ট্রাস্টি মূল্যায়ন ফর্ম
|
অভিজ্ঞতার বছর
|
|
<1
|
1–2
|
2–5
|
5–10
|
10+
|
উইকিমিডিয়ায় অভিজ্ঞতা
প্রার্থী উইকিমিডিয়া আন্দোলনের একজন নিবেদিত অবদানকারী। যোগ্য অবদানের মধ্যে রয়েছে: উইকিমিডিয়া প্রকল্পে অবদান, উইকিমিডিয়া সংস্থা বা সহযোগী প্রতিষ্ঠানে সদস্যপদ, উইকিমিডিয়া আন্দোলনের সংগঠক হিসেবে কার্যক্রম, অথবা উইকিমিডিয়া আন্দোলনের সহযোগী সংস্থার সাথে অংশগ্রহণ।
|
১৫ বছর (২০০৬–২০২১)। আমি ২০০৬ সাল থেকে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের উইকিমিডিয়া সম্প্রদায়ের একজন সম্পাদক, আমার ৩০,০০০ এরও বেশি বৈশ্বিক সম্পাদনা রয়েছে। আমি ভারতীয়দের অনলাইন ইংরেজি উইকিপিডিয়া এবং স্থানীয় মারাঠি সম্প্রদায়টিতে সক্রিয়। আমি ২০০৬ সাল থেকে আজ অবধি ভারতীয় সম্প্রদায়ের একজন সক্রিয় স্বেচ্ছাসেবক, অংশগ্রহণকারী এবং সংস্থান ব্যক্তি, কিন্তু আনুষ্ঠানিক/পারিশ্রমিক যুক্ত অবস্থান এবং এ জাতীয় পদগুলি এড়িয়ে চলেছি। ভারত শিক্ষা প্রোগ্রাম, উইকিমিডিয়া ভারত অধ্যায় (২০১১-২০১৩), সিআইএস-এ২কের কার্যক্রমকে আন্দোলনের বিষয়ে অনানুষ্ঠানিক এবং অবৈতনিক যোগ্যতায় পরামর্শ দিয়েছি। আমি উইকি সম্মেলন ভারত ২০১১র সংগঠক ছিলাম এবং উইকি সম্মেলন ভারত ২০১৬র আয়োজক শহর নির্বাচন কমিটির নেতৃত্ব দিয়েছিলাম। ২০১৫ সালে, সিআইএস দ্বারা, সিআইএস-এ২কে কার্যক্রমের জন্য কার্যক্রম পরিচালক নিয়োগের জন্য গঠিত প্যানেলে আমি ছিলাম। আমার অবদানগুলি ভারতীয় সম্প্রদায় দ্বারা স্বীকৃতি পেয়েছে, যারা ২০১৯ সালে চেন্নাইয়ে প্রকাশ্যে আমাকে সম্মানিত করেছে।
|
বোর্ডের অভিজ্ঞতা
প্রার্থী জাতীয় বা বিশ্বব্যাপী কেন্দ্রীভূত সংস্থার ট্রাস্টি/পরিচালক বোর্ডে বা অন্যান্য অনুরূপ পরিচালনা সংস্থায় (অলাভজনক, লাভজনক বা সরকারী) দায়িত্ব পালন করেছেন।
|
১০ বছর (২০১২–২০২১)। আমি আর্মি ফিলাটেলিক সোসাইটির বোর্ডে আছি। যদিও এটি ভারতীয় প্রতিরক্ষা পরিষেবাগুলির পটভূমি থেকে আগত বিখ্যাত ডাকটিকিট-সংগ্রহকারীদের জাতীয় অলাভজনক সংস্থা, এটি অত্যন্ত ছোট এবং এর সম্বন্ধে বিশেষ কেউ জানেন না। আমি এর পরিচালন কমিটির সদস্য এবং এর কাজের অন্তর্ভুক্ত হল একটি মুক্ত মন রাখা, সমস্ত দৃষ্টিকোণ দেখার ক্ষমতা, যে দৃঢ়কল্প ব্যক্তিরা সমস্যাকে প্রচণ্ডভাবে অনুভব করেন এবং জয়ের সমাধানের জন্য কাজ করেন তাঁদের মধ্যে ঐক্যমত্য করা। আমার মতে, ডাব্লুএমএফের তুলনায় এটি খুব ছোট মাপের হলেও সংশ্লিষ্ট ক্ষেত্রে এখানে একই কাজ হয়।
|
নির্বাহী অভিজ্ঞতা
প্রার্থী উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাথে তুলনীয় (বা বৃহত্তর) আকারের, জটিলতা একটি সংস্থা, বিভাগ বা প্রকল্পের জন্য নির্বাহী পর্যায়ে কাজ করেছেন।
|
৩২ বছর (১৯৮৪–২০১৬)।
আমি ৩২ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর কর্পস অফ ইঞ্জিনিয়ার-এ (যুদ্ধ ও অবকাঠামো প্রকৌশলী বিভাগ) নিযুক্ত আধিকারিক ছিলাম। আমার পুরো কর্মজীবন ভারতীয় সেনাবাহিনীর সামরিক মূল্যবোধের অখণ্ডতা, সাহস এবং চেতউড ক্রিডোকে সমর্থন করে চলেছে। আমি কর্নেল পদে পৌঁছে এবং সেটি আমি ১০ বছর ধরে রেখেছি। শারীরিক সমস্যার জন্য আমার আরও পদোন্নতি রোধ হয়েছিল।
আমার পরিষেবা চলাকালীন, কারগিল যুদ্ধের (১৯৯৯) সময় আমি একটি স্থল সেনাদলকে নেতৃত্ব দিয়েছিলাম, যার জন্য আমি একটি প্রশংসা পেয়েছিলাম। এর পরে আমি সীমান্তবর্তী অঞ্চলে একটি প্রকৌশলী সেনাদলকে নেতৃত্ব দিয়েছিলাম। আমি এগুলিকে আমার কার্যনির্বাহী অভিজ্ঞতার রূপক হিসাবে বিবেচনা করি।
১৯৯৩ সালের কর্পস অফ ইঞ্জিনিয়ার্স এর নন্দা দেবী (৭৮১৬ মিটার) অভিযানে আমি বৈজ্ঞানিক দলের নেতা ছিলাম, (সেখানে আমি জাতীয় উদ্যানের প্রজাপতি নিয়ে বৈজ্ঞানিক জরিপও চালিয়েছিলাম)। সাংস্কৃতিকভাবে-বিস্তৃত-অসদৃশ প্রতিষ্ঠানের বহু-শাখার বিজ্ঞানীদের একটি দলকে নেতৃত্ব দিয়ে, সংগঠিত করে তাঁদের সাথে সাফল্যের সঙ্গে কাজ করে আমি গর্বিত।
আমি তিন বছরের (২০১২-২০১৫) জন্য কলকাতার ফোর্ট উইলিয়ামের আর্মি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের প্রধান প্রশাসক ছিলাম। এই কাজে স্কুলের সমস্ত দিক দেখাশোনা করা জড়িত ছিল, যার মধ্যে ছিল অধ্যক্ষ এবং ১৫ জন শিক্ষক ও ২০ জন কর্মীর নিয়োগ, এরসাথে ছিল ৩০০ জনেরও বেশি শিশুর দেখাশোনা।
আমি নতুনদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের এএঅ্যান্ডকিউএমজি (প্রধান প্রশাসক) (জুলাই ২০০১-জুলাই ২০০) ছিলাম, এই প্রতিষ্ঠানটি ভারত এবং বিশ্বের বিভিন্ন দেশের বরিষ্ঠ প্রতিরক্ষা ও বেসামরিক সরকার কর্মকর্তাদের জন্য একটি নামী প্রতিরক্ষা সংস্থা। আমি মানবসম্পদ (ভারত ও বিদেশের ১২০ জন প্রবীণ প্রতিরক্ষা এবং সরকারী আধিকারিকগণ, তিনটি সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন সরকারী সংস্থার প্রায় ১০০ জন কর্মচারী) সহ অবকাঠামো ব্যবস্থাপনা, পরিবহন, বিদেশী দূতাবাস এবং অন্যান্য সরকারী বিভাগের সাথে যোগাযোগ, আন্তর্জাতিক ভ্রমণ, আর্থিক ব্যবস্থাপনা এবং আইনী সমস্যাগুলির পরিচালনার মত বিভিন্ন কাজের জন্য দায়বদ্ধ ছিলাম। তার বার্ষিক বাজেট ছিল প্রায় আজকের দিনের ১১৫,০০০ মার্কিন ডলারের সমতুল্য। আমাকে প্রতিবছর প্রায় একশো সংঘটনের ব্যবস্থাপনা করতে হত, যার মধ্যে ছিল ছয় প্রতিনিধিদলের জন্য প্রত্যেকটির বছরে দুবার এক/দুটি দেশে দুটি বিদেশ ভ্রমণ এবং দেশের মধ্যে আরও ছয়টি ভ্রমণ।
আমার শেষ নিয়োগে, আমি ভারতীয় সেনাবাহিনীর এইচকিউ পূর্ব কমান্ডের সামরিক বিবাহিত আবাসন প্রকল্পের (এমএপি) সমন্বয়কারী ছিলাম (২০১২-২০১৫)। আমি পশ্চিমবঙ্গ এবং এর পূর্বদিকে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের সমস্ত রাজ্যের এমএপি প্রকল্পের সমন্বয়ের জন্য দায়বদ্ধ ছিলাম, যার মোট মূল্য ছিল ৯৮২ কোটি ভারতীয় টাকা (২০১৫ সালে ১৩২ মিলিয়ন ডলার)।
আমি একজন আগ্রহী অপেশাদার প্রকৃতিবিদও। আমি শিশুদের জন্য একটি পুরস্কারপ্রাপ্ত প্রকৃতি ক্লাবের প্রতিষ্ঠা করেছিলাম এবং তাদের পরামর্শদাতা ছিলাম। এটি এমন একটি কাজ যেখানে বিভিন্ন দক্ষতা এবং অভিজ্ঞতা প্রয়োজন।
|
বিষয়বস্তুর দক্ষতা।
প্রার্থী ফাউন্ডেশন এবং বোর্ডের কাজের সাথে প্রাসঙ্গিক একটি এলাকায় কাজ করেছেন বা উল্লেখযোগ্যভাবে স্বেচ্ছাসেবক হয়েছেন। এই ধরনের ক্ষেত্রগুলি বার্ষিক ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং এর মধ্যে বৈশ্বিক আন্দোলন প্রতিষ্ঠা এবং সম্প্রদায় সংগঠিত করা, এন্টারপ্রাইজ-লেভেল প্ল্যাটফর্ম প্রযুক্তি এবং/অথবা পণ্য উন্নয়ন, জননীতি এবং আইন, জ্ঞান খাত (যেমন, একাডেমিয়া/গ্ল্যাম/শিক্ষা), মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচার, উন্মুক্ত ইন্টারনেট/মুক্ত এবং উন্মুক্ত উৎস সফ্টওয়্যার, সাংগঠনিক কৌশল এবং ব্যবস্থাপনা, অর্থ ও আর্থিক তদারকি, অলাভজনক তহবিল সংগ্রহ, মানব সম্পদ, বোর্ড গভর্নেন্স অন্তর্ভুক্ত থাকতে পারে।
|
১৪ বছর (২০০৮ – বর্তমান)। সামরিক অভিযান, প্রশাসন, মানবসম্পদ এবং ব্যবস্থাপনা (ট্রাস্টি ফর্মের পূর্ববর্তী বিভাগে বর্ণিত) সম্পর্কে আমার অভিজ্ঞতা ছাড়াও, গ্ল্যামে আমার সরাসরি কাজের অভিজ্ঞতা আছে।
- আমি আট বছরের জন্য পুনের সিএমই, কর্পস অফ ইঞ্জিনিয়ার্স মিউজিয়াম অ্যান্ড আর্কাইভের ব্যবস্থাপক ছিলাম, এর মধ্যে গ্ল্যামের চারটি দিকই অন্তর্ভূক্ত। এটিকে আমি পুনরুজ্জীবিত করে প্রশংসিত হয়েছিলাম।
- আমি পুনের কলেজ অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ের অফিসার মেস গ্রন্থাগারের আধিকারিক ছিলাম (১৯৮৭–১৯৯০)। আমি ব্যক্তিগতভাবে একটিপিসি তে ডিবেস-৩এর সাহায্যে, কোনও হার্ডডিস্ক ছাড়াই, দুটি ফ্লপি ড্রাইভে গ্রন্থাগারটি শ্রেণীবদ্ধ করেছিলাম। এই প্রক্রিয়াতে আমি আমার প্রতিষ্ঠানের প্রথম ব্যক্তি হিসাবে এখন পর্যন্ত প্রথম ভাইরাস - ব্রেইন আবিষ্কার করেছিলাম।
- আমি পুনের বোম্বাই স্যাপার্স যাদুঘর ও সংরক্ষণাগারটির জন্য সম্মানিত গ্ল্যাম পরামর্শদাতা।
- আমি বর্তমানে একটি সামরিক মৌখিক ইতিহাস প্রকল্পে জড়িত, এটি ২০ স্থল সেনার (১৮১২ - বর্তমান) এবং ১১০ প্রকৌশলী সেনাদলের (১৯৬৫ – বর্তমান) সকল স্তরের ব্যক্তিগত স্মৃতিকথার দলিল।
|
|
বৈচিত্র্য: পটভূমি
প্রার্থী এমন একটি দলের অধিভুক্ত বা অন্তর্ভুক্ত যারা ক্ষমতার কাঠামোতে ঐতিহাসিকভাবে বৈষম্য এবং কম প্রতিনিধিত্বের মুখোমুখি হয়েছে (উদাহরণস্বরূপ, লিঙ্গ, জাতি, অক্ষমতা, এলজিবিটিকিউ+ পরিচয়, সামাজিক শ্রেণী, অর্থনৈতিক স্থিতি বা বর্ণ সম্পর্কিত)।
|
হ্যাঁ. আমি একজন ৫৯ বছর বয়সী, চিকিৎসাগতভাবে প্রতিবন্ধী ব্যক্তি, আমি দীর্ঘস্থায়ী মাইলয়েড লিউকেমিয়া থেকে বেঁচে ফেরা (২০০৭ – বর্তমান) মানুষ। আমি আমার শিশুদের প্রকৃতি ক্লাবে দুটি শিশু/তরুণ প্রাপ্তবয়স্ককে ডুচেনির পেশী ডাইস্ট্রোফি নিয়ে পরামর্শ দিচ্ছি। আমি বিশেষত শারীরিক, গড়নগত এবং চিকিৎসাগতভাবে প্রতিবন্ধী মানুষদের চিকিৎসার সুযোগ সম্পর্কে তীব্রভাবে সচেতন এবং উদ্বিগ্ন।
|
বৈচিত্র্য: ভূগোল
প্রার্থী যেখানে বাস করেছেন সেই ভৌগলিক অঞ্চলের উপর ভিত্তি করে ট্রাস্টি বোর্ডের সামগ্রিক ভৌগলিক বৈচিত্র্যে অবদান রাখবেন।
|
হ্যাঁ. আমি ভারতের মহারাষ্ট্র রাজ্যেরর পুনের বাসিন্দা। আমি একটি বৈশ্বিক দক্ষিণ থেকে এসেছি, যেখান থেকে এখনও পর্যন্ত ট্রাস্টি বোর্ডের সম্প্রদায় স্বেচ্ছাসেবক হিসাবে কেউ প্রতিনিধিত্ব করেনি। ভারতে ২৭টি ভাষা সম্প্রদায় এবং মোট ৯৬ টি উইকিমিডিয়া প্রকল্প রয়েছে (আমার জ্ঞান মত)। উইকিমিডিয়ানদের নিয়ে ভাষাগত দিক থেকে এটি একক ভাবে বৈচিত্র্যময়, ও জটিল দেশ। উইকিমিডিয়ান প্রকল্পগুলি থেকে তথ্য সংগ্রহকারী গ্রাহকদের সর্বাধিক সংখ্যার দেশগুলির মধ্যে একটি হল এই দেশ।
|
বৈচিত্র্য: ভাষা
প্রার্থী ইংরেজি বাদে অন্য কোনও ভাষার স্থানীয়।
|
হ্যাঁ। আমার প্রথম ভাষা (মাতৃভাষা) হল কোঙ্কনি। আমার অন্যান্য দৈনন্দিন ব্যবহারের ভাষা হল হিন্দি এবং মারাঠি, উভয় ভাষায় আমার প্রায় নিজ ভাষার মত দক্ষতা রয়েছে। একজন ভারতীয় সশস্ত্র বাহিনীর কর্মকর্তা হিসাবে, আমাকে ভারতের (২২ টি তফসিলী ভাষা) সমস্ত অঞ্চলের মানুষের সাথে কথাবার্তা বলতে হয়েছে, যারা ইংরেজি বা হিন্দি প্রায় বলতে পারেনা। আমি ইংরেজীতে মোটামুটি সাবলীল। প্রাথমিক জার্মান ভাষায় আমার জ্ঞান আছে কারণ আমি এটি স্কুল এবং কলেজে অধ্যয়ন করেছি।
|
বৈচিত্র্য: রাজনৈতিক ব্যবস্থার অভিজ্ঞতা
প্রার্থীর অগণতান্ত্রিক, রাষ্ট্র-নিয়ন্ত্রিত বা দমনমূলক প্রেক্ষাপটে জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য বসবাস করা এবং/অথবা কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
|
না। যদিও ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলির একটি, কিন্তু সাম্প্রতিক বছরগুলিতে এর গণতান্ত্রিক ভিত্তি ঝুঁকির মধ্যে রয়েছে। সাম্প্রতিক কিছু আইন সহ বিরাজমান পরিবেশে, সেন্সরশিপ হল মারাত্মক উদ্বেগের একটি সমস্যা এবং বাকস্বাধীনতা ও বৈধ মতবিরোধের বিভিন্ন দিকগুলি বিপন্ন।
|
|