প্রযুক্তি/সংবাদ/২০২১/১০
Appearance
প্রযুক্তি সংবাদের সাপ্তাহিক সারাংশের মাধ্যমে আপনি সফটওয়্যারের সাম্প্রতিক পরিবর্তনগুলি সম্পর্কে জানতে পারবেন। এই পরিবর্তনগুলির ফলে আপনি ও উইকিমিডিয়ার অন্যান্য ব্যবহারকারীরা সম্ভবত প্রভাবিত হতে পারেন। গ্রাহক হোন, অবদান রাখুন এবং মতামত জানান।
পূর্ববর্তী | ২০২১, সপ্তাহ নং ১০ (সোমবার ০৮ মার্চ ২০২১) | পরবর্তী |
উইকিমিডিয়ার কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তনগুলি সম্পর্কে অন্য ব্যবহারকারীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- অনুচ্ছেদ অনুবাদ এখন বাংলা উইকিপিডিয়ায় কাজ করছে। এটি মোবাইল ব্যবহারকারীদের নিবন্ধের অনুচ্ছেদ অনুবাদে সহায়তা করবে। এটি পরবর্তীতে আরও কিছু উইকিতেও আসবে। প্রথম লক্ষ্য হচ্ছে যেসব সক্রিয় উইকিতে নিবন্ধের সংখ্যা কম সেগুলো। আপনি এটি পরীক্ষা করে দেখতে পারেন এবং প্রতিক্রিয়া জানাতে পারেন।
- ফ্ল্যাগড রিভিশন এখন প্রশাসকদের পর্যালোচনা অধিকার দেয়। [১]
- কেউ একটি উইকিপিডিয়া নিবন্ধের লিংক টুইটারে যুক্ত করলে এখন থেকে প্রাকদর্শন দেখা যাবে। [২]
সমস্যাগুলি
- অনেক গ্রাফে জাভাস্ক্রিপ্ট ত্রুটি দেখা যায়। গ্রাফ সম্পাদকরা তাদের সম্পাদনার পর ব্রাউজারের ডেভেলপার কনসোলে তা পরীক্ষা করতে পারেন। [৩]
এই সপ্তাহের পরের পরিবর্তনসমূহ
- মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ৯ মার্চ থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ১০ মার্চ থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১১ মার্চ থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
- নতুন আলোচনা সরঞ্জাম শীঘ্রই বেশিরভাগ উইকিতে নতুন আলোচনা সরঞ্জাম বেটা বৈশিষ্ট্য হতে যাচ্ছে। লক্ষ্য হচ্ছে, নতুন আলোচনা শুরুর প্রক্রিয়াকে সহজতর করা। [৪]
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- টেমপ্লেট নিয়ে কাজ করা সহজতর করতে বেশ কিছু পরিবর্তন আসতে যাচ্ছে। মার্চে প্রথম কোনও উইকিতে কিছু পরিবর্তন আসবে। অন্যান্য পরিবর্তনগুলো জুনে প্রথম উইকিতে আসবে। এটি যারা টেমপ্লেট ব্যবহার করেন এবং যারা রক্ষণাবেক্ষণ করেন উভয়ের জন্যই। আরও জানুন এখানে।
- তথ্যসূত্র প্রাকদর্শন পূর্বনির্ধারিত বৈশিষ্ট্য হিসেবে কিছু উইকিতে ১৭ মার্চ চালু হবে। এটি পাতা প্রাকদর্শনের কিছু সেটিংস ভাগ করে নিবে। আপনি যদি রেফারেন্স টুলটিপস অথবা ন্যাভিগেশন-পপআপস গ্যাজেট পছন্দ করে থাকেন তাহলে সেগুলোর ব্যবহারও চালিয়ে যেতে পারে। এগুলো ব্যবহার করলে তথ্যসূত্র প্রাকদর্শন দেখা যাবে না। [৫][৬]
- নতুন ফাংশন সমূহ ইন্টারনেট এক্সপ্লোরার ১১ তে কাজ করবে না। কারণ, ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে একটি পুরনো ব্রাউজার যাতে বর্তমান সময়ে জাভাস্ক্রিপ্টগুলো যেভাবে লেখা হয় তা কাজ করে না। যেগুলো ইন্টারনেট এক্সপ্লোরারে এখন কাজ করছে এবারের মতো সেগুলো কাজ করবে। আরও পড়তে পারেন এখানে।
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।