Jump to content

নারীবাদ এবং লোকগাথা ২০২১

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Feminism and Folklore 2021 and the translation is 100% complete.
নারীবাদ এবং লোকগাথায় স্বাগতম!


নারীবাদ এবং লোকগাথা হল প্রতিবছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে উইকিপিডিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক লিখন প্রতিযোগিতা। এর উদ্দেশ্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের লোক সংস্কৃতি এবং লোকগাথার সঙ্গে সংযুক্ত নারীদের উইকিপিডিয়ায় নথিভুক্ত করা। এই প্রকল্পটি বিশ্বব্যাপী লোকগাথার ঐতিহ্য নথিবদ্ধ করার জন্য উইকিমিডিয়া কমন্সে সংগঠিত উইকি লাভ ফোকলোর (ডাব্লিউএলএফ) ফটোগ্রাফি প্রচারের উইকিপিডিয়া সংস্করণ।

এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হল বিশ্বব্যাপী মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ায় এবং অন্যান্য উইকিমিডিয়া ফাউন্ডেশন প্রকল্পগুলোতে মানব সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কিত নিবন্ধ সংগ্রহ করা। এই বছর আমরা লিঙ্গ বৈষম্য দূরীভূত করতে বিশেষ মনোযোগ দিয়ে, বিশ্বজুড়ে লোক সংস্কৃতিতে মনোনিবেশ করেছি, এইজন্য আমরা আমরা বিশ্বজুড়ে অন্যান্য শাখা এবং গোষ্ঠীগুলির সাথে সংযুক্ত হয়েছি।

২০১৯ সাল থেকে, আমরা কমন্স প্রতিযোগিতায় একটি বহুভাষিক উইকিপিডিয়ান প্রতিযোগিতা যুক্ত করেছি এবং প্রকল্পটি আন্তঃউইকি, আন্তঃভাষা এবং আন্তঃ-প্রকল্পে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি, যাতে আমাদের বিশ্বব্যাপী উইকি লাভ আন্দোলনগুলির প্রকৃত দিকগুলি প্রতিপালিত হয়। প্রদত্ত নিবন্ধগুলি অবশ্যই বিষয়বস্তুরর সাথে মেলা চাই, যার অর্থ অধিকাংশ ব্যবহারকারী বিষয়বস্তু সম্পর্কিত বেশ কয়েকটি কাছাকাছি বিষয় সন্ধান করতে সক্ষম হবেন, সেগুলি আঞ্চলিক লোক সংস্কৃতিতে প্রাধান্য দেওয়া উৎসব, নৃত্য, রন্ধনপ্রণালী, পোশাক, বা প্রতিদিনের জীবনযাত্রা সম্পর্কিত হতে পারে। প্রতিযোগী আমাদের তৈরি করা তালিকা থেকে কোন নিবন্ধ চয়ন করতে বা মূল বিষয়বস্তুর সাথে সম্পর্কিত এবং লিঙ্গ বৈষম্য দূরীভূত করতে প্রাধান্য দেওয়া কোন বিষয় নিজেই বাছাই করতে পারবেন। বিভিন্ন গোষ্ঠীর কাছে অদম্য সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন অর্থ রয়েছে সুতরাং এর উদ্দেশ্য বিষয়বস্তু বর্ধন করা, আন্তঃসাংস্কৃতিক সংলাপে সহায়তা করা এবং জীবনের অন্যান্য উপায়গুলির জন্য পারস্পরিক শ্রদ্ধায় উৎসাহ দেওয়া। এছাড়াও এটি ব্যবহারকারীর সদ্ব্যবহারের উদ্দেশ্যে সাংস্কৃতিক বৈচিত্র্যের তথ্য উপস্থাপন করে।

আবহ

এই বছরের প্রকল্পটির জন্য উইকিপিডিয়ায় লোক সংস্কৃতি বিষয়বস্তুর দিকে মূল মনোযোগ দিয়ে 'উইকি লাভস ফোকলোর' এর লিঙ্গ বৈষম্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে নারীবাদ এবং লোকগাথা আলোকপাত করবে নারীবাদ, মহিলা জীবনী এবং লিঙ্গ-কেন্দ্রিক-বিষয়গুলিতে।

লোকগাথা - বিশ্বের বিভিন্ন স্থানের লোকগাথা, যার মধ্যে আছে লোক উৎসব, লোক নৃত্য, লোক সঙ্গীত, লোক কার্যকলা, লোক ক্রীড়া, লোক রন্ধনপ্রণালী, লোক পরিধান, রূপকথার গল্প, লোকনাট্য, লোকশিল্প, লোক ধর্ম, পুরাণ ইত্যাদি, কিন্তু শুধুই এর মধ্যে সীমাবদ্ধ নয়।

লোকগাথায় নারীরা - এর মধ্যে আছে লোককাহিনী, লোকসংস্কৃতিতে নারী এবং অস্বাভাবিক ব্যক্তিত্ব, তবে শুধুমাত্র এরমধ্যেই সীমাবদ্ধ নয় (লোক শিল্পী, লোক নৃত্যশিল্পী, লোক গায়ক, লোক বাদ্য শিল্পী, লোক ক্রীড়াবিদ, পুরাণে নারীরা, লোককাহিনিতে নারী যোদ্ধা, ডাইনী ও ডাইনী শিকার, রূপকথা এবং আরো অনেক)।

সময়সূচী

১ ফেব্রুয়ারি ২০২১ ০০:০১ ইউটিসি – ৩১ মার্চ ২০২১ ১১:৫৯ ইউটিসি

নিয়মাবলী

প্রসারিত বা নতুন নিবন্ধটি সর্বনিম্ন ৩০০ শব্দ বা ৩০০০ বাইটের হতে হবে। নিবন্ধটি যান্ত্রিকভাবে অনুদিত হলে গৃহীত হবেনা। নিবন্ধটি ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে প্রসারিত বা তৈরি হতে হবে। নিবন্ধের বিষয়বস্তু নিম্নোল্লিখিত নারীবাদ এবং লোকগাথার মধ্যে থাকতে হবে। কোনও গ্রন্থস্বত্ব লঙ্ঘন ও উল্লেখনীয় সমস্যা থাকা চলবে না। নিবন্ধটির উইকিপিডিয়া নীতি অনুসারে যথাযথ তথ্যসূত্র থাকতে হবে। It is preferred for the local coordinator to set up the Wikipedia campaign on Fountain tool. You may set the project on the dashboard as well. The results with the list of articles need to be listed on the results page of the mediawiki project if the local coordinator is not setting up the fountain tool. In case of any assistance for setting up the fountain tool, please contact (wikilovesfolklore@gmail.com).

পুরস্কার

শীর্ষ অবদানকারীদের জন্য পুরস্কার (বেশি সংখ্যক নিবন্ধ):

  • ১ম পুরস্কার: 300 মার্কিন ডলার
  • ২য় পুরস্কার: 200 মার্কিন ডলার
  • ৩য় পুরস্কার: 100 মার্কিন ডলার
  • শীর্ষ ১৫জন বিজয়ীর সান্ত্বনা পুরস্কার: $amount মার্কিন ডলার (প্রত্যেকে)

পর্যালোচনা নোটিশ

অনুগ্রহ করে পর্যালোচনার কাজ শেষ করে ১৫ এপ্রিলের মধ্যে ফলাফল ঘোষণা করুন অথবা আপনার সম্প্রদায় পুরষ্কার পাওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।