Training modules/Dealing with online harassment/slides/responding-to-third-party-questions-about-a-case/bn

From Meta, a Wikimedia project coordination wiki

প্রতিবেদন প্রকাশ: তৃতীয় পক্ষের প্রশ্নে কোন কেইস সম্পর্কে উত্তর দেওয়া

এটা মনে রাখুন যে, সম্প্রদদায়ের যেসব সদস্য আপনার ঘোষণা দেখেছে তারা কেইসটি সম্পর্কে অবগত নয়। এটা বুঝা যায় যে, যে আন্দোলনে স্বচ্ছতা রয়েছে সেখানে মানুষ আরও বেশি তথ্য আশা করবে সম্প্রদায়ের সদস্যগণ এমনও হতে পারে যে, নির্দিষ্ট কোন নীতিমালা সাপেক্ষ এই তদন্তটি ঠিক আছে কিনা সেটারও উত্তর দিতে হতে পারে।

যদিও সম্প্রদায়ের এই প্রশ্নগুলো বুঝার মত কিন্তু এটাও মনে রাখুন যে, আপনি এই কাজটি করছেন কারণ সম্প্রদায়ই আপনাকে যখন প্রয়োজন গোপনীয়তার সাথে তথ্যগুলো যাতে সমাধান করতে পারেন। প্রশ্ন করা হয়েছে মানেই যে, আপনাকে সেটার বিস্তারিত তথ্য দিতে হবে এমনটি নয় যদি কেইসের গোপনীয় কোন ব্যক্তিগত তথ্য তাতে প্রকাশের হুমকি থাকে।

যেখানে তৃতীয় পক্ষ কোন কেইস সম্পর্কে আপনাকে প্রশ্ন করছে সেখোনে নিরাপদ থেকে যতটা সম্ভব তথ্য দিন এবং প্রয়োজনের তুলনায় বেশি তথ্য দিবেন না। তবে এক্ষেত্রে আপনার জাজমেন্ট ব্যবহার করুন, যদি অপানি নিশ্চিত না হন সেক্ষেতেক্র আপনার দলের সদস্যদের জিজ্ঞেস করতে পারেন।

  1. যদি প্রশ্নটি ব্যক্তিগত গোপনীয়তার নীতি ভঙ্গ না করে তাহলে ২ নাম্বারে যান অন্যথায় উত্তর দেবেন না।
  2. উত্তরটি কি কোন ধরণের গোপনীয়তার নীতি ভঙ্গ করছে? যদি হ্যাঁ হয় তাহলে ৩ নাম্বারে যান। যদি না হয় তাহলে পাবলিকলি উত্তর দেবেন না।
  3. প্রশ্নটি কি এই কেইসের সাথে সামঞ্জস্যপূর্ণ? যদি হ্যাঁ হয় সেক্ষেত্রে ৪ নাম্বার এ যান, যদি না হয় সেক্ষেত্রে তাহলে অধিকতর ভালো ভ্যানুতে যাওয়ার প্রস্তাব দিন।
  4. প্রশ্নটি কি আপনাদের তদন্তের ব্যাপারে সম্প্রদায়কে আরও পরিষ্কারভাবে জানাতে সাহায্য করবে? যদি সম্ভব হয় সেক্ষেত্রে আপনার নিজের জাজমেন্ট ব্যবহার করে পাবলিকলি উত্তর দিন। যদি শুধুমাত্র উৎসাহের খাতিরেই হয়ে থাকে সেক্ষেত্রে এটা ব্যাখ্যা করুন যে, কি কারণে এটি গোপনীয়তার সাথে করা গুরুত্বপূর্ণ।