Training modules/Dealing with online harassment/slides/legal-advice/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Training modules/Dealing with online harassment/slides/legal-advice and the translation is 100% complete.

আপনার যা করা উচিত নয়: আইনি সহায়তা

আপনি যদি হয়রানির অভিযোগ নিয়ে কাজ করেন সেক্ষেত্রে কোন এক সময় আইনি বিষয় চলে আসবে। এরকম হতে পারে যে, টার্গেট ডিএমসি নোটিস দিয়ে কোন ওয়েবসাইট থেকে কোন ছবি অপসারণ করতে পারবে কিনা বা এরকম কোন অভিযোগ আসলে যেখানে “আমি আইনি পদক্ষেপ নিবো আপনার বিরোদ্ধে”, সেক্ষেত্রে যদি হয়রানির শিকার ব্যক্তি আপনার কাছে পরামর্শ নিতে চান যে, তারা হয়রানিকারী ব্যক্তির বিরোদ্ধে কোন একশন নিতে পারবে কিনা সেক্ষেত্রে আপনার পরামর্শ প্রদান করা উচিত নয়।

মানসিক স্বাস্থ্যগত সমস্যাতেও একই কথা প্রযোজ্য। কারণ? অনেক কারণ রয়েছে যে কারণে আপনার আইনি পরামর্শ দেওয়া উচিত নয়।

  • সীমানা: দেখুন মানসিক স্বাস্থ্য পরামর্শ
  • আপনার শক্তির অপচয় নয়: দেখুন মানসিক স্বাস্থ্য পরামর্শ
  • টার্গেট ও অভিযোগকারীর আগ্রহ: সঠিক আইনি পরামর্শ না দিলে অনেক সময় সেটির জন্য বিপদ বয়ে আনে। অনেক সময় ভুল আইনি পরামর্শের ফলে টার্গেটরাই উল্টো বিপদে পরতে পারেন এবং হয়রানীকারী ব্যক্তি তাদের টার্গেটের বিপক্ষো আইনী পদক্ষেপ নেওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
  • দায়: কোন কোন দেশে যেমন যুক্তরাষ্টে অনুমতি প্রাপ্ত ব্যক্তি ব্যতীত অন্য কেউ কোন ধরণের আইনী পরামর্শ প্রদান করলে সেকে।ষত্রে উক্ত ব্যক্তিকে আইনের মুখমুখি হতে হয় এবং জরিমানাসহ কারাবরণেরও সম্ভাবনা রয়েছে।

যদি এরকম পরিস্থিতির তেরি হয় সেক্ষেত্রে আপনার উচিত হবে অভিযোগকারীকে বুঝিয়ে বলা যে, আপনি আইনী কোন পরামর্শ প্রদান করতে পারবেন না। আপনার যদি ভালো কোন রিসোর্স থেকে থাকে সেক্ষেত্রে অভিযোগকারীকে সে ব্যাপারে বলতে পারেন কিন্তু যদি আপনি কমফোর্ট অনুভব না করেন সেক্ষেত্রে করা উচিত নয়। নিচে দুটি লিংক দেওয়া রয়েছে যার মাধ্যমে অভিযোগকারীগণ নিজেরাই তাদের প্রয়োজন অনুসারে স্থানীয় রিসোর্স খুঁজে বের করতে পারবেন।