VisualEditor/Newsletter/2020/July/bn
Appearance
সংবাদ সম্পাদনা ২০২০ #৩
অন্য আরেকটি ভাষায় এটি পড়ুন • এই বহুভাষী বার্তাপত্রের জন্য সদস্যতার তালিকা
সাত বছর আগের এই মাসে, সম্পাদনা দল উইকিপিডিয়ার সম্পাদকদের জন্য দৃশ্যমান সম্পাদনার সুবিধা এনে দিয়েছিল। তখন থেকে, সম্পাদকরা বহু মাইলফলক অর্জন করেছে:
- ডেস্কটপে দৃশ্যমান সম্পাদনা ব্যবহার করে ৫ কোটির বেশী সম্পাদনা করা হয়েছে।
- দৃশ্যমান সম্পাদনা ব্যবহার করে ২০ লক্ষের বেশী নতুন নিবন্ধ তৈরী হয়েছে। এর মধ্যে ৬ লক্ষের বেশী নিবন্ধ তৈরী হয়েছে ২০১৯ সালে।
- দৃশ্যমান সম্পাদনা ক্রমাগতভাবে জনপ্রিয় হচ্ছে। এটির যাত্রা শুরু হওয়ার পর থেকে সকল সম্পাদনায় এর ব্যবহারের অনুপাত প্রতি বছরই বৃদ্ধি পেয়েছে।
- ২০১৯ সালে, নবাগতদের দ্বারা করা ৩৫% সম্পাদনা (≤৯৯ সম্পাদনা করা লগ-ইনকৃত অ্যাকাউন্ট) দৃশ্যমান সম্পাদনা ব্যবহারের মাধ্যমে হয়েছিল। সম্পাদনার এই হার প্রতিবছর বৃদ্ধি পাচ্ছে।
- মোবাইল সাইটে করা প্রায় ৫০ লক্ষ সম্পাদনা দৃশ্যমান সম্পাদনা ব্যবহার করে করা হয়েছে। ২০১৮ সালে সম্পাদনা দল মোবাইলে দৃশ্যমান সম্পাদনা উন্নত করা শুরু করার পর থেকে এসব সম্পানার অধিকাংশগুলো করা হয়েছে।
- ২০১৯ সালের ১৭ই নভেম্বর, মোবাইল দৃশ্যমান সম্পাদনা ব্যবহার করে মহাশূন্য থেকে প্রথম সম্পাদনা করা হয়েছে। 🚀 👩🚀
- সম্পাদকগণ ২০১৭ উইকিপাঠ্য সম্পাদক ব্যবহার করে ৭০ লক্ষের বেশি সম্পাদনা করেছেন, যার মধ্যে ৬ লক্ষ নতুন নিবন্ধও অন্তর্ভুক্ত রয়েছে। ২০১৭ উইকিপাঠ্য সম্পাদক হচ্ছে দৃশ্যমান সম্পাদনার বিল্ট-ইন উইকিপাঠ্য সম্পাদক। আপনি চাইলে আপনার পছন্দসমূহ থেকে এটি সক্রিয় করতে পারেন।