প্রযুক্তি/সংবাদ/২০১৩/৪৭
Appearance
প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন এবং অবদান রাখুন।
পূর্ববর্তী | ২০১৩, সপ্তাহ নং ৪৭ (সোমবার ১৮ নভেম্বর ২০১৩) | পরবর্তী |
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
নতুন বৈশিষ্ট্য
- মিডিয়াউইকির সকল উইকিতে বেটা ফিচার নামের একটি বৈশিষ্ট সক্রিয় করা হয়েছে। এখন থেকে এটি সক্রিয় থাকলে নতুন চালু হতে যাওয়া সকল বৈশিষ্ট পরীক্ষা করা যাবে। এটি সক্রিয় করার মাধ্যমে এমন সকল উইকিতেই দৃশ্যমান সম্পাদক ব্যবহার করা যাবে, যেখানে এটি এখনো চালু করা হয়নি। এর পাশাপাশি নতুন মিডিয়া ভিউয়ার এবং নিবন্ধের লেখার নতুন স্টাইলটিও পরীক্ষা করা যাবে এখান থেকে। [১]
- সরঞ্জাম ডেভলপারগণ এখন থেকে OAuth প্রোটকল ব্যবহার করে উইকিমিডিয়া সাইটের সাথে যোগাযোগ করতে সক্ষম এমন সরঞ্জাম তৈরী করতে পারবেন। এর ফলে ব্যবহারকারীরা, এই সকল সরঞ্জামকে উইকিমিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেয়া ছাড়াই সম্পাদনাসহ অন্যান্য পরিবর্তন করতে ব্যবহার করতে পারবেন। [২]
ত্রুটিসমূহ
- যে সকল উইকিতে CirrusSearch ব্যবহার করা হচ্ছে সেগুলোতে ১৮ নভেম্বর ১৬:০০ থেকে ২০:০০ সময়ের মধ্যে অনুসন্ধানের ক্ষেত্রে ত্রুটি দেখা গিয়েছিলো।
ভবিষ্যৎ পরিকল্পনা
- নভেম্বর ২৫ তারিখের এই সপ্তাহে কোডে বড় কোন ধরনের পরিবর্তন করা হবে না, কারণ অনেক ডেভলপারই থ্যাঙ্কস গিভিং ডের ছুটিতে থাকবেন।
- উইকিসংকলনের
Page:
পাতাগুলো (Proofread Page এক্সটেনশনের সাথে ব্যবহৃত) শিগ্রই জাভাস্ক্রিপ্ট ছাড়াই ব্যবহার করা যাবে। [৩]
প্রযুক্তি দূত দ্বারা প্রস্তুতকৃত ও বৈশ্বিক বার্তা প্রদানকারী দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।