কৌশল/উইকিমিডিয়া আন্দোলন/২০১৭/চক্র ২/রিচ/আবেদন

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Strategy/Wikimedia movement/2017/Cycle 2/Reach/Apply and the translation is 100% complete.

উইকিমিডিয়া হল, অংশীদার, বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থাকে নিয়ে একসাথে ভবিষ্যৎ মুক্ত জ্ঞানের বাস্তু সংস্থানের একটি অংশ। আমরা শিক্ষা প্রতিষ্ঠান, গ্ল্যাম, প্রযুক্তি অংশীদার, সরকারি সংস্থা ইত্যাদিকে সাথে নিয়ে কাজ করে থাকি।

যখন আমরা একসাথে কাজ করি তখন আমাদের প্রভাব বৃদ্ধি পায়। বিশেষজ্ঞ ও সংস্থা যারা আমাদের মুক্ত জ্ঞান বিনিময়ের সাথে একাতত্বা প্রকাশ করে তাদের মতামতও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাদের মতামত আমাদের আমাদের ভবিষ্যৎ কৌশল নির্ধারণী প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রবাভ ফেলবে।

আপনি কি করতে পারেন

অোপনি স্থানীয় অংশীদার, বিশেষজ্ঞ ও সংস্থাকে উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী আলোচনায় যুক্ত করতে চান? উইকিমিডিয়া ২০৩০ দল আপনাকে এ ব্যাপারে সাহায্য করতে আগ্রহী।

  1. আপনার অ্যাফিলিয়েটের আলোচনায় স্থানীয় অংশীদার/বিশেষজ্ঞদের আমন্ত্রন জানান: অংশীদারদের আপনার অনুষ্ঠানের আলোচনায় যুক্ত করে তাদের মতামত গ্রহণ করুন।
  2. স্থানীয় অংশীদার ও বিশেষজ্ঞদের সাথে আলাপ: স্থানীয় অংশীদার ও বিশেষজ্ঞদের প্রত্যেকের সাথে আলাপ করে এটা বিনিময় করুন এখন পর্যন্ত আপনি কি শিখতে পেরেছেন এই প্রক্রিয়া সম্পর্কে। আমরা আলোচনা পরিচালনা করার জন্য আপনাকে দিক নির্দেশনা প্রদাণ করবো ও এরকম কিছু টেমপ্লেট আপনার সাথে শেয়ার করবো যাতে আপনি ওই আলোচনা থেকে যা শিখবেন তা যেন অামাদের সাথে শেয়ার করতে পারেন।
  3. অংশীদার অনুষ্ঠান পরিচালনার জন্য অনুদানের অনুরোধ: উইকিমিডিয়ার ভবিষ্যৎ আলোচনার জন্য আমরা স্থানীয় অধিভুক্ত হওয়া বিশেষজ্ঞ ও অংশীদারদের সাথে রাতের খাবর বা মিটআপের ব্যয় বাবদ ছোট একটি অনুদান প্রদান করবো। যদি আপনি আগ্রহী হোন সেক্ষেত্রে দয়া করে কমপেক্ষ দুই সপ্তাহ আগে এটার জন্য অনুরোধ করুন। যদি আপনার অনুরোধ গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমরা আপনার সাথে অনুষ্ঠান ও আলোচনার পরিকল্পনা শেয়ার করবো।

প্রশ্ন? দয়া করে আলাপ পাতা ব্যবহার করুন!

প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন

স্থানীয় বিশেষজ্ঞ ও অংশীদারদের সাথে বৈঠক

কেন আমার স্থানীয় অংশীদার ও বিশেষজ্ঞদের সাথে কথা বলা উচিত?
উইকিমিডিয়া ২০৩০ কৌশল আলোচনার অন্যতম একটি লক্ষ্য হল সেসব বিশেষজ্ঞ ও অংশীদারদের কাছ থেকে মতামত সংগ্রহ করা যারা এখনো উইকিমিডিয়া কৌশল আন্দোলনে যুক্ত হওয়ার সুযোগ পাননি। এসব আলোচনা আমাদের উইকিমিডিয়ার ভবিষ্যৎ আন্দোলনের পথনির্দেশনা তৈরি করতে কাজে লাগবে।
কার সাথে আমার কথা বলা উচিত?
আমরা এমন সব লোকদের কাছ থেকে শুনতে চাই যাদের মতামত আমাদের কৌশল নির্ধারণী প্রক্রিয়ায় কাজে লাগবে। তারা হতে পারে বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিজ্ঞানী, প্রযুক্তি বিশেষজ্ঞ, ইন্টারনেট বিশেষজ্ঞ ও সামাজিক দিক দিয়ে নেতৃত্ব স্থানীয় ব্যক্তি।
আমি কিভাবে মানুষকে অংশগ্রহণের অনুরোধ করতে পারি?
এখানে একটি ইমেইল টেমপ্লেট পাবে স্থানীয় অংশীদার ও বিশেষজ্ঞদের আমন্ত্রন জানানোর জন্য। আপনার প্রয়োজন অনুসারে একটিকে তৈরি করে নিন।
আলোচনায় আমার কি জিজ্ঞেস করা উচিত?
আমরা আলোচনা পরিচালনার জন্য একটি নির্দেশিকা তৈরি করেছি। আপনি উইকিমিডিয়ার ভবিষ্যৎ সম্পর্কে যেকোন ধরণের প্রশ্ন করতে পারেন।
আমি কিভাবে যা আলোচনা করেছি সেগুলো শেয়ার করবো?
আপনি এই ফর্ম ব্যবহার করে আপনি যা শিখেছেন তা শেয়ার করতে পারেন। এছঅড়াও আমরা অনুষ্ঠানের ছবি, ভিডিও বা অডিও শুনতেও আগ্রহী। মনে রাখুন, আপনি আপনার নিজের ভাষায় ফর্মটি পূরণ করতে পারেন।

স্থানীয় অংশীদার ও বিশেষজ্ঞদের নিয়ে অনুষ্ঠান পরিচালনা

আমার প্রতিশ্রুতি কি?
আমার এটা নিশ্চিত করতে চাই যে অংশগ্রহণকারীরা যা শিখেছে ও যা মতামত দিয়েছে সে সম্পর্কে প্রশ্নসমূহের উত্তরগুলো সংগ্রহ করতে। এছঅড়াও অনুষ্ঠানের ছবি হলেও মন্দ হয় না।
কি ধরণের অনুষ্ঠান আমাদের পরিচালনা করা উচিত?
যদি আপনার প্রস্তাব গ্রহণ করা হয় সেক্ষেত্রে আমরা আপনার সাথে অনুষ্ঠান পরিচালনা ও আলোচনার নির্দেশিকা শেয়ার করবো। আমরা আপনাকে এই দুই ধরণের অনুষ্ঠানের প্রস্তাব দিচ্ছি যদিও আমরা অন্য অপশনগুলোও পর্যালোচনা করে দেখতে আগ্রহী। ১. উইকিমিডিয়ার ভবিষ্যত সম্পর্কে একটি গঠনমূলক রাতের খাবার ২. গঠনমূলক একটি আলোচনার জন্য সাক্ষাত।
কতগুলো অনুষ্ঠানের অনুদান দেওয়া হবে?
নির্দিষ্ট সংখ্যা নেই। আমরা যতগুলো পারি ততগুলোই দিবো।
কত টাকা দেওয়া হবে?
গ্র্যান্টস দেওয়া হবে ব্যয় অনুসারে এবং অ্যাফিলিয়েট ও ২০৩০ কৌশল দলের আলোচনার প্রেক্ষিতে।
কি কি ব্যয় দেওয়া হবে?
উইকিমিডিয়া ২০৩০ দল অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় খাবার, পানীয় ও অন্যা ন্য জিনিসপত্রের ব্যয় বহন করবে। স্থানীয় ব্যয় অনুসারে এটি $৫০০ - $১৫০০ মার্কিন ডলারের মধ্যে হবে।
আমরা কি শুধু অফিসিয়াল অংশীদারদের আনবো?
না, আপনি ভবিষ্যতে অংশীদার এরকমদের ও আমন্ত্রন জানাতে পারেন এবং যারা এ সম্পর্কে জ্ঞান রাখে তেমন যে কাউকে।
কিভাবে উইকিমিডিয়া ২০৩০ দল সিদ্ধান্ত গ্রহণ করবে যে কে গ্র্যান্ট পাবে?
আমরা প্রতিটি পূর্ণ প্রস্তাবনাই বিবেচনা করবো যতক্ষণ পর্যন্ত আমরা পারবো। এছাড়াও ভৌগোলিক দিকও বিবেচনা করা হবে। যেখানে আমরা ইতিমধ্যে স্থানীয় সম্প্রদায়কে নিয়ে এরকম অনুষ্ঠান করেছি সেগুলো বাদে। এ ব্যাপারে প্রশ্নে যোগাযোগ করুন জুলিয়্যাট বারবারার সাথে jbarbara@wikimedia.org
কেন শুধু অ্যাফিলিয়েটরা এটাতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে?
আমরা এটা জানি যে শুধুমাত্র অ্যাফিলিয়েটরা সম্প্রদায়ের অংশ নয় তবে অধিকাংশ ক্ষেত্রেই তারা স্থানীয় অংশীদারদের সাথে আলোচনা করে থাকে। যদি সতন্ত্র কোন অবদানকারীর কাছে কোন আইডিয়া থাকে সেক্ষেত্রে তাদের স্থানীয় অ্যাফিলিয়েটদের সাথে যোগাযোগের পরামর্শ দিচ্ছি তাদের সাথে মিলে অনুষ্ঠানের কথা বিবেচনা করা যেতে পারে।

স্থানীয় অংশীদার ও বিশেষজ্ঞদের কৌশল আলোচনায় অংশগ্রহণের টেমপ্লেট ইমেইল

প্রিয় [$username],

পরবর্তী ১৫ বছরে মুক্ত জ্ঞনের ভবিষ্যত নির্ধারণের আলোচনায় [উইকিমিডিয়া বাংলাদেশের সাথে] এক ঘন্টা সময় দিয়ে আপনি কি আলোচনা করতে আগ্রহী হবেন?

উইকিমিডিয়া এমন একটি আন্দোলন যার লক্ষ্য হল এই বিশ্বের সবার কাছে মুক্ত জ্ঞান পৌঁছে দেওয়া। আজকে আমরা আমাদের লক্ষ্যের দিকে উইকিপিডিয়াসহ অন্যান্য সহপ্রকল্পগুলোর মাধ্যমে মুক্তজ্ঞান প্রসারে কাজ করছি যাতে যুক্ত আছে ১০০০০০ স্বেচ্ছাসেবকসহ বিশ্বের ২৯০টি ভাষায় এ কাজটি করা হচ্ছে। এ বছর মুক্ত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে উইকিমিডিয়ার ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করতে আমরা একটি কৌশল নির্ধারণী আলোচনা বৈশ্বিকভাবে শুরু করেছি। এ জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, অংশীদার ও সংস্থাকে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণী প্রক্রিয়ার আলোচনায় যুক্ত হতে আমন্ত্রন জানাচ্ছি।

অনুগ্রহ করে আমাদের জানাবেন যদি আপনি আমাদের সময় দিতে আগ্রহী হোন। আমরা এটির প্রশংসা করি।

ধন্যবাদ ও ভালো থাকবেন,

[আপনার নাম]

অংশীদারদের স্থানীয় অনুষ্ঠানে অংশগ্রহণের অামন্ত্রন

প্রিয় [$username],

মুক্ত জ্ঞানের ভবিষ্যৎ নির্ধারণী আলোচনার [ইভেন্টের নাম] অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাকে সাদরে আমন্ত্রন জানাচ্ছি। [অ্যাফিলিয়েটের নাম] [তারিখ] তারিখ রোজ [দিন] [স্থানের নাম]-এ অনুষ্ঠানটির আয়োজন করেছে। এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে [সময় থেকে সময়] পর্যন্ত।

উইকিমিডিয়া এমন একটি আন্দোলন যার লক্ষ্য হল এই বিশ্বের সবার কাছে মুক্ত জ্ঞান পৌঁছে দেওয়া। আজকে আমরা আমাদের লক্ষ্যের দিকে উইকিপিডিয়াসহ অন্যান্য সহপ্রকল্পগুলোর মাধ্যমে মুক্তজ্ঞান প্রসারে কাজ করছি যাতে যুক্ত আছে ১০০০০০ স্বেচ্ছাসেবকসহ বিশ্বের ২৯০টি ভাষায় এ কাজটি করা হচ্ছে। এ বছর মুক্ত জ্ঞান বিনিময়ের লক্ষ্যে উইকিমিডিয়ার ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করতে আমরা একটি কৌশল নির্ধারণী আলোচনা বৈশ্বিকভাবে শুরু করেছি। এ জন্য আমরা বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, অংশীদার ও সংস্থাকে আমাদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণী প্রক্রিয়ার আলোচনায় যুক্ত হতে আমন্ত্রন জানাচ্ছি।

অনুগ্রহ করে আমাদের জানাবেন যদি আপনি অংশগ্রহণে আগ্রহী হোন। [কখন আপনার মেইলের উত্তর প্রয়োজন তা এখানে উল্লেখ করুন]

ধন্যবাদ ও ভালো থাকবেন,

[আপনার নাম]