Jump to content

Stewards/elections 2011-2/Guidelines/bn

From Meta, a Wikimedia project coordination wiki
যাঁরা উইকিমিডিয়া ফাউন্ডেশনের স্টুয়ার্ড নির্বাচনে ভোট দিতে বা প্রার্থীতার মনোনয় দিতে আগ্রহী, এই পাতাটি তাঁদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা পেতে সাহায্য করবে। অনুগ্রহপূর্বক সম্পর্কিত অনুচ্ছেদগুলো পড়ুন।

ভোটার

[edit]

নির্বাচনের পূর্বে, অবশ্যই আপনাকে;

  • মেটা-উইকিতে একটি অ্যাকাউন্ট থাকতে হবে;
  • আপনার একটি গ্লোবাল অ্যাকাউন্ট থাকতে হবে অথবা আপনার মেটা-উইকির ব্যবহারকারী পাতায় আপনার মূল উইকির ব্যবহারকারী পাতার লিংক থাকতে হবে, একই সাথে মূল উইকির ব্যবহারকারী পাতাতেও আপনার মেটা-উইকি ব্যবহারকারী পাতার লিংক থাকতে হবে;
  • অ্যাকাউন্টটি প্রাথমিকভাবে একটি বট অ্যাকাউন্ট হওয়া চলবে না;
  • ১৫ জুন, ২০১১-এর পূর্বে আপনার অ্যাকাউন্টটির উইকিমিডিয়া প্রকল্পে অন্তত ৬০০টি সম্পাদনা থাকতে হবে (এটি যে-কোনো একটি উইকিতেও হতে পারে, অথবা সম্পর্কিত অ্যাকাউন্টগুলোর মোট সম্পাদনা সংখ্যাও হতে পারে);
  • ১৫ মার্চ, ২০১১ থেকে ১৪ সেপ্টেম্বর, ২০১১-এর মধ্যে এর মধ্যে আপনার সম্পাদনার সংখ্যা হতে হবে অন্তত ৫০ (এটি ওপরে একই উইকিতে হতে পারে, অথবা সম্পর্কিত অ্যাকাউন্টগুলোর মোট সম্পাদনা সংখ্যাও হতে পারে;

আপনি আপনার ভোট প্রদানের যোগ্যতা স্বয়ংক্রিয়ভাবে যাচাই করতে পারেন

অনুবাদক

[edit]

অনুগ্রহপূর্বক আপনার ভাষায় আনুবাদে সহায়তা করুন:

অংশগ্রহণকারীদের প্রতি নির্দেশনা

[edit]
  • আপনি প্রশ্ন পাতায় প্রার্থীকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন।
  • আপনি সংক্ষিপ্ত আকারে (সর্বোচ্চ এক বা দুই লাইনে) আপনার ভোটের বক্তব্য প্রকাশ করতে পারেন। দীর্ঘ আলোচনা (ভোটের প্রতি অন্যদের প্রতিক্রিয়া) আলাপ পাতায় স্থানান্তর করা হতে পারে, এবং ভোট পাতায় একটি নোট রাখতে হবে, যেনো অংশগ্রহণকারীরা আলোচনাটি পড়ে দেখতে পারেন।
  • যেহেতু কিছু ব্যবহাকারী সেন্ট্রাল নোটিশ ব্যবস্থা নিষ্ক্রিয় করে রাখেন, তাই আপনি চাইলে আগ্রহী কোনো ব্যবহারকারীকে ভোট গ্রহণে অংশগ্রহণের ব্যাপারে জানাতে পারেন।

প্রার্থী

[edit]

পূর্বশর্ত

[edit]
অনুগ্রহপূর্বক নিজের প্রার্থীতা প্রদানের পূর্বে নিচের সকল নির্দেশনা ভালোভাবে পড়ে নিন। আপনি যদি নিচের পূর্বশর্তগুলো পূরণে ব্যর্থ হন, তবে আপনার প্রার্থীতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

স্টুয়ার্ড হিসেবে আবেদনের পূর্বে আপনাকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করতে হবে যে:

(আপনি চাইলে স্বয়ংক্রিয়ভাবে আপনার আবেদনের যোগ্যতা যাচাই করতে পারেন।)

এছাড়াও, স্টুয়ার্ডদের যেহেতু আইনগত কাজে সংশ্লিষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে (ব্যবহারকারী পরীক্ষণওভারসাইট নীতিমালা দেখুন), তাই আপনাকে অবশ্যই:

  • কমপক্ষে ১৮ বছর বয়সের অধিকারী হতে হবে, এবং ভোটগ্রহণের শেষ দিনের পূর্বে আপনার দেশের আইনগত বয়সের সমান বয়সের অধিকারী হতে হবে;
  • আপনার মূল নাম এবং পরিচয়ের প্রমাণ উইকিমিডয়া ফাউন্ডেশনের কাছে প্রদান করতে হবে।

স্টুয়ার্ডদেরকে বহুভাষী হিসেবে আশা করা হয়, কারণ তাঁরা প্রায়-ই বিভিন্ন ভাষার বিভিন্ন প্রকল্পে কাজ করেন, যদিও এটি কোনো আবশ্যক শর্ত নয়। তাঁদেরকে সাধারণ বিবেচনায় গ্রহণযোগ্য সময়ের জন্য সক্রিয় থাকতে হবে। এছাড়াও অন্যান্য সীমাবদ্ধতার মধ্যে, স্টুয়ার্ডরা যে প্রকল্পে সক্রিয় সেখানে প্রশ্ন ওঠার সম্ভাবনা ও মতানৈক্য ইত্যাদির আশঙ্কায় তাঁদের সংশ্লিষ্টতা পারতপক্ষে আশা করা হয় না। এর চাইতে তাঁদেরকে বিভিন্ন ধরনের স্টুয়ার্ড অনুরোধ পাতায় সাহায্য করবেন বলে আশা করা হয়। এছাড়াও তাঁরা বিভিন্ন অনুরোধের দ্রুত উত্তর প্রদানে আইআরসি ফ্রিনোড চ্যানেল #wikimedia-stewardsconnect-এ যোগ দিতে পারেন।

নিষ্ক্রিয় স্টুয়ার্ডগণের ক্ষেত্রে তাঁদের অধিকার অপসারণ করা হবে।

আবেদন

[edit]
প্রার্থীতা প্রদানের সময় শেয় হয়ে গেছে। আর কোনো প্রার্থীতা গ্রহণযোগ্য নয়।

পরিচয়ের প্রমাণ প্রদান

[edit]