স্টুয়ার্ড/২০১৬ নির্বাচন/ভূমিকা
Appearance
< Stewards | Elections 2016
- সাধারণত প্রতি বছরই নতুন স্টুয়ার্ড নিয়োগ দেওয়া হয়। স্টুয়ার্ডগণ উইকিমিডিয়ার সকল উইকিতে কারিগরী কাজগুলো করেন, এবং তাঁরা এ দায়িত্ব সম্প্রদায়ের সম্মতি ও স্টুয়ার্ড নীতিমালা অনুসারে পালন করে থাকেন। এসকল কাজের মধ্যে আছে
- ব্যবহারকারী নাম পরিবর্তন, অ্যাকাউন্টের অপব্যবহার রোধে ব্যবহারকারীর বিশেষ কিছু তথ্য যাচাই করা, এবং এধরনের আরও অনেক কিছু (বিস্তারিত দেখুন)।
- ভোট প্রদান, অনুবাদ, বা প্রার্থী হওয়ার ব্যাপারে আরও জানতে এই দিকনির্দেশনাগুলো পড়ুন। আপনি ভোট দিতে পারবেন কী না তা এই সরঞ্জামের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারবেন।
- প্রার্থীতা জমাদান ১৫ জানুয়ারি ২০১৬, ০০:০০ (UTC) থেকে ২৮ জানুয়ারি ২০১৬, ২৩:৫৯ (UTC) পর্যন্ত চলবে। যতক্ষণ পর্যন্ত নির্বাচন চলবে ততক্ষণ পর্যন্ত প্রার্থীদের প্রশ্ন জিজ্ঞেস করা যাবে।
- ভোটগ্রহণ শুরু হবে ০৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০০ (UTC) সময়ে এবং শেষ হবে ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৯ (UTC) সময়ে । প্রার্থীদেরকে অবশ্যই প্রার্থীতার যোগ্যতা পূরণ করতে হবে এবং কমপক্ষে ৩০টি হ্যাঁ–ভোট সহ ৮০% সমর্থণ ভোট লাভ করতে হবে । আপনি পরিসংখ্যান পাতায় নজর রাখার মাধ্যমে সময় যাবার সাথে সাথে ভোটের প্রকৃতি ও ফলাফল জানতে পারবেন।
- বর্তমান স্টুয়ার্ডগণের নিশ্চিতকরণ প্রক্রিয়া সমান্তরালভাবে অনুষ্ঠিত হচ্ছে।