Jump to content

উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন/২০২৪/প্রাজিপ্র

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Foundation elections/2024/FAQ and the translation is 95% complete.
Outdated translations are marked like this.

সাধারণ প্রশ্ন

ট্রাস্টি বোর্ড বলতে কী বোঝায়?

উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম দেখাশোনা করে। সম্প্রদায় ও সহযোগী সংগঠন কর্কৃক নির্বাচিত ট্রাস্টি, নিয়োগকৃত ট্রাস্টি এবং সম্প্রদায় প্রতিষ্ঠাতা ট্রাস্টি - এই তিন ধরণের সদস্য নিয়ে ট্রাস্টি বোর্ড গঠিত। প্রত্যেক সদস্য তিন বছর করে দায়িত্ব পালন করেন। উইকিমিডিয়া সম্প্রদায়ের সদস্যগণ 'সম্প্রদায় ও সহযোগী সংগঠন কর্তৃক নির্বাচিত ট্রাস্টি' সদস্য নির্বাচনে অংশ নিতে পারেন।

বোর্ডের ট্রাস্টি বলতে কাদের বোঝানো হয়?

ট্রাস্টি সদস্যগণ বিশ্বের বিভিন্ন দেশের হয়ে থাকেন যারা একইসাথে বিশদ ও বৈচত্রময় অভিজ্ঞা নিয়ে আসেন। বর্তমানে যারা ট্রাস্টি আছেন তাদের নাম দেখুন এখানে

নির্বাচন কমিটি বলতে কী বোঝায় এবং কেন তারা ভোটিং পদ্ধতি নির্ধারণ করে?

উইকিমিডিয়া ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সম্প্রদায় নির্বাচনের বিষয়টি নির্বাচন কমিটি তত্ত্বাবধান করে। সাংগঠনিকভাবে ২০১৬ সালের জুলাই থেকে নির্বাচন কমিটি চালু থাকলেও এটির পূর্বসূরী সময়ে সময়ে প্রয়োজন অনুসারে ২০০৪ সাল থেকে এই দায়িত্ব পালন করেছে। নির্বাচন কমিটিতে সম্প্রদায় থেকেই স্বেচ্ছাসেবীরা যোগদান করেন।

আমি অনুশাসন পছন্দ করি! আমি বোর্ড নির্বাচন পদ্ধতিতে কীভাবে যোগদান করতে পারি?

দারুণ! সম্প্রদায়ের যত বেশি সদস্য নির্বাচনে যুক্ত থাকবে এই প্রক্রিয়া আরও ভালো হবে। সম্প্রদায়ের সদস্যগণ প্রার্থী হতে পারে আবার নির্বাচন স্বেচ্ছাসেবক হতে পারেন।

নির্বাচনী স্বেচ্ছাসেবকরা নির্বাচন কমিটি, বোর্ড নির্বাচনকে সমর্থনকারী উইকিমিডিয়া ফাউন্ডেশন দল এবং বৃহত্তর সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধনের কাজ করে থাকে। তারা সম্প্রদায়ের সদস্যদের নির্বাচনে অংশগ্রহণ করতে এবং আন্দোলন সংগঠনের জন্য সক্ষমতা বৃদ্ধিতে কাজ করে।

প্রার্থীর জন্য প্রাজিপ্র

এই নির্বাচন চক্রে কতটি আসন উন্মুক্ত রয়েছে?

২০২৪ সালের বোর্ড নির্বাচন প্রক্রিয়ার জন্য চারটি (৪) সম্প্রদায়-এবং-সহযোগী-নির্বাচিত আসন উন্মুক্ত রয়েছে।

আমাকে কেন ইংরেজিতে দক্ষ হতে হবে?

বোর্ডের সমস্ত কাজকর্ম ইংরেজিতে পরিচালিত হয় এবং ট্রাস্টিদের অবশ্যই কথ্য এবং লিখিত উভয় ইংরেজিতেই সাবলীল হতে হবে। গোপনীয়তার কারণে, ফাউন্ডেশন লিখিত উপকরণ বা সভার জন্য অনুবাদ সহায়তা নিতে পারে না। তবে, ফাউন্ডেশন, যেসব ট্রাস্টি তাদের ইংরেজি দক্ষতা আরও উন্নত করতে চান (যেমন উচ্চারণ উন্নত করা) তাদের সহায়তা প্রদান করে থাকে।

সর্বনিম্ন যোগ্যতা কেন পরিবর্তন করা হয়েছে?

ট্রাস্টি বোর্ডে কাজ করার জন্য প্রার্থীদের ন্যূনতম যোগ্যতা পূরণ করতে হবে। নির্বাচন কমিটির সাথে আলোচনা করে উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড নির্বাচনের কার্যকরী দল দ্বারা এই ন্যূনতম মানদণ্ডগুলো চিহ্নিত করা হয়েছিল। এই বছরের জন্য দুটি সংযোজন-একটি যৌথ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থায় কাজ করার পূর্ববর্তী অভিজ্ঞতা, বিশেষত বোর্ড বা কমিটি এবং উইকিমিডিয়া (বা সমতুল্য) আন্দোলন নির্মাণ এবং সংগঠনের উল্লেখযোগ্য অভিজ্ঞতা- এটার উদ্দেশ্য এমন প্রার্থীদের চিহ্নিত করা যাদের বোর্ডের সদস্য হিসাবে সফল হওয়ার প্রাসঙ্গিক অভিজ্ঞতা আছে।

আসল নাম বলতে কী বুঝায়? এবং আমাকে কেন এটি উন্মুক্ত করতে হবে?

'আসল নাম' আপনার বৈধ আইনী নামকে বোঝায়। যদি আপনি নির্বাচিত হন এবং ট্রাস্টি বোর্ডে নিযুক্ত হন, তাহলে আপনার আইনি নামটি ব্যাকগ্রাউন্ড এবং মিডিয়া চেক করতে ব্যবহার করা হবে। একবার বোর্ডে আসার পর, আপনার আইনি নামটি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অলাভজনক সংস্থার কাগজপত্রে ব্যবহৃত হবে (আইনী প্রয়োজনীয় ফর্ম ৯৯০-এর মতো প্রয়োজনীয় বাহ্যিক প্রতিবেদনের নথির জন্য ব্যবহার করা হবে)।

ব্যাকগ্রাউন্ড চেক ও মিডিয়া চেকের সময় কী ঘটে?

ব্যাকগ্রাউন্ড পরীক্ষার জন্য ফাউন্ডেশন একটি ভেন্ডরের সাথে কাজ করে থাকে যারা প্রার্থীদের কাছ থেকে তাদের সরকারি আইডি সংগ্রহ করে তা বিভিন্ন ফৌজদারি, আইনি, এবং আর্থিক বিভিন্ন ডাটাবেজের সাথে মিলিয়ে দেখেন। এই ব্যাকগ্রাউন্ড চেক ফাউন্ডেশনের মানব উন্নয়ন দল করে থাকে। একই ধরণের ব্যাকগ্রাউন্ড পরীক্ষা ফাউন্ডেশনের কর্মীদের নিয়োগের সময়ও করা হয়।

মিডিয়া পর্যালোচনার জন্য ফাউন্ডেশন কোন একটি ভেন্ডরের সাথে কাজ করে থাকে যারা বিভিন্ন মিডিয়া ডাটাবেজে প্রার্থীর মন্তব্য ও তা সম্পর্কে করা খবরগুলো পর্যালোচনা করে। এই পরযালোচনাটিও ফাউন্ডেশনের মানব উন্নয়ন দল করে থাকে এবং যে কোন ধরণের সমস্যা বোর্ড অফিসারকে অবহিত করে।

আপনি আরও পড়তে পারেন এখানে

পরিচয় প্রমাণের উদাহরণ কি? কখন প্রমাণের প্রয়োজন হয় এবং আমার প্রার্থীতার পরে সেই প্রমাণের সাথে কী ঘটে?

পরিচয়ের প্রমাণ আপনার পরিচয়পত্র এবং আপনার পাসপোর্টসহ যে কোনও সরকারি পরিচয়পত্র হতে পারে। আপনি যখন আপনার প্রার্থিতা ঘোষণা করবেন, তখন আপনাকে আপনার পরিচয় নিশ্চিত করতে কোন একটি ছবিসহ সরকারি পরিচয়পত্র secure-info@wikimedia.org-এ পাঠাতে বলা হবে। এবং একবার নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে গেলে, আপনার পরিচয়ের প্রমাণ মুছে ফেলা হবে।

এখানে প্রাকবাছাই প্রক্রিয়া কেন যুক্ত করা হয়েছে?

এরপূর্বে সম্প্রদায় পর্যালোচনায় থেকে উঠে এসেছে যে যদি কোন নির্বাচনে প্রার্থী সংখ্যা বেশি থাকে তাহলে প্রার্থীদের সবাইকে পর্যালোচনা করা অসুবিধা হয়ে উঠে। ২০২১ সালে ২ আসনের জন্য যখন ১৯ জন প্রার্থী ছিলো তখন এই আলোচনাটি হয়েছিলো। ২০২৪ সালের নির্বাচনে প্রাকবাছাই প্রক্রিয়াটি তখনই শুরু হবে যদি প্রার্থী সংখ্যা ১৫-এর বেশি হয় যেখােন আসন মাত্র ৪টি।

সহযোগী সংস্থাগুলো প্রাক বাছাই কেন করছে?

সম্প্রদায়-ভিত্তিক প্রক্রিয়ায় যুক্ত থাকার জন্য প্রতিটি অ্যাফিলিয়েটের ২জন করে প্রতিনিধি আছে। প্রাকবাছাই এবং প্রার্থীতা সংক্রান্ত বিষয়গুলো দেখেত অনেক সময় ও শ্রমের প্রয়োজন যা এর পূর্বে অ্যাফিলয়েটরা সফলভাবে করেছে। এবারও আশা করা যায় এই প্রক্রিয়াটি আরও অংশগ্রহণমূলক হবে এবং আরও উন্নত হবে যাতে সবাই এই প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।

কেমন করে অ্যাফিলিয়েট প্রতিনিধিগণ প্রাকবাছাইতে তাদের মতামত দিবে?

বোর্ড যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে প্রতিটি অ্যাফিলিয়েটের প্রতিনিধিগণ প্রাকবাছাই করবে। তারা এরমধ্য থেকে সর্বোচ্চ ১২জনকে বাছাই করতে পারবে নির্ধারিত নীতিমালা অনুসারে। যদি ১২ জনের বেশি হয় তাহলে সবচেয়ে যোগ্য ১২জনকেই বাছাই করবে।

কারা প্রচারণার নির্দেশিকা প্রয়োগ করবে এবং পর্যালোচনা করবে?

নির্বাচন কমিটি এই নির্দেশিকা ঠিকভাবে মানা হচ্ছে কিনা সেটা দেখবে।

কেন প্রার্থীদের জন্য অনবোর্ডিং প্রক্রিয়া রাখা হয়েছে?

অনবোর্ডিং দুইটি উদ্দেশ্য পূরণ করে: (১) প্রার্থীকে এটা বুঝার সময় দেওয়া যে তারা যা আশা করেছিলেন তা পূরণ হচ্ছে কিনা এবং এই পদের জন্য তারা উপযুক্ত কিনা (২) নির্বাচিত প্রার্থীদের জন্য ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে যোগদানের পূর্বে সাম্যক ধারণা লাভ তাদের এই কাজে সুবিধা প্রদান করবে।

ভোটারদের প্রাজিপ্র

An example of voting using drop-down menus and STV on MediaWiki's SecurePoll software

ভোট দেওয়ার জন্য কী কোনও বিশেষ যোগ্যতার প্রয়োজন?

হ্যাঁ। নির্বাচন কমিটি ভোটদানের মানদন্ড নির্ধারণ করেছে।

আমি কতবার ভোট দিতে পারি?

নিয়মটি হলো: একজন ব্যবহারকারী, একটি ভোট। ভোটার যোগ্যতা পূরণ করতে, আপনার অবদান সব উইকি জুড়ে গণনা করা হবে, হতে পারে এটি আপনার হোম-উইকি বা অন্য উইকি।

আপনি যদি আপনার ভোট পরিবর্তন করার সিদ্ধান্ত নেন, তাহলে আপনি তা করতে পারেন। এটি হতে পারে যে আপনি আপনার মন পরিবর্তন করেছেন বা আপনি যদি ভুল করে থাকেন। শুধু আবার ভোট দিন, তাহলে আপনার আগের ভোটটি বাতিল হবে এবং পরেরটি গণনায় থাকবে।

নির্বাচিত ট্রাস্টিদের কখন নিয়োগ করা হবে?

আশা করা যায় যে ২০২৪ সালের ডিসেম্বরের ট্রাস্টি বোর্ডের বৈঠকের সময়েই নিয়োগ সম্পন্ন হবে।

নির্বাচন কমিটি কোন নির্বাচন পদ্ধতির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে?

নির্বাচন কমিটি একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতি বেছে নিয়েছে। এই ভোটিং পদ্ধতি ভোটারদের কেবল একজন প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগের বদলে, প্রার্থীদের ব়্যাঙ্ক পদ্ধতিতে ভোটদানের সুযোগ প্রদান করে। মেটা-উইকিতে ভোটিদানের প্রদ্ধতির একটি উদাহরণ দেখুন।

কোন মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে?

২০০৯ সালে থেকে আগের বোর্ড নির্বাচনের সময় যেমনটি হয়ে আসছে, এই নির্বাচনেও সিকিওরপোল মাধ্যম ব্যবহার করা হবে।

সিকিওরপোলের এসটিভি কিভাবে কাজ করে?

  • ভোটের পাতায়, ভোটদাতা ড্রপডাউন বাক্সের একটি ক্রম দেখতে পাবেন। ভোটাররা "পছন্দ ১" (সর্বাধিক পছন্দসই) থেকে "পছন্দ ১২" (সর্বনিম্ন পছন্দসই) পর্যন্ত প্রার্থীদের স্থান দেবেন।
  • শীর্ষ থেকে শুরু করে, ভোটাররা সবচেয়ে উপযুক্ত বলে মনে করা প্রার্থীদের নির্বাচিত হওয়ার জন্য স্থান দেওয়া শুরু করবেন। যে প্রার্থীদের ভোটাররা কম উপযুক্ত বলে মনে করেন তাঁদের তালিকার নিচের দিকে চিহ্নিত করবেন। যে প্রার্থীদের ভোটাররা অনুপযুক্ত বলে মনে করেন তাঁদের একেবারেই চিহ্নিত করবেন না।
  • ভোটদান প্রক্রিয়া চলাকালীন একজন ভোটদাতা যেকোনো সময় প্রার্থীদের স্থান দেওয়া বন্ধ করতে পারেন। উদাহরণস্বরূপ, ১২ জন প্রার্থীর মধ্যে, একজন ভোটদাতা শুধুমাত্র শীর্ষ ৬ জন প্রার্থীকে স্থান দিতে পারেন এবং বাকি ৬ জনকে স্থান নাও দিতে পারেন।
  • প্রার্থীদেরকে স্থান দেওয়ার সময়ে মাঝখানে কোনো ক্রমিক সংখ্যা বাদ দেওয়া চলবে না। ক্রমিক সংখ্যা বাদ দিলে ত্রুটি

চলে আসবে।

  • ভোটদাতা একই প্রার্থীকে একাধিক স্থান দিতে পারবেন না। দিতে গেলে ত্রুটি হবে।
  • ভোটদাতা পুনরায় ভোট দিতে পারবেন। এটি তাঁদের আগের ভোটের ওপর নতুনভাবে লেখা হবে। তাঁরা যতবার ইচ্ছা এটা করতে পারেন।

আমি কিভাবে বুঝব কাকে ভোট দিতে হবে?

কাকে ভোট দেবেন তা নির্ধারণ করতে আপনি নিম্নলিখিত সংস্থানগুলি ব্যবহার করতে পারেন:

আমি ভোটদাতাদের ব্যবহারকারীর নাম দেখতে পাচ্ছি। আমি বা অন্যরা কি দেখতে পাবে যে আমি কিভাবে ভোট দিয়েছি?

ভোটার তালিকা সর্বসমক্ষে প্রকাশ্য; আপনি দেখতে পারেন কে ভোট দিয়েছেন। সমস্ত ভোট বৈধ কিনা তা নিশ্চিত করতে এই তালিকাটি যাচাই-বাছাইকারীরা ব্যবহার করেন। কিন্তু, কিভাবে কেউ ভোট দিয়েছেন তা কেউ দেখতে পাবেন না; আপনার ভোট আপনাকে আরোপ্য করবে না।