উইকিমিডিয়া সম্মেলন ২০১৭/নথি/আন্দোলন কৌশল ট্র্যাক/দিবস ৩

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Wikimedia Conference 2017/Documentation/Movement Strategy track/Day 3 and the translation is 99% complete.
WMCON 2017 Core Conference Program Fringe Events Registration & Participants
Location
Logistics
Contact
Documentation,
Reports, Reviews


Report

Introduction
of the Movement Strategy track,
 » design principles,
 » flow of activities
Day 1
» The Complexity of a Movement,
» Analysis of the Present Situation,
» Personalising the Present Situation,
 » Issues & Opportunities
Day 2
» Issues & Opportunities,
 » Distilling Key Points,
 » Ryan Merkley
Day 3
» Theme Statements,
 » Next Steps & Closing

থিম মন্তব্য: অগ্রাধিকার এবং প্রভাব

আন্দোলন কৌশল প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবে, অংশগ্রহণকারীদের নির্দিষ্ট বিষয়শ্রেণীতে (যেটাতে তারা বেশি আগ্রহ প্রকাশ করে) মন্তব্য করার অনুরোধ জানানো হয়। এর অংশ হিসেবে প্রতিটি বিষয়শ্রেণীর অংশগ্রহণকারীদের ৩ থেকে ৪ জনের একটি করে ছোট দল বানাতে বলা হয় এবং পুরো আন্দোলন কৌশল নিয়ে একটি করে থিমেটিক মন্তব্য তৈরি করতে বলা হয়। ৩৭টি টাস্ক-ফোর্স গঠন করা হয়েছিল।

অনুভূতি এবং প্রশংসা

প্রক্রিয়া থেকে পাওয়া স্টেটমেন্ট বা মন্তব্যগুলো কয়েকটি ধাপে সংশোধন করে তারপর সফলভাবে শেষ করা হয়। প্রতিটি দল প্রাথমিকভাবে একটি মন্তব্য তৈরি করে তাদের দল থেকে মন্তব্যসহ একজন করে দূত অন্য দলের কাছে প্রেরণ করে সে মন্তব্যের উপর আলোচনার জন্য। সে দূত যখন পিছন ফিরে বসে থাকে সেসময় দলের সবাই মন্তব্যটি নিয়ে আলোচনা করে তারপর তাকে ফিডব্যাক প্রদান করেন। এরপর দূত তার নিজের দলে ফেরতে এসে মন্তব্যে দেওয়া অন্য দলের ফিডব্যাপারে ভিত্তিতে সেটি সংশোধন করে। এ প্রক্রিয়াটি ৪টি ধাপে হতে থাকে। সবশেষে সবাই মিলে উক্ত ফিডব্যাকের প্রশংসা করে এবং সম্মিলিত এ কার্যক্রমের একটি গ্রুপ সেলফি তুলে রাখে।

ভোট এবং মন্তব্য

সংশ্লিষ্ট টাস্ক-ফোর্সের ফলাফলের উপর পুরো সম্মেলনের অংশগ্রহণকারীরা মিলে বিভিন্ন স্টেটমেন্ট বা আইডির প্রতি মন্তব্য করেন। প্রত্যেক অংশগ্রহণকারী নিজেরা উক্ত আইডিয়াগুলোতে ডট দিয়ে সেগুলোর গুরুত্ব নির্ধারণ করেন। প্রত্যেক অংশগ্রহণকারীকে তিনটি লাল ডট দেওয়া হয় সেগুলো ব্যবহার হবে সে মন্তব্যগুলোতে যেটা তারা বিশ্বাস করেন যে উইকিমিডিয়া আন্দোলনের লক্ষ্য হওয়া উচিত। দুটি সবুজ ডট দেওয়া হয় সেগুলোতে দাগ দেওয়ার জন্য যেগুলোতে তারা নিজেরা অবদান রাখতে পারবেন। একটি নীল ডট দেওয়া হয় সেগুলোতে ব্যবহারের জন্য যেগুলো কৌশল আন্দোলন প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু একটু দূবল প্রকৃতির।

ফলাফল

একই বিষয়শ্রেণীর নিচে একই ধরণের থিমেটিক স্টেটমেন্ট বা মন্তব্য গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহ নিয়ে সাজানো হয়েছে (দেখুন "দিবস ২: মূল পয়েন্টসমূহ নিয়ে সাজানো")।


বিষয়শ্রেণী # থিমেটিক স্টেটমেন্ট লাল
("এটা গুরুত্বপূর্ণ")
সবুজ
("আমি এটাতে কাজ করবো")
নীল
("দুর্বল সংকেত")
Σ
অন্য মাধ্যম 1 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়া সব অবদানকারীকে এমন সব সুবিধা প্রদান করবে যাতে অবদানকারীদের মধ্যে বৈচিত্রতা আসবে এবং বিষয়বস্তুর গুণগত মান বৃদ্ধি ঘটবে ও বিচিত্রসব জ্ঞানভান্ডারে পরিণত হবে যেমন, অডিও, ভিডিও, থ্রিডি ইত্যাদি। 15 7 17 39
অন্য মাধ্যম 2 উইকিমিডিয়াতে বিভিন্ন ধরণের শেখার অভিজ্ঞতা যুক্ত হবে। আর এটা করা যাবে ব্যবহারকারীদের এমন এক মাল্টিমিডিয়ার অভিজ্ঞতা দেওয়ার মাধ্যমে যা সবাই মিলে তৈরি করা সহজ হবে। 2 3 0 5
স্থায়ীত্ব (এবং বৃদ্ধি?) 3 আমাদের স্থায়ী লক্ষ্য পূরণ করতে, আমরা উইকিমিডিয়া আন্দোলন হিসেবে, আমাদের নিজেদের রিসোর্চ ব্যবহারের মাধ্যমে আমাদের কার্যক্রম ও প্রভাব বিস্তার ঘটানো উচিত। একই সাথে আমাদের চারপাশের পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে সেখান থেকেও শিক্ষা নেওয়া উচিত। 1 1 0 2
স্থায়ীত্ব (এবং বৃদ্ধি?) 4 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়া এমন একটি বৈশ্বিক পরিচিত সংস্থায় পরিণত হবে যাতে নিজেদের পরিচালনা ও এর অবদানকারী এবং স্টেকহোল্ডারদের সাথে নিয়ে একসাথে কাজ করার উদাহরণ থাকবে যার মাধ্যমে এটি মুক্ত জ্ঞান প্রচার ও প্রসার ঘটাবে। 15 7 2 24
স্থায়ীত্ব (এবং বৃদ্ধি?) 5 প্রত্যেক মানুষকে উইকিমিডিয়ানে পরিণত করতে উইকিমিডিয়া আন্দোলনের কাজ করা উচিত। 5 4 6 15
সম্প্রদায়ের স্বাস্থ্য 6 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়া গঠনমূলক, সহায়তামূলক ও সর্বব্যাপি এমন একটি আন্দোলনে পরিণত হবে যেখানে সবাই অবদান রাখতে স্বাচ্ছন্দবোধ করবে ও মজা পাবে। 30 15 4 49
সম্প্রদায়ের স্বাস্থ্য 7 ২০৩০ সালের মধ্যে আমাদের অবশ্যই এটা মানতে হবে যে এই আন্দোলনে স্বেচ্ছাসেবকগণই সবচেয়ে মূল্যবান সম্পদ ও তাদের উপযুক্ত পরিবেশ প্রাপ্য; আমরা আমাদের সম্প্রদায়ের পরিবেশ ঠিক রাখতে কাজ করবো এবং এ ব্যাপারে আরও সচেতনতার পরিচয় দেব। 14 18 0 32
সম্প্রদায়ের স্বাস্থ্য 8 The Wikimedia community should invest resources to actively adopt processes that make our environment welcoming, nurturing, and fun for new and existing contributors, readers, and supporters. 13 8 1 22
শিক্ষা 9 উইকিমিডিয়া আন্দোলন বৈশ্বিক শিক্ষা ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ও শিক্ষার্থীদের অবদানকে বৈশ্বিক উইকিমিডিয়া প্রকল্পে যুক্ত করবে। 17 16 2 35
শিক্ষা 10 ২০৩০ সালের মধ্যে বিশ্বের শিক্ষাবিদগণ উইকিমিডিয়া প্রকল্পসমূহের মাধ্যমে মুক্তজ্ঞানে যুক্ত হওয়া ও অবদান রাখার ব্যাপারে শিক্ষাদান করবেন। 10 12 2 24
শিক্ষা 11 ২০৩০ সালের মধ্যে মুক্তজ্ঞান বৈশ্বিক আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ; বিচিত্র নতুন প্রজন্মকে মুক্তজ্ঞানে অবদানে উৎসাহিত করা স্থানীয় লিমিটেশন যাইহোক না কেন, সমাজে জ্ঞান বিনিময় একটি প্রচলিত প্রথা ও এর মাধ্যমে জ্ঞানের কমনীয়তা বৃদ্ধি পায়। 24 12 3 39
সহযোগীতা 12 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়াকে মুক্ত জ্ঞানের প্রসারে কাজ করা সকল সংস্থাসমূহের নেতৃত্ব প্রদান করতে হবে এবং গুণগত মান রক্ষার মাধ্যমে সংখ্যাও বৃদ্ধি করতে হবে। এটি এমনভাবে করতে হবে যাতে আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক থাকে। 25 30 0 55
বৈচিত্র এবং অন্তর্ভুক্তি 13 প্রত্যেকে নিরাপদ ও সাচ্ছন্দবোধ করেন। 23 12 4 39
বৈচিত্র এবং অন্তর্ভুক্তি 14 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়াকে জ্ঞান বৈষম্য দূর করার জন্য প্রোএক্টিভ এজন্ট হিসেবে কারা উচিত; সাথে সাথে বৈচিত্র এবং অন্তর্নিহিততার মূল্যবোধ রক্ষা করা উচিত। 13 8 3 24
বৈচিত্র এবং অন্তর্ভুক্তি 15 ২০৩০ সালের মধ্যে, আমাদের আন্দোলন মনুষ্য অভিজ্ঞতার একটি বৈচিত্রময় পরিবেশ তৈরি করবে। 6 4 1 11
জ্ঞানের ঘটতি এবং পক্ষপাত 16 এমন কোন প্রযুক্তিগত অবকাঠামো তৈরি করা উচিত যাতে বৈচিত্রময় জ্ঞান সংকলন ও সংরক্ষণ করা যাবে। 2 2 4
জ্ঞানের ঘটতি এবং পক্ষপাত 17 জ্ঞান বৈশ্বিক: আমাদের অবশ্যই পশ্চিম জ্ঞান থেকে বাইরে এসে বৈচিত্রময় জ্ঞান বৃদ্ধিতে কাজ করতে হবে (মৌখিক ও দৃশ্যমানসহ) যাতে বিভিন্ন শ্রেণীর ও স্থানের মানুষের দৃষ্টিকোণ সেখানে থাকে। এটা সমস্ত মানব জ্ঞানের সমষ্টি তৈরির একটি গুরুত্বপূর্ণ ধাপ। 49 23 2 74
জ্ঞানের ঘটতি এবং পক্ষপাত 18 ২০৩০ সালের মধ্যে, পৃথিবীর সব মানুষ যে তথ্য তারা অনুসন্ধান করবে সেটি তাদের নিজের ভাষায় পাবে। 13 10 4 27
জ্ঞানের ঘটতি এবং পক্ষপাত 19 ২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়াতে এমন এক গঠনগত পরিবর্তন হবে যেখানে সব মানুষ সমষ্টিগতভাবে তাদের নিজেদের জ্ঞান বিতড়ন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে করবে এবং এই লক্ষ্যই আমাদের মূল্যবোধকে আরও জাগ্রত করবে। 11 5 0 16
উইকিপিডিয়ার বাইরে 20 বিশ্বকোষের বাইরেও সবাইকে জ্ঞানের সব দিক, সংস্কৃতি ও ঐতিহ্য সংগ্রহ করে সেগুলো অন্যদের সাথে বিনিময়ের সুযোগ সৃষ্টি। 34 13 13 60
উইকিপিডিয়ার বাইরে 21 সমস্ত মানব জ্ঞানের সমষ্টি বৃদ্ধির লক্ষ্যে সবাইকে শিক্ষা নিতে, শিখাতে ও গবেষণা করতে উৎসাহ প্রদাণ যাতে তারা গুণগত মানের তথ্য উপাত্ত, মিডিয়াতে প্রবেশাধিকার লাভ করে। 1 4 6 11
উইকিপিডিয়ার বাইরে 22 ২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়া এমন এক মুক্ত জ্ঞানের আধার হবে যেখানে সবাই সহজবোধ্যভাবে মুক্ত জ্ঞান অর্জন করবে – এছাড়াও ঐতিহ্যগত নয় এমন জ্ঞানের উৎসও অনুসন্ধান করতে হবে। 6 5 0 11
ভাষা জুড়ে প্রাপ্যতা 23 ২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়ার ভাষা সম্প্রদায়গুলোর প্রতি বাড়তি নজর দেওয়া উচিত যাতে সব ভাষাতে জ্ঞান সমানভাবে থাকে। এটার মধ্যে অন্তর্ভূক্ত: সামাজিক অন্তর্ভুক্তি, প্রযুক্তি, বৈচিত্র্যের প্রতি সম্মান। 10 8 2 20
ভাষা জুড়ে প্রাপ্যতা 24 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়ার পৃথিবীর সব ভাষায় উপস্থিত থাকা উচিত। হোক ভাষাটি সক্রিয় অথবা অকার্যকর। 34 16 9 59
উদীয়মান সম্প্রদায়গুলির সমর্থন 25 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়ার উদীয়মান সম্প্রদায়কে সাহায্য করা উচিত যাতে সকল দিকে মানুষের অভিজ্ঞতা সমান থাকে। 4 2 5 11
উদীয়মান সম্প্রদায়গুলির সমর্থন 26 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়া এমন একটি স্থানে পরিণত হবে যেখানে উদীয়মান সম্প্রদায়গুলো অভিজ্ঞ সম্প্রদায়ের কোছ থেকে সাহায্য পাবে এবং সব সম্প্রদায়ের সদস্যরা সমস্ত জ্ঞান তাদের নিজেদের ভাষায় বিনিময় করতে পারবে। 3 5 0 8
উদীয়মান সম্প্রদায়গুলির সমর্থন 27 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়ার উদীয়মান সম্প্রদায়কে জ্ঞান মুক্তভাবে বিনিময় ও সেগুলেঅ সংগ্রহ করার জন্য একটি সুবিধাজনক প্লাটফর্ম হিসেবে কাজ করবে। 15 14 2 31
উদীয়মান সম্প্রদায়গুলির সমর্থন 28 ২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়াকে উদীয়মান সম্প্রদায়ের উপর গবেষণা করে তার থেকে প্রাপ্ত ফলাফলসমূহ ফাউন্ডেশনের নিজেদের আরও সমদ্ধ করতে কাজে লাগাতে হবে। 15 13 3 31
স্বয়ংক্রিয়তা 29 উইকিমিডিয়াকে, সকল জ্ঞান সবার জন্য উন্মুক্ত করতে ও সেগুলো মানুষের মাঝে বিলিয়ে দিতে মানুষের পাশাপাশি স্বয়ংক্রিয়তার উপরও গুরুত্ব প্রদান করতে হবে। 26 19 15 60
স্বয়ংক্রিয়তা 30 ২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়াকে এমনভাবে কাজ করা উচিত যাতে তারা উন্নত আধা-স্বয়ংক্রিয় মুক্ত জ্ঞানের প্রযুক্তি হিসেবে থাকতে পারে। 11 2 7 20
নতুনত্ব 31 ২০৩০ সালের মধ্যে, উইকিমিডিয়াকে আমাদের আন্দোলনের সকল দিক নিয়ে ভালোভাবে গবেষণা করা উচিত যেমন, সম্প্রদায়, বিষয়বস্তু, প্রযুক্তি, সহযোগীতা এবং পরিচালনা সব ক্ষেত্রেই দৃষ্টি দিয়ে ইতিবাচক, প্রাসঙ্গিক, প্রভাবশালী বল হিসেবে কাজ করবে। 3 6 3 12
নতুনত্ব 32 ২০৩০ সাল ও এর পরবর্তী সময়ে উইকিমিডিয়াকে একটি আন্দোলন হিসেবে, একটি সম্প্রদায়, একটি ফাউন্ডেশন, অ্যাফিলিয়েট হিসেবে সকল প্রকার ঝুঁকি নেওয়ার মানসিকতা ও নতুনত্বকে বরণ করে সেটির উপর পরীক্ষা করার মানসিকতা তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে সম্প্রসরমাণ প্রযুক্তি বিশ্বে টিকে থাকা যায়। 41 12 0 53
প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে অভিযোজিত করা 33 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়া দ্রুতই নতুন প্রযুক্তিগত পরিবর্তনকে গ্রহণ করবে যার মাধ্যমে মুক্ত জ্ঞান জগতে তারা সবসময় প্রাসঙ্গিক হিসেবে থাকবে। 8 5 0 13
প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে অভিযোজিত করা 34 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়া ব্যবহারকারীদের এমন অভিজ্ঞতা দিবে যার মাধ্য ব্যবহারকারীগণ তথ্য সংগ্রহ ও সেগুলো বিনিময় করতে স্বাচ্ছান্দবোধ করবে। 6 1 1 8
মূল্য 35 ২০৩০ সালের মধ্যে আমরা এমন একটি সমাজে বাস করবো যেখানে বাক স্বাধীনতা, উন্মুক্ততা, সহযোগিতা, স্বাধীনতা, বৈচিত্র্যতা এবং সহনশীলতার স্বাধীনতা এবং অলাভজনক, সত্য ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক এবং সহায়ক জ্ঞান প্রত্যেকের কাছে উন্মুক্ত হবে। 13 6 4 23
নির্ভরযোগ্যতা & গুণ 36 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়ার নির্ভরযোগ্যতা, নির্ভূলত ও সব ভাষাতে তথ্যের সমানাধিকর নিশ্চিত করবে যার মাধ্যমে সব মানুষ নির্ভূল তথ্য গ্রহণ করবে। 15 8 2 25
নির্ভরযোগ্যতা & গুণ 37 ২০৩০ সালের মধ্যে উইকিমিডিয়াতে এমন গুণগত বিষয়বস্তু থাকবে যার মাধ্যমে তথ্যের নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে। সব তথ্যগুলো বিশ্বব্যাপী নির্ভিরযোগ্য সূত্রের মাধ্যমে উদ্বৃত হবে। 8 4 2 14

পরবর্তী ধাপ ও বন্ধকরণ

“কৌশল হল নেতৃত্বের একটি আশাবাদী আইন। [...] প্রক্রিয়ার অর্ধেক কৌশল” - “আপনি অদ্ভত,...কিন্তু আপনি সঠিক।”

— রায়ান মার্কলে (সিইও, ক্রিয়েটিভ কমন্স)

ক্লোজিং সেশনটি পরিচালনা করেন নিকোল। তিনি সেশনে অংশ নেওয়া ও আন্দোলন কৌশলে অংশগ্রহণ করে তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপণ করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপণ করেন। সুজি নাসেল আন্দোলন কৌশলের পরবর্তী ধাপ সম্পর্কে উপস্থিত অংশগ্রহণকারীদের জানান ও কিভাবে সেটি কৌশল প্রক্রিয়ায় যুক্ত হবে। সুজির স্লাইড

সম্মেলনে আলোচনা করা আন্দোলন কৌশলের আইডিয়াগুলোর একটি সারাংশ মেটাতে পোস্ট করা হবে (হিন্ট: আপনি বর্তমানে এটি পড়ছেন) এবং ভাষা সমন্বয়কদের দ্বারা সেটি বিভিন্ন ভাষায় অনুবাদ করা হবে। বিভিন্ন দল ও উপদলের প্রতি মুক্ত আমন্ত্রণ যে, তারা তাদের স্থানীয় কনটেক্সট মোতাবেক সেগুলো সংশোধন করে ভাষা সমন্বয়কদের সাথে যোগাযোগ করে উপস্থাপণ করতে পারেন।

রায়ান মার্কলেও এই আলোচনা যুক্ত হয়ে কিছু কথা বলেন এবং সবাইকে মনে করিয়ে দেন যে, কৌশল প্রক্রিয়াতে কৌশল নির্ধারণ একটি কঠিন কাজ। সেশন বন্ধকরণের পূর্বে ফ্যাসিলেটর সব অংশগ্রহণকারীদের কক্ষের চারপাশে গোল করে দাঁড় করান এবং চিৎকার করতে বলেন। এর মাধ্যমে এ কয়েকদিনে আমরা এই প্রক্রিয়ায় যে শক্তি খরচ করেছি এবং আলোচনাগুলো আমাদের সম্প্রদায়ে নিয়ে যাচ্ছি এটিই পুনরায় মনে করিয়ে দেওয়া।

এখানে কি ঘটছে সেটা দেখার জন্য ভিডিওতে ক্লিক করুন।

Introduction
of the Movement Strategy track,
 » design principles,
 » flow of activities
Day 1
» The Complexity of a Movement,
» Analysis of the Present Situation,
» Personalising the Present Situation,
 » Issues & Opportunities
Day 2
» Issues & Opportunities,
 » Distilling Key Points,
 » Ryan Merkley
Day 3
» Theme Statements,
 » Next Steps & Closing