Jump to content

VisualEditor/Newsletter/2021/June/bn

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page VisualEditor/Newsletter/2021/June and the translation is 93% complete.

Editing news 2021 #2

অন্য ভাষায় পড়ুনএই বহুভাষী বার্তাপত্রের জন্য সদস্য তালিকা

সমস্ত অংশগ্রহণকারী উইকিপিডিয়া জুড়ে, নতুন অবদানকারী কর্তৃক মন্তব্য সম্পন্ন করার হার
যখন নবাগতদের হাতে উত্তরদান সরঞ্জাম উপলব্ধ ছিল এবং তাঁরা যখন কোনও আলাপ পাতায় পোস্ট করতে গিয়েছেন, তখন তাঁরা মন্তব্য করতে বেশি সফল হয়েছেন। (উৎস)

এই বছরের শুরুর দিকে, সম্পাদনা দল উত্তরদান সরঞ্জাম নিয়ে একটি গবেষণা পরিচালনা করে। এর মূল উদ্দেশ্য ছিল উত্তর দেওয়ার সরঞ্জামটি উইকিতে নতুন সম্পাদকদের অন্যদের সাথে যোগাযোগ করতে সহায়তা করছে কিনা তা নিরূপণ করা। দ্বিতীয় উদ্দেশ্য ছিল নতুন সম্পাদকরা উত্তরদান সরঞ্জাম ব্যবহার করে যে সমস্ত মন্তব্য করবেন, সেগুলোকে পুরনো উইকিপাঠ্য পাতা সম্পাদকের মাধ্যমে করা মন্তব্যের চেয়ে বেশি ঘন ঘন পুনর্বহাল করতে হচ্ছে কিনা তা নির্ধারণ করা।

উল্লেখযোগ্য ফলাফল:

  • যে সমস্ত নতুন সম্পাদকের ক্ষেত্রে, উত্তরদান সরঞ্জাম স্বয়ংক্রিয়ভাবে চালু ("পূর্বনির্ধারিতভাবে সক্রিয়") ছিল, তাঁরাই আলাপ পাতায় বেশি মন্তব্য করেছেন।
  • নতুন সম্পাদকরা উত্তরদান সরঞ্জাম ব্যবহার করে যে মন্তব্য করছেন, সেগুলো পুনর্বহাল হওয়ার সম্ভাবনা পাতা সম্পাদনার মাধ্যমে করা মন্তব্যের চেয়ে কম

এই ফলাফল দেখে সরঞ্জামটির কার্যকারিতার উপর সম্পাদনা দলের আস্থা জন্মেছে।

অতঃপর

আগামী কয়েক মাসের মধ্যে সম্পাদনা দল সকলের কাছে অপ্ট-আউট পছন্দ হিসেবে উত্তরদান সরঞ্জামটি উপলভ্য করার পরিকল্পনা করছেন। ইতোমধ্যে আরবি, চেক ও হাঙ্গেরীয় উইকিপিডিয়ায় এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

এর পরের ধাপে একটি প্রকৌশলগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। তারপর, তাঁরা যে সমস্ত উইকিপিডিয়া গবেষণায় অংশ নিয়েছিল, সেগুলোতে উত্তরদান সরঞ্জাম প্রথমে চালু করবেন। তারপর ধাপে ধাপে অন্যান্য উইকিপিডিয়া এবং উইকিমিডিয়া ফাউন্ডেশন-নির্ভর অন্যান্য উইকিতে সরঞ্জামটি চালু করবেন।

আপনি এখন বিটা ফিচারে "Discussion tools" সক্রিয় করতে পারেন। উত্তরদান সরঞ্জাম পাওয়ার পর, আপনি যে কোনও সময়ে এখান থেকে আপনার পছন্দ বদলাতে পারেন।

Whatamidoing (WMF) (আলাপ)