Jump to content

সর্বজনীন আচরণবিধি/সংশোধিত প্রয়োগের নির্দেশিকা/কথোপকথনের সময়

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Universal Code of Conduct/Revised enforcement guidelines/Conversation hours and the translation is 100% complete.
সর্বজনীন আচরণবিধি

সর্বজনীন আচরণবিধি প্রয়োগ নির্দেশিকা সংশোধন কমিটি সর্বজনীন আচরণবিধির (ইউসিওসি) সংশোধিত খসড়া প্রয়োগ নির্দেশিকা এর ওপর মন্তব্য আহ্বান করছে।


এই পর্যালোচনা আগামী ৮ সেপ্টেম্বর ২০২২ থেকে ৮ অক্টোবর ২০২২ পর্যন্ত চলবে।



গত মে থেকে জুলাই পর্যন্ত সম্প্রদায়ের সাথে আলোচনা ও ২০২২ সালের মার্চে অনুষ্ঠিত হওয়া সম্প্রদায় নির্বাচন থেকে পাওয়া ইনপুটের ভিত্তিতে কমিটি যৌথভাবে এই খসড়া নির্দেশিকাটি সংশোধিত করেছে।

এই সংশোধনটি নিম্নোক্ত চারটি ক্ষেত্রকে বিবেচনা করে করা হয়েছে:

  • ইউসিওসি প্রশিক্ষণের ধরণ, উদ্দেশ্য এবং প্রয়োগ চিহ্নিত করা
  • বিশেষজ্ঞ নন এমন ব্যক্তিদের আরো সহজে অনুবাদ এবং অনুধাবনের জন্য ভাষা সহজ করা
  • সুবিধা ও অসুবিধাসহ সম্মতির (affirmation) ধারণা সম্পর্কে জানার চেষ্টা করা
  • অভিযোগকারী ও অভিযুক্তের ব্যক্তিগত গোপনীয়তার ভারসাম্য পর্যালোচনা করা

৮ অক্টোবর ২০২২ এর ভেতর কমিটি এই সংশোধনগুলোর ওপর মন্তব্য ও পরামর্শ আহ্বান করছে। তারপর, সম্প্রদায়ের ইনপুটের ওপর ভিত্তি করে পরবর্তী সংশোধনের পথে এগোতে পারবে বলে সংশোধন কমিটি ধারণা করছে।

মেটাতে সংশোধিত নির্দেশিকা এবং কিছু ভাষায় তুলনামূলক পাতা পড়ুন।

কথোপকথনের সময়

আন্দোলন কৌশল ও অনুশাসন ফ্যাসিলিটেশন টিম কথোপকথনের আয়োজন করবে।

এই আলোচনাগুলি সাধারণত ৬০ থেকে ১২০ মিনিটের মধ্যে স্থায়ী হয়। এটি কথোপকথনের উদ্দেশ্য সম্পর্কে ৫-১০ মিনিটের ভূমিকা অন্তর্ভুক্ত করবে, তারপরে উন্মুক্ত আলোচনা হবে। যোগ দিতে সাইন আপ করুন।

নিচে চারটি ব্যবহার করে সাইন আপ করুন। আলোচনা জুম (Zoom) মিটে অনুষ্ঠিত হবে। সভাগুলির লিঙ্ক এই পৃষ্ঠায় সরবরাহ করা হবে। আলোচনা রেকর্ড করা হবে না। ভিডিও বা অডিওর মাধ্যমে অংশগ্রহণের প্রয়োজন হবে না; অংশগ্রহণকারীরা জুম পাঠ্য চ্যাট ব্যবহার করে নিযুক্ত হতে পারে।

পর্যালোচনাকালীন সহায়তাদানকারী ফ্যাসিলিটেটর দল প্রচুর সংখ্যক সম্প্রদায়ের কাছে পৌঁছুবার আশা করছেন। যদি আপনার সম্প্রদায়ে কোনো আলোচনা দেখতে না পান, অনুগ্রহ করে আলোচনার আয়োজন করুন। আলোচনার আয়োজনে ফ্যাসিলিটেটররা সহায়তা করতে পারবেন। প্রতি দুই সপ্তাহ পরপর আলোচনার সারাংশ খসড়া প্রণয়ন কমিটির কাছে উপস্থাপন করা হবে। সারাংশ এখানে প্রকাশ করা হবে।

অংশগ্রহণকারী

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত হতে পারে:

সংশোধন কমিটির সদস্যরাও উপস্থিত থাকতে পারে।

সময়সূচি

বৈঠক ১: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয়

নিজেকে যুক্ত করুন

বৈঠক ২: মধ্য ইউরোপ / আফ্রিকা / মধ্যপ্রাচ্য

বৈঠক ৩: উত্তর আমেরিকা / ল্যাটিন আমেরিকা / পশ্চিম ইউরোপ