পরিচালিত হয়।

আপনি এই পাতায় এই নিয়ে বিশদ তথ্য খুঁজে পেতে পারেন, পাশাপাশি আজ থেকে ২৩ জুন ২০২৪ তারিখ পর্যন্ত আপনার মতামত জানাতে পারেন।

এছাড়া আপনি কাজ করেন বা সমর্থন করেন এমন আগ্রহী প্রকল্পের সম্প্রদায়কে এই সম্পর্কে তথ্য জানাতে পারেন, এবং আপনি কার্যপ্রণালীটি আরও ভাষায় অনুবাদ করতে আমাদের সহায়তা করতে পারেন, যাতে লোকজন তাদের নিজস্ব ভাষা ব্যবহার করে আলোচনায় যোগ দিতে পারে।

সিএসি-র পক্ষ থেকে,