Training modules/Keeping events safe/slides/conduct-a-post-incident-review/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Training modules/Keeping events safe/slides/conduct-a-post-incident-review and the translation is 93% complete.

অনুষ্ঠানের পর: পরবর্তীতে ঘটে যাওয়া ঘটনার পর্যালোচনা

পর্যালোচনা যখনই কোন একটি অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন সেটি ইমারজেন্সি রেসপন্স টিমের দায়িত্ব অনুষ্ঠানের একটি প্রতিবেদন জমা দেওয়া।

  • আপনি কি অভিযোগকৃত বিষয়টি সঠিকভাবে নিষ্পত্তি করতে পেরেছেন?
  • আপনি কি এ বিষয়ে আরও ভালো কিছু করতে পারতেন?
  • কোন অ্যাকশ বা ধাপ সেখানে কাজে লেগেছে?
  • আপনি কি শিখেছেন যেটি সম্প্রদায়ের সাথে শেয়ার করতে পারবেন?
  • ঘটনার সাথে যুক্ত কোন পার্টির সাথে কি পরবর্তীতে যোগাযোগের প্রয়োজন রয়েছে যেমন, যিনি অভিযোগ করেছেন, যার বিরোদ্ধে করেছেন বা অন্যান্য অংশগ্রহণকারী?

উপরের বিষয়সমূহের উত্তর বের করার মাধ্যমে আপনি সতন্ত্রভাবে বা দল হিসেবে উক্ত ঘটনার সময়র কেমন পরফরমেন্স করেছেন সে ব্যাপারে একটি ধারণা লাব করবেন। সাথে সাথে এর মাধ্যমেও এটাও ফুঁটে উঠবে যে, কোন দিকটিতে আপনি উন্নতি করতে পারতেন বা আরও ভালো করা যেতে পারে। ইমারজেন্সি রেসপন্স টিম নিজেদের মধ্যে ফোনালাপ, বা সাক্ষাত বা অন্য কোন নথির মাধ্যমে এ কাজটি সম্পন্ন করতে পারেন।

'নথি যখন আপনার নথি পর্যালোচনার কাজ শেষ তখন আপনি এটি সম্পর্কে প্রতিবেদন তৈরি করুন। প্রতিবেদনের ফরম্যাট কি হবে সেটি নির্ভর করে আপনার উপর যেহেতু এটি পরবর্তীতে অন্য কারও সাথে শেয়ার করা হবে। প্রতিবেদনে এগুরো উল্লেখ করা যেতে পারে:

  • প্রধান বিষয়গুলো নির্ণয় করা
  • বর্ণনা করুন কিভাবে সেগুলো নিষ্পত্তি করা হয়েছে (যদি করা হয়ে থাকে)
  • এ প্রক্রিয়ার মাধ্যমে কি শিখতে পারলেন সেটি শেয়ার করুন
  • এ সব বিষয় পুনরায় হলে কিভাবে আরও ভালোভাবে নিষ্পত্তি করতে হবে সে ব্যপারে মত দিন

If the report needs to be made public, it should be anonymized. The full version should be kept to a small group, and reported as appropriate for future actions.

প্রচার : আপনার প্রতিবেদনটি এমন হওয়া উচিত নয় যে, সেটি কোন একটি নির্দিষ্ট ব্যক্তিতে ঘটনার জন্য দায়ী হিসেবে চিহ্নিত করে বরং এমভাবে করা উচিত যাতে এসব দিক কিভাবে ভবিষ্যতে ঠেকানো যায় এবং কোন বিষয়টিতে বর্তমানে ঘাটতি ছিল এমন বিষয়সমূহ ফুটে উঠে। যেহেতু আপনার প্রতিবেদনটি পুরো টিম জুরেই শেয়ার করা হবে সেহেতু প্রতিবেদন তৈরির সময় এটা নিশ্চিত করুন যে, আপনার প্রতিবেদন থেকে কোন ধরণের ব্যক্তিগত তথ্য অপসারিত হয়েছে। পরবর্তীতে সংগঠকগন এই প্রতিবেদনটি বিভিন্ন প্রয়োজনীয় চ্যানেলে শেয়ার করবেন যাতে এ থেকে উইকিমিডিয়া আন্দোলনের অন্যান্যরাও শিক্ষা গ্রহণ করতে পারেন।